অনলাইন ডেস্ক
সৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এ ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এই চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে এআই অবকাঠামো গড়ে তুলতে এবং হিউমেইনের পরিকল্পিত ডেটা সেন্টার ও এআই মডেল উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।
এনভিডিয়া জানিয়েছে, সৌদি আরবে মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টারে ব্যবহৃত হবে এনভিডিয়ার সর্বাধুনিক ব্ল্যাকওয়েল চিপ। প্রথম ধাপে ব্যবহৃত হবে তাদের নতুন প্রজন্মের জিবি ৩০০ ব্ল্যাকওয়েল চিপ, যা এই মুহূর্তে কোম্পানিটির সবচেয়ে উন্নত চিপ। চলতি বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে চিপটি উন্মোচন করা হয়েছে।
এই ঘোষণা ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, বিভিন্ন দেশ এখন চ্যাটজিপিটির মতো উন্নত এআই সফটওয়্যার চালানোর জন্য এই চিপগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে।
হুয়াং বলেন, ‘এখানে এসে আমি সত্যিই আনন্দিত, সৌদি আরবের এআই অবকাঠামো নির্মাণের দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রশংসনীয়।’
এই ঘোষণার পর গত মঙ্গলবারের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করে যে, তারা প্রেসিডেন্ট জো বাইডেনের এআই-বিষয়ক একটি নিয়ম বাতিল করতে যাচ্ছে এবং তার পরিবর্তে একটি ‘আরও সহজ নিয়ম’ কার্যকর করবে। এই নিয়মের কারণে ২০২৩ সাল থেকে এনভিডিয়াকে তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির জন্য অনুমতি (এক্সপোর্ট লাইসেন্স) নিতে হচ্ছে। তাই নিয়ম পরিবর্তিত হলে মধ্যপ্রাচ্যে এনভিডিয়া সহজেই এআই চিপ রপ্তানি করতে পারবে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, হিউমেইন সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানাধীন থাকবে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্নয়ন ও ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণে কাজ করবে। ভবিষ্যতে হিউমেইনের পরিকল্পনার মধ্যে রয়েছে ‘কয়েক লাখ’ এনভিডিয়া গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) স্থাপন করা।
হুয়াং বলেন, সৌদি আরব শক্তিতে সমৃদ্ধ এবং তারা এই শক্তিকে রূপান্তর করছে এনভিডিয়ার এই বিশাল এআই সুপারকম্পিউটারগুলোর মাধ্যমে, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কারখানা।
গত মঙ্গলবার এএমডি জানিয়েছে, হিউমেইনের সঙ্গে একটি চুক্তির অংশ হিসেবে তারাও এই প্রকল্পে চিপ সরবরাহ করবে, যার মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ-শক্তির এআই সক্ষমতা তৈরি করা হবে। এএমডি আরও জানায়, হিউমেইন এ প্রকল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবারের লেনদেনে এএমডির শেয়ারের দাম ৪ শতাংশ বেড়েছে।
এদিকে মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে প্রশংসা এবং অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে তুলনা করেন।
ট্রাম্প বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ, জেনসেন। আমি বলতে চাই, টিম কুক এখানে নেই, আপনি আছেন।’
তবে অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: সিএনবিসি
সৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এ ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এই চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে এআই অবকাঠামো গড়ে তুলতে এবং হিউমেইনের পরিকল্পিত ডেটা সেন্টার ও এআই মডেল উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।
এনভিডিয়া জানিয়েছে, সৌদি আরবে মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টারে ব্যবহৃত হবে এনভিডিয়ার সর্বাধুনিক ব্ল্যাকওয়েল চিপ। প্রথম ধাপে ব্যবহৃত হবে তাদের নতুন প্রজন্মের জিবি ৩০০ ব্ল্যাকওয়েল চিপ, যা এই মুহূর্তে কোম্পানিটির সবচেয়ে উন্নত চিপ। চলতি বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে চিপটি উন্মোচন করা হয়েছে।
এই ঘোষণা ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, বিভিন্ন দেশ এখন চ্যাটজিপিটির মতো উন্নত এআই সফটওয়্যার চালানোর জন্য এই চিপগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে।
হুয়াং বলেন, ‘এখানে এসে আমি সত্যিই আনন্দিত, সৌদি আরবের এআই অবকাঠামো নির্মাণের দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রশংসনীয়।’
এই ঘোষণার পর গত মঙ্গলবারের লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করে যে, তারা প্রেসিডেন্ট জো বাইডেনের এআই-বিষয়ক একটি নিয়ম বাতিল করতে যাচ্ছে এবং তার পরিবর্তে একটি ‘আরও সহজ নিয়ম’ কার্যকর করবে। এই নিয়মের কারণে ২০২৩ সাল থেকে এনভিডিয়াকে তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির জন্য অনুমতি (এক্সপোর্ট লাইসেন্স) নিতে হচ্ছে। তাই নিয়ম পরিবর্তিত হলে মধ্যপ্রাচ্যে এনভিডিয়া সহজেই এআই চিপ রপ্তানি করতে পারবে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, হিউমেইন সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানাধীন থাকবে এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্নয়ন ও ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণে কাজ করবে। ভবিষ্যতে হিউমেইনের পরিকল্পনার মধ্যে রয়েছে ‘কয়েক লাখ’ এনভিডিয়া গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) স্থাপন করা।
হুয়াং বলেন, সৌদি আরব শক্তিতে সমৃদ্ধ এবং তারা এই শক্তিকে রূপান্তর করছে এনভিডিয়ার এই বিশাল এআই সুপারকম্পিউটারগুলোর মাধ্যমে, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কারখানা।
গত মঙ্গলবার এএমডি জানিয়েছে, হিউমেইনের সঙ্গে একটি চুক্তির অংশ হিসেবে তারাও এই প্রকল্পে চিপ সরবরাহ করবে, যার মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ-শক্তির এআই সক্ষমতা তৈরি করা হবে। এএমডি আরও জানায়, হিউমেইন এ প্রকল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবারের লেনদেনে এএমডির শেয়ারের দাম ৪ শতাংশ বেড়েছে।
এদিকে মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে প্রশংসা এবং অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে তুলনা করেন।
ট্রাম্প বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ, জেনসেন। আমি বলতে চাই, টিম কুক এখানে নেই, আপনি আছেন।’
তবে অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: সিএনবিসি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৩ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৩ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৩ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৩ দিন আগে