নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আকর্ষণীয় নকশা, চমৎকার ক্যামেরা, মাঝারি দামের ফোন হিসেবে মন জয় করতে বাজারে এসেছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি মোবাইল ফোন। প্রযুক্তির জগতে নতুন জোয়ারে সম্প্রতি যোগ হয়েছে নতুন এই ফোন।
টেকনোর এই নতুন ফোনে রয়েছে কার্ভড ডিসপ্লে। মুনলাইট সিলভার ও স্টারডাস্ট গ্রে—দুটি রঙে পাওয়া যাবে। এ ছাড়া এর সিলভার কালার ভেরিয়েন্টের গ্লসি ও শাইনি লুকও আকর্ষণীয়। এর ডান পাশে মাউন্ট করা রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। নিচে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম ট্রে। এর ভিডিও রেজল্যুশন এইচডি। এ ছাড়া আছে ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে ৩৬০ হার্টজ পর্যন্ত। ২০: ৯ আসপেক্ট রেশিওর ডিসপ্লে, যাতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা। ফলে হাত থেকে পড়ে গেলেও স্ক্রিন ভাঙার ঝুঁকি কম।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি ৪ এমএম ৩.০৫ গিগাহার্টজ। ডাইমেনসিটি ৯০০০ এসওসি ইতিমধ্যেই টেক্কা দিচ্ছে প্রসেসরের দুনিয়ায় কোয়ালকম, স্ন্যাপড্রাগন ৮ জেন-১ ও ৮ +জেন-১-র মতো ভারী ভারী নামকে। স্টোরেজের দিক থেকেও ফোনটি কোনো অংশে কম নয়। রয়েছে ৮ জিবি এলপিডিডিআর র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফ্যানটম এক্স২তে রয়েছে ৫জি ব্যান্ডস সাপোর্ট। এর জেরে সেটিংস থেকে গিয়ে এনাবল করা যাবে স্মার্ট ৫জি।
মোবাইল ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা, আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, এফআই দশমিক ৬৫ অ্যাপারচার, সেভেন জেন আইএমএজিআইকিউ ৭৯০ আইএসপির পাশাপাশি ৫ জেন আইপি প্রসেসর এপিইউ ৫৯০। এর সঙ্গে আছে কোয়াড ফ্ল্যাশলাইটও। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাতেও রয়েছে ৩২ মেগাপিক্সেল। এ ছাড়া ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য রয়েছে একগুচ্ছ মুড। এগুলোর পাশাপাশি রয়েছে ফিল্টার ব্যবহার করার অপশনও।
যেকোনো ৫জি ফোনের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, মোবাইল ফোনের যত বড় ডিসপ্লে, যত দ্রুত ডেটা ট্রান্সফার, ততই দ্রুত ফুরিয়ে যায় চার্জ। বিষয়টি বিবেচনায় রেখে এই ফোনে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এটি মাত্র ২০ মিনিটে ৫৯ শতাংশ চার্জ হয়ে যাবে।
আকর্ষণীয় নকশা, চমৎকার ক্যামেরা, মাঝারি দামের ফোন হিসেবে মন জয় করতে বাজারে এসেছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি মোবাইল ফোন। প্রযুক্তির জগতে নতুন জোয়ারে সম্প্রতি যোগ হয়েছে নতুন এই ফোন।
টেকনোর এই নতুন ফোনে রয়েছে কার্ভড ডিসপ্লে। মুনলাইট সিলভার ও স্টারডাস্ট গ্রে—দুটি রঙে পাওয়া যাবে। এ ছাড়া এর সিলভার কালার ভেরিয়েন্টের গ্লসি ও শাইনি লুকও আকর্ষণীয়। এর ডান পাশে মাউন্ট করা রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। নিচে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম ট্রে। এর ভিডিও রেজল্যুশন এইচডি। এ ছাড়া আছে ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে ৩৬০ হার্টজ পর্যন্ত। ২০: ৯ আসপেক্ট রেশিওর ডিসপ্লে, যাতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা। ফলে হাত থেকে পড়ে গেলেও স্ক্রিন ভাঙার ঝুঁকি কম।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে টেকনো ফ্যানটম এক্স২ ৫জি ৪ এমএম ৩.০৫ গিগাহার্টজ। ডাইমেনসিটি ৯০০০ এসওসি ইতিমধ্যেই টেক্কা দিচ্ছে প্রসেসরের দুনিয়ায় কোয়ালকম, স্ন্যাপড্রাগন ৮ জেন-১ ও ৮ +জেন-১-র মতো ভারী ভারী নামকে। স্টোরেজের দিক থেকেও ফোনটি কোনো অংশে কম নয়। রয়েছে ৮ জিবি এলপিডিডিআর র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফ্যানটম এক্স২তে রয়েছে ৫জি ব্যান্ডস সাপোর্ট। এর জেরে সেটিংস থেকে গিয়ে এনাবল করা যাবে স্মার্ট ৫জি।
মোবাইল ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা, আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, এফআই দশমিক ৬৫ অ্যাপারচার, সেভেন জেন আইএমএজিআইকিউ ৭৯০ আইএসপির পাশাপাশি ৫ জেন আইপি প্রসেসর এপিইউ ৫৯০। এর সঙ্গে আছে কোয়াড ফ্ল্যাশলাইটও। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাতেও রয়েছে ৩২ মেগাপিক্সেল। এ ছাড়া ছবি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য রয়েছে একগুচ্ছ মুড। এগুলোর পাশাপাশি রয়েছে ফিল্টার ব্যবহার করার অপশনও।
যেকোনো ৫জি ফোনের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, মোবাইল ফোনের যত বড় ডিসপ্লে, যত দ্রুত ডেটা ট্রান্সফার, ততই দ্রুত ফুরিয়ে যায় চার্জ। বিষয়টি বিবেচনায় রেখে এই ফোনে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এটি মাত্র ২০ মিনিটে ৫৯ শতাংশ চার্জ হয়ে যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫