প্রযুক্তি ডেস্ক
লেখাপড়ার অংশ হিসেবে কিংবা ব্যক্তিগত কাজের জন্য একটি নির্ভরযোগ্য কম্পিউটার থাকাটা আজকাল খুবই জরুরি।
দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজেট ডেস্কটপ বিক্রি করে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার; বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনায় স্টারটেক লিমিটেড বেশ কিছু ডেস্কটপ কম্পিউটার এনেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা লিঙ্কে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।
এই ডেস্কটপগুলো এমন একটি কাস্টম প্রি-বিল্ট পিসি, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর, এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড এবং ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসরটি মাল্টিটাস্কিং এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করার জন্য বেশ দক্ষ। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম, কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে পরে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে।
এই কম্পিউটারের দাম ২৫ হাজার ৭৯৯ টাকা। অফিস কিংবা বাসার কাজের জন্য অল্প বাজেটের মধ্যে এই কম্পিউটার বেশ উপযোগী। এই পিসি কেনায় স্টারটেক লিমিটেড প্রায়ই দিয়ে থাকে নানা ধরনের অফার। পিসি কিংবা অন্যান্য অফার পেতে খোঁজ রাখতে হবে তাদের ওয়েবসাইটে।
লেখাপড়ার অংশ হিসেবে কিংবা ব্যক্তিগত কাজের জন্য একটি নির্ভরযোগ্য কম্পিউটার থাকাটা আজকাল খুবই জরুরি।
দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজেট ডেস্কটপ বিক্রি করে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার; বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনায় স্টারটেক লিমিটেড বেশ কিছু ডেস্কটপ কম্পিউটার এনেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা লিঙ্কে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।
এই ডেস্কটপগুলো এমন একটি কাস্টম প্রি-বিল্ট পিসি, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর, এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড এবং ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসরটি মাল্টিটাস্কিং এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করার জন্য বেশ দক্ষ। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম, কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে পরে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে।
এই কম্পিউটারের দাম ২৫ হাজার ৭৯৯ টাকা। অফিস কিংবা বাসার কাজের জন্য অল্প বাজেটের মধ্যে এই কম্পিউটার বেশ উপযোগী। এই পিসি কেনায় স্টারটেক লিমিটেড প্রায়ই দিয়ে থাকে নানা ধরনের অফার। পিসি কিংবা অন্যান্য অফার পেতে খোঁজ রাখতে হবে তাদের ওয়েবসাইটে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে