চলতি বছরেই অ্যাপল বাজারে আনার কথা আইফোন ১৪ সিরিজের ফোন। বাজারের সবচেয়ে জনপ্রিয় এই মোবাইল ফোন কোম্পানির নতুন সিরিজ নিয়ে গুঞ্জন থাকবে—এটাই স্বাভাবিক। এবার গুঞ্জনটা একটু বেশিই। কারণ, শোনা যাচ্ছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো এর মধ্যে থাকবে কিছু উল্লেখযোগ্য পার্থক্য।
প্রযুক্তি সম্পর্কিত সংবাদমাধ্যম টেকরাডার জানাচ্ছে, আইফোন ১৪ সংস্করণের এ দুই মডেলের মূল পার্থক্যটি গড়ে দেবে স্ক্রিন। কারণ, এ দুই মডেলের স্ক্রিন তৈরি করছে আলাদা দুটি কোম্পানি।
স্মার্টফোনের ডিসপ্লে তৈরির কোম্পানি বিওই এবার আইফোন ১৪-এর ৬ দশমিক ১ ইঞ্চি দৈর্ঘ্যের ডিসপ্লেটি তৈরি করবে। এ কোম্পানি নতুন নয়। চীনা এই প্রতিষ্ঠান হুয়াওয়ে, ভিভোসহ বেশ কিছু জনপ্রিয় মোবাইল ডিভাইস উৎপাদনকারী কোম্পানির ডিসপ্লে তৈরি করেছে। তবে আইফোনের সঙ্গে এর আগে এ প্রতিষ্ঠান কাজ করেনি। আইফোনের ডিসপ্লে তৈরি করে আসছে স্যামসাং ও এলজির মতো কোম্পানি। এবারও তারা আইফোনের ডিসপ্লে তৈরি করবে। তবে আইফোন ১৪-এর ডিসপ্লে তৈরির দায়িত্ব পাচ্ছে বিওই।
এরই মধ্যে আইফোন ১৪-এ বেশ কিছু বদলের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা শোনা যাচ্ছে, তা হলো—এবারের আইফোনে নচের আকারটি কিছুটা ছোট হবে। আইফোন স্ক্রিনের ওপরের দিকে থাকা অংশটিই নচ, যেখানে ক্যামেরা, সাউন্ডসহ বিভিন্ন জরুরি অংশ যুক্ত থাকে। এই নচের কারণে ডিসপ্লের ওপরের দিকটা অনেকটা ছোট হয়ে আসে। এবার এতে পরিবর্তন আসতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।
এবারও আগেরবারের মতোই আইফোন ১৪-এর চারটি মডেল বাজারে আসছে বলে ধারণা করা হচ্ছে। এর একদিকে থাকছে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স; অন্যদিকে থাকছে আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ ম্যাক্স এবার আইফোন মিনির বদলে আনা হচ্ছে। তবে দামে তুলনামূলক সস্তা হলেও এই মডেলে ব্যবহারকারীরা পাচ্ছেন ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে।
তবে এই সবই এখনো গুঞ্জন। বরাবরের মতোই নিজেদের নতুন মডেল বাজারে ছাড়ার আগে মুখে কুলুপ এঁটে বসে আছে অ্যাপল।
চলতি বছরেই অ্যাপল বাজারে আনার কথা আইফোন ১৪ সিরিজের ফোন। বাজারের সবচেয়ে জনপ্রিয় এই মোবাইল ফোন কোম্পানির নতুন সিরিজ নিয়ে গুঞ্জন থাকবে—এটাই স্বাভাবিক। এবার গুঞ্জনটা একটু বেশিই। কারণ, শোনা যাচ্ছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো এর মধ্যে থাকবে কিছু উল্লেখযোগ্য পার্থক্য।
প্রযুক্তি সম্পর্কিত সংবাদমাধ্যম টেকরাডার জানাচ্ছে, আইফোন ১৪ সংস্করণের এ দুই মডেলের মূল পার্থক্যটি গড়ে দেবে স্ক্রিন। কারণ, এ দুই মডেলের স্ক্রিন তৈরি করছে আলাদা দুটি কোম্পানি।
স্মার্টফোনের ডিসপ্লে তৈরির কোম্পানি বিওই এবার আইফোন ১৪-এর ৬ দশমিক ১ ইঞ্চি দৈর্ঘ্যের ডিসপ্লেটি তৈরি করবে। এ কোম্পানি নতুন নয়। চীনা এই প্রতিষ্ঠান হুয়াওয়ে, ভিভোসহ বেশ কিছু জনপ্রিয় মোবাইল ডিভাইস উৎপাদনকারী কোম্পানির ডিসপ্লে তৈরি করেছে। তবে আইফোনের সঙ্গে এর আগে এ প্রতিষ্ঠান কাজ করেনি। আইফোনের ডিসপ্লে তৈরি করে আসছে স্যামসাং ও এলজির মতো কোম্পানি। এবারও তারা আইফোনের ডিসপ্লে তৈরি করবে। তবে আইফোন ১৪-এর ডিসপ্লে তৈরির দায়িত্ব পাচ্ছে বিওই।
এরই মধ্যে আইফোন ১৪-এ বেশ কিছু বদলের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা শোনা যাচ্ছে, তা হলো—এবারের আইফোনে নচের আকারটি কিছুটা ছোট হবে। আইফোন স্ক্রিনের ওপরের দিকে থাকা অংশটিই নচ, যেখানে ক্যামেরা, সাউন্ডসহ বিভিন্ন জরুরি অংশ যুক্ত থাকে। এই নচের কারণে ডিসপ্লের ওপরের দিকটা অনেকটা ছোট হয়ে আসে। এবার এতে পরিবর্তন আসতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।
এবারও আগেরবারের মতোই আইফোন ১৪-এর চারটি মডেল বাজারে আসছে বলে ধারণা করা হচ্ছে। এর একদিকে থাকছে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স; অন্যদিকে থাকছে আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ ম্যাক্স এবার আইফোন মিনির বদলে আনা হচ্ছে। তবে দামে তুলনামূলক সস্তা হলেও এই মডেলে ব্যবহারকারীরা পাচ্ছেন ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে।
তবে এই সবই এখনো গুঞ্জন। বরাবরের মতোই নিজেদের নতুন মডেল বাজারে ছাড়ার আগে মুখে কুলুপ এঁটে বসে আছে অ্যাপল।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে