এখন পর্যন্ত দুই পদ্ধতিতে পছন্দের ভিডিও সার্চ করা যেত ইউটিউবে। এবার প্ল্যাটফর্মটির সঙ্গে গুগল লেন্স ফিচার যুক্ত করেছে গুগল। ফিচারটির মাধ্যমে ফোনের ক্যামেরা দিয়ে বা গ্যালারিতে থাকা কোনো ভিডিওয়ের স্ক্রিনশট থেকে ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল বলেছে, প্রাথমিকভাবে ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে এ সুবিধা যুক্ত করা হবে।
ফিচারটি নিয়ে একটি স্ক্রিনশটও প্রকাশ করে নাইনটুভাইভ গুগল। স্ক্রিনশট থেকে দেখা যায়, অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপের সার্চবারে ও ভয়েস ইনপুট বাটনের মাঝে গুগল লেন্সের জন্য নতুন বাটন যুক্ত করেছে গুগল। এই বাটনে ট্যাপ করলে গুগল লেন্স চালু হবে। এটি ফোনের ক্যামেরা ব্যবহার করে।
ক্যামেরা দিয়ে কোনো বস্তুর ছবি তুললে বা গ্যালারি থেকে কোনো ছবি নির্বাচন করলে কাঙ্খিত বিষয়ের বিভিন্ন ভিডিও ইউটিউবে দেখাবে। যেমন: রাস্তা দিয়ে হাটার সময় কোনো আর্কষণীয় গাড়ি দেখলেন। গাড়িটির রিভিউ জানার ইচ্ছা হলো। সেইসময় ইউটিউবে গিয়ে গুগল লেন্সে বাটনে ট্যাপ করে ফোনের ক্যামেরাটি গাড়িটির ওপর তাক করলেই গাড়িটি সম্পর্কিত ভিডিওগুলো সেকেন্ডের ভেতরে চোখের সামনে নিয়ে আসবে। ফলাফলগুলো থেকে নিজের পছন্দমতো ভিডিওতে ট্যাপ করে দেখতে পারবেন।
ফিচারটি সার্চ ফলাফলে ইউটিউবের ভিডিওসহ সাধারণ গুগল সার্চের ফলাফলও দেখাবে। এখানে ‘সার্চ অন গুগল’ অপশন দেখাবে। এতে ট্যাপ করলে সাধারণ গুগল সার্চের ফলাফলগুলো দেখাবে।
বর্তমানে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসে ফিচারটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে শিগগিরই অন্যদের অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচার যুক্ত করা হবে।
এখন ইউটিউব শর্টসেও ‘ড্রিম স্ক্রিন’ নামে নতুন এআই ফিচার যুক্ত করবে ইউটিউব। ফলে ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ডে এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ও ভিডিও যুক্ত করতে পারবে ক্রিয়েটররা। ফিচারটি অনেকটা ‘গ্রিন স্ক্রিনের’ মতো কাজ করে। এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দের মতো ছবি ও ভিডিও যুক্ত করে নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে।
ড্রিম স্ক্রিন ছাড়াও ‘ড্রিম ট্যাক’ নামের নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইউটিউব। এর মাধ্যমে ক্রিয়েটররা ৩০ সেকেন্ডের সাউন্ডট্র্যাক তৈরি করতে পারবে। এআই দিয়ে জনপ্রিয় তারকাদের নকল কণ্ঠ এসব সাউন্ডট্র্যাকে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি ও স্যামমোবাইল
এখন পর্যন্ত দুই পদ্ধতিতে পছন্দের ভিডিও সার্চ করা যেত ইউটিউবে। এবার প্ল্যাটফর্মটির সঙ্গে গুগল লেন্স ফিচার যুক্ত করেছে গুগল। ফিচারটির মাধ্যমে ফোনের ক্যামেরা দিয়ে বা গ্যালারিতে থাকা কোনো ভিডিওয়ের স্ক্রিনশট থেকে ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল বলেছে, প্রাথমিকভাবে ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে এ সুবিধা যুক্ত করা হবে।
ফিচারটি নিয়ে একটি স্ক্রিনশটও প্রকাশ করে নাইনটুভাইভ গুগল। স্ক্রিনশট থেকে দেখা যায়, অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপের সার্চবারে ও ভয়েস ইনপুট বাটনের মাঝে গুগল লেন্সের জন্য নতুন বাটন যুক্ত করেছে গুগল। এই বাটনে ট্যাপ করলে গুগল লেন্স চালু হবে। এটি ফোনের ক্যামেরা ব্যবহার করে।
ক্যামেরা দিয়ে কোনো বস্তুর ছবি তুললে বা গ্যালারি থেকে কোনো ছবি নির্বাচন করলে কাঙ্খিত বিষয়ের বিভিন্ন ভিডিও ইউটিউবে দেখাবে। যেমন: রাস্তা দিয়ে হাটার সময় কোনো আর্কষণীয় গাড়ি দেখলেন। গাড়িটির রিভিউ জানার ইচ্ছা হলো। সেইসময় ইউটিউবে গিয়ে গুগল লেন্সে বাটনে ট্যাপ করে ফোনের ক্যামেরাটি গাড়িটির ওপর তাক করলেই গাড়িটি সম্পর্কিত ভিডিওগুলো সেকেন্ডের ভেতরে চোখের সামনে নিয়ে আসবে। ফলাফলগুলো থেকে নিজের পছন্দমতো ভিডিওতে ট্যাপ করে দেখতে পারবেন।
ফিচারটি সার্চ ফলাফলে ইউটিউবের ভিডিওসহ সাধারণ গুগল সার্চের ফলাফলও দেখাবে। এখানে ‘সার্চ অন গুগল’ অপশন দেখাবে। এতে ট্যাপ করলে সাধারণ গুগল সার্চের ফলাফলগুলো দেখাবে।
বর্তমানে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসে ফিচারটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে শিগগিরই অন্যদের অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচার যুক্ত করা হবে।
এখন ইউটিউব শর্টসেও ‘ড্রিম স্ক্রিন’ নামে নতুন এআই ফিচার যুক্ত করবে ইউটিউব। ফলে ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ডে এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ও ভিডিও যুক্ত করতে পারবে ক্রিয়েটররা। ফিচারটি অনেকটা ‘গ্রিন স্ক্রিনের’ মতো কাজ করে। এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দের মতো ছবি ও ভিডিও যুক্ত করে নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে।
ড্রিম স্ক্রিন ছাড়াও ‘ড্রিম ট্যাক’ নামের নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইউটিউব। এর মাধ্যমে ক্রিয়েটররা ৩০ সেকেন্ডের সাউন্ডট্র্যাক তৈরি করতে পারবে। এআই দিয়ে জনপ্রিয় তারকাদের নকল কণ্ঠ এসব সাউন্ডট্র্যাকে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি ও স্যামমোবাইল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২০ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২০ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২০ দিন আগে