ক্যাপকাট, টুইচ, সোশ্যালপাইলট ও প্রিমিয়ার প্রো থেকে সরাসরি ভিডিও শেয়ার (ডাইরেক্ট পোস্ট) করার ফিচার আনল টিকটক। থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদের লক্ষ্য করে নতুন ফিচারটি তৈরি হয়েছে। টেককাঞ্চের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
টিকটকের ‘শেয়ার টু’ ইন্টিগ্রেশনের ওপর ভিত্তি করে এই ফিচার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে থার্ড পার্টি অ্যাপগুলো টিকটকে ভিডিও প্রকাশের সময় নিজেদের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবে।
ডাইরেক্ট পোস্টের মাধ্যমে অ্যাপগুলো শুধুমাত্র টিকটকে ভিডিও পোস্টসহ অন্যান্য সুবিধাও পাবে। নিজস্ব প্ল্যাটফর্মের অভ্যন্তরে ক্যাপশন সেট ও অডিয়েন্স সেটিংস করে একটিমাত্র ক্লিকের মাধ্যমে এই তথ্য টিকটকে শেয়ার করা যাবে। এ ছাড়া ফিচারটির মাধ্যমে ক্রিয়েটররা ভিডিও প্রকাশের সময়ও নির্ধারণ করতে পারবে। এ জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে।
টিকটকে ফিচারটি যুক্ত করার ফলে বিভিন্ন সৃজনশীল অ্যাপ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল–এআইভিত্তিক প্রযুক্তি যেগুলো ভিডিও সম্পাদনায় সাহায্য করে।
এই ফিচার থার্ড পার্টি অ্যাপগুলোয় টিকটক ক্রিয়েটরদের আসল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। টিকটকের সঙ্গে অংশীদারত্ব করেছে এমন অ্যাপ গুলিকে সরাসরি কনটেন্ট পোস্ট করার জন্য এপিআই ব্যবহার করার অনুমতি দেওয়ার আগে একটি অডিটিং প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।
অ্যাডোবি টিকটকের নতুন ফিচারের মূল অংশীদার হওয়ায় কোম্পানির ম্যাক্স কনফারেন্সে নতুন এআই সফটওয়্যার ও প্রযুক্তি উন্মোচন করেছেন। কোম্পানিটি এখন থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ডাইরেক্ট পোস্টের সুবিধা দেবে। ফলে এআইভিত্তিক ভিডিও এডিটিং টুল ও অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করে টিকটিকে সরাসরি পোস্ট করা যাবে।
অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউড প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট দিপা সুব্রামানিয়াম বলেন, অন্য সময়ের তুলনায় বর্তমানে দ্রুত কনটেন্ট প্রকাশ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। সব পর্যায়ের ক্রিয়েটরদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো বাঁধা ছাড়া নতুন নতুন টুলের ব্যবহার করা প্রয়োজন। অ্যাডোবি এক্সপ্রেস ও প্রিমিয়াম প্রোতে টিকটকের নতুন ডাইরেক্ট পোস্ট ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা দ্রুত ও ভালো মানের কনটেন্ট প্রকাশ করতে পারবে।
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স আরেকটি ভিডিও এডিটিং টুল হল ক্যাপকাট। এই অ্যাপে ১০ কোটি ব্যবহারকারী রয়েছে। এই অ্যাপের এডিট করা ভিডিওগুলো সরাসরি টিকটকে প্রকাশ করা যাবে।
এ ছাড়া টুইচ স্ট্রিমাররা প্ল্যাটফর্মটির টুইচ ক্লিপ এডিটর ব্যবহার করে তাদের ভিডিওগুলো প্রোট্রেইট মোডে পরিবর্তন করে টুইটারে শেয়ার করতে পারবে। ভিডিওগুলো টিকটকে ড্রাফট হিসেবেও এক্সপোর্ট করা যাবে, যাতে পরবর্তীতে ভিডিওগুলো এডিট করা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের মার্কেটিং টুল সোশ্যালপাইলটও এই ফিচারটি গ্রহণ করেছে। পেশাদার, দল, এজেন্সি ও ব্যবসায়ীদের স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট পোস্টের সুবিধা দেবে।
ক্যাপকাট, টুইচ, সোশ্যালপাইলট ও প্রিমিয়ার প্রো থেকে সরাসরি ভিডিও শেয়ার (ডাইরেক্ট পোস্ট) করার ফিচার আনল টিকটক। থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদের লক্ষ্য করে নতুন ফিচারটি তৈরি হয়েছে। টেককাঞ্চের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
টিকটকের ‘শেয়ার টু’ ইন্টিগ্রেশনের ওপর ভিত্তি করে এই ফিচার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে থার্ড পার্টি অ্যাপগুলো টিকটকে ভিডিও প্রকাশের সময় নিজেদের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবে।
ডাইরেক্ট পোস্টের মাধ্যমে অ্যাপগুলো শুধুমাত্র টিকটকে ভিডিও পোস্টসহ অন্যান্য সুবিধাও পাবে। নিজস্ব প্ল্যাটফর্মের অভ্যন্তরে ক্যাপশন সেট ও অডিয়েন্স সেটিংস করে একটিমাত্র ক্লিকের মাধ্যমে এই তথ্য টিকটকে শেয়ার করা যাবে। এ ছাড়া ফিচারটির মাধ্যমে ক্রিয়েটররা ভিডিও প্রকাশের সময়ও নির্ধারণ করতে পারবে। এ জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে।
টিকটকে ফিচারটি যুক্ত করার ফলে বিভিন্ন সৃজনশীল অ্যাপ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল–এআইভিত্তিক প্রযুক্তি যেগুলো ভিডিও সম্পাদনায় সাহায্য করে।
এই ফিচার থার্ড পার্টি অ্যাপগুলোয় টিকটক ক্রিয়েটরদের আসল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। টিকটকের সঙ্গে অংশীদারত্ব করেছে এমন অ্যাপ গুলিকে সরাসরি কনটেন্ট পোস্ট করার জন্য এপিআই ব্যবহার করার অনুমতি দেওয়ার আগে একটি অডিটিং প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।
অ্যাডোবি টিকটকের নতুন ফিচারের মূল অংশীদার হওয়ায় কোম্পানির ম্যাক্স কনফারেন্সে নতুন এআই সফটওয়্যার ও প্রযুক্তি উন্মোচন করেছেন। কোম্পানিটি এখন থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ডাইরেক্ট পোস্টের সুবিধা দেবে। ফলে এআইভিত্তিক ভিডিও এডিটিং টুল ও অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করে টিকটিকে সরাসরি পোস্ট করা যাবে।
অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউড প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট দিপা সুব্রামানিয়াম বলেন, অন্য সময়ের তুলনায় বর্তমানে দ্রুত কনটেন্ট প্রকাশ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। সব পর্যায়ের ক্রিয়েটরদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো বাঁধা ছাড়া নতুন নতুন টুলের ব্যবহার করা প্রয়োজন। অ্যাডোবি এক্সপ্রেস ও প্রিমিয়াম প্রোতে টিকটকের নতুন ডাইরেক্ট পোস্ট ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা দ্রুত ও ভালো মানের কনটেন্ট প্রকাশ করতে পারবে।
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স আরেকটি ভিডিও এডিটিং টুল হল ক্যাপকাট। এই অ্যাপে ১০ কোটি ব্যবহারকারী রয়েছে। এই অ্যাপের এডিট করা ভিডিওগুলো সরাসরি টিকটকে প্রকাশ করা যাবে।
এ ছাড়া টুইচ স্ট্রিমাররা প্ল্যাটফর্মটির টুইচ ক্লিপ এডিটর ব্যবহার করে তাদের ভিডিওগুলো প্রোট্রেইট মোডে পরিবর্তন করে টুইটারে শেয়ার করতে পারবে। ভিডিওগুলো টিকটকে ড্রাফট হিসেবেও এক্সপোর্ট করা যাবে, যাতে পরবর্তীতে ভিডিওগুলো এডিট করা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের মার্কেটিং টুল সোশ্যালপাইলটও এই ফিচারটি গ্রহণ করেছে। পেশাদার, দল, এজেন্সি ও ব্যবসায়ীদের স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট পোস্টের সুবিধা দেবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৫ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৫ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৫ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৫ দিন আগে