প্রযুক্তি ডেস্ক
জাপানের টোকিওতে শুরু হয়েছে অলিম্পিক ২০২০। এই অলিম্পিক সেশনে দর্শকদের বিনোদন দিতে প্রদর্শন করা হচ্ছে এক ধরনের বাস্কেটবল রোবট। এই রোবটটি বাস্কেটবল খেলতে পারে। টোয়োটা কোম্পানির তৈরি এই রোবোটটির গাঁয়ে রয়েছে ৯৫ নম্বরের টি–শার্ট।
টোকিও অলিম্পিকের এই রোবটটি হচ্ছে কিউ প্রজেক্টের মাধ্যমে বানানো রোবোট। কিউ সিরিজের রোবট প্রথম বানানো হয় ২০১৮ সালে। এরপর ২০১৯ সালে কিউ সিরিজের আরো কয়েকটি রোবট বানানো হয়। ২০১৯ সালে কিউ ৩ বাস্কেটবল রোবটটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে। সুনির্দিষ্ট সময়ে সঠিকভাবে বাস্কেটে ২০০০ চেয়ে বেশিবার বল ছুড়ে প্রবেশ করানোর মাধ্যমে এই রেকর্ড গড়ে কিউ রোবট।
কিউ প্রজেক্টের রোবটগুলো এক ধরনের হিউমানয়েড রোবট। এটি বলকে হাত দিয়ে সঠিকভাবে ধরতে সক্ষম এবং সঠিকভাবে ছুঁড়ে মারতে সক্ষম। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটার একদল রোবোপ্রযুক্তবিদ এই কিউ প্রজেক্টের রোবট নির্মাণের সঙ্গে জড়িত। তারা প্রতিনিয়তই নানারকম রোবট নির্মাণের পরিকল্পনা আর কাজ করে যাচ্ছে।
এবারের টোকিও অলিম্পিকের রোবটটি দর্শকদেরকে দারুণ বিনোদন দিচ্ছে। তার বাস্কেটবল খেলা দেখার বিষয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে । টোকিও অলিম্পিকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই রোবটটির বাস্কেটবল বাস্কেটে সঠিকভাবে ছুড়ে মারার একটি ভিডিও আপ করা হয়েছে। ভিডিওটি বিশ্বব্যাপী দর্শকদের মাঝে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।
এই রোবট প্রজেক্টের প্রধান নোমি জানান, আমি অলিম্পিকে এই রোবটের অংশগ্রহণ নিয়ে উত্তেজিত। সাধারণ দর্শকেরা এই রোবটকে দেখে বিনোদন পাচ্ছে জেনে আমার বেশ ভালো লাগছে।
জাপানের টোকিওতে শুরু হয়েছে অলিম্পিক ২০২০। এই অলিম্পিক সেশনে দর্শকদের বিনোদন দিতে প্রদর্শন করা হচ্ছে এক ধরনের বাস্কেটবল রোবট। এই রোবটটি বাস্কেটবল খেলতে পারে। টোয়োটা কোম্পানির তৈরি এই রোবোটটির গাঁয়ে রয়েছে ৯৫ নম্বরের টি–শার্ট।
টোকিও অলিম্পিকের এই রোবটটি হচ্ছে কিউ প্রজেক্টের মাধ্যমে বানানো রোবোট। কিউ সিরিজের রোবট প্রথম বানানো হয় ২০১৮ সালে। এরপর ২০১৯ সালে কিউ সিরিজের আরো কয়েকটি রোবট বানানো হয়। ২০১৯ সালে কিউ ৩ বাস্কেটবল রোবটটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে। সুনির্দিষ্ট সময়ে সঠিকভাবে বাস্কেটে ২০০০ চেয়ে বেশিবার বল ছুড়ে প্রবেশ করানোর মাধ্যমে এই রেকর্ড গড়ে কিউ রোবট।
কিউ প্রজেক্টের রোবটগুলো এক ধরনের হিউমানয়েড রোবট। এটি বলকে হাত দিয়ে সঠিকভাবে ধরতে সক্ষম এবং সঠিকভাবে ছুঁড়ে মারতে সক্ষম। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটার একদল রোবোপ্রযুক্তবিদ এই কিউ প্রজেক্টের রোবট নির্মাণের সঙ্গে জড়িত। তারা প্রতিনিয়তই নানারকম রোবট নির্মাণের পরিকল্পনা আর কাজ করে যাচ্ছে।
এবারের টোকিও অলিম্পিকের রোবটটি দর্শকদেরকে দারুণ বিনোদন দিচ্ছে। তার বাস্কেটবল খেলা দেখার বিষয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে । টোকিও অলিম্পিকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই রোবটটির বাস্কেটবল বাস্কেটে সঠিকভাবে ছুড়ে মারার একটি ভিডিও আপ করা হয়েছে। ভিডিওটি বিশ্বব্যাপী দর্শকদের মাঝে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।
এই রোবট প্রজেক্টের প্রধান নোমি জানান, আমি অলিম্পিকে এই রোবটের অংশগ্রহণ নিয়ে উত্তেজিত। সাধারণ দর্শকেরা এই রোবটকে দেখে বিনোদন পাচ্ছে জেনে আমার বেশ ভালো লাগছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫