প্রযুক্তি ডেস্ক
ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার বন্ধে কাজ করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের ব্যবস্থাটি চালু করা হবে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে আর পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা কার্যকর থাকবে না। ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে এই ব্যবস্থা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানায়, চলতি বছরের জুলাই থেকে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট শেয়ারিংয়ে বাধ্যবাধকতা আরোপ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। দ্বিতীয় প্রান্তিক (জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি।
এদিকে, গ্রাহক ফেরাতে নতুন পরিকল্পনা নিয়ে এসেছে নেটফ্লিক্স। ফলে, সাবস্ক্রিপশন খরচ কমে আসবে, বাড়বে গ্রাহকও। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানিয়েছে, ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ চালুর ফলে কমবে সাবস্ক্রিপশন খরচ। নতুন ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ প্ল্যানটি বর্তমানে ১২টি দেশে চালু করা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।
নতুন প্ল্যানে সাবস্ক্রিপশন খরচ ৬ ডলার ৯৯ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ টাকা। তবে নতুন এই প্ল্যান বাংলাদেশে কবে চালু হবে তা জানা যায়নি।
ইনসাইডার ইন্টেলিজেন্সের মতে, চলতি বছর নেটফ্লিক্স বিজ্ঞাপন থেকে আয় করবে ৭৭ কোটি ডলার। আর ২০২৪ সালে এই আয় গিয়ে দাঁড়াবে ১৯০ কোটি ডলারে।
ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার বন্ধে কাজ করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের ব্যবস্থাটি চালু করা হবে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে আর পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা কার্যকর থাকবে না। ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে এই ব্যবস্থা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানায়, চলতি বছরের জুলাই থেকে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট শেয়ারিংয়ে বাধ্যবাধকতা আরোপ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। দ্বিতীয় প্রান্তিক (জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি।
এদিকে, গ্রাহক ফেরাতে নতুন পরিকল্পনা নিয়ে এসেছে নেটফ্লিক্স। ফলে, সাবস্ক্রিপশন খরচ কমে আসবে, বাড়বে গ্রাহকও। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানিয়েছে, ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ চালুর ফলে কমবে সাবস্ক্রিপশন খরচ। নতুন ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ প্ল্যানটি বর্তমানে ১২টি দেশে চালু করা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।
নতুন প্ল্যানে সাবস্ক্রিপশন খরচ ৬ ডলার ৯৯ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ টাকা। তবে নতুন এই প্ল্যান বাংলাদেশে কবে চালু হবে তা জানা যায়নি।
ইনসাইডার ইন্টেলিজেন্সের মতে, চলতি বছর নেটফ্লিক্স বিজ্ঞাপন থেকে আয় করবে ৭৭ কোটি ডলার। আর ২০২৪ সালে এই আয় গিয়ে দাঁড়াবে ১৯০ কোটি ডলারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২০ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২০ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২০ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২০ দিন আগে