পাসওয়ার্ডের বদলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন পাসকি সুবিধা ব্যবহার করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। গত এপ্রিল মাসে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচার ব্যবহারের মাধ্যমে এক্স অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার হবে।
গত বছর বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানি ও অনলাইন সেবা পাসকি সুবিধা চালু করে। পেপাল, টিকটক, হোয়াটসঅ্যাপ, গিটহাবসহ বিভিন্ন সেবায় ইতিমধ্যেই পাসকি সুবিধা চালু রয়েছে। এ সুবিধা চালুর ফলে এক্সের ব্যবহারকারীদের এখন আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না।
কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয় পাসকি। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল।
তবে নতুন এক্সের অ্যাকাউন্টের জন্য এখনো একটি পাসওয়ার্ড তৈরি প্রয়োজন। অ্যাকাউন্ট তৈরির পর এক্সের সেটিংস অ্যান্ড সাপোর্ট মেনু থেকে পাসকি সুবিধা চালু করা যাবে। এটি সিকিউরিটি ট্যাবের ‘Additional password protection’ এর নিচে অবস্থিত।
পাসকি প্রযুক্তিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা সংরক্ষণ করে রাখা হয়। ফলে ফোন আনলক থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ঢোকার সময় এটি ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা ডেটার সঙ্গে মিলিয়ে দেখে। ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য সংগ্রহের কাজটি হ্যাকারদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল গ্রোক–২ ও গ্রোক–২ মিনির বেটা সংস্করণ উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। নতুন মডেলটির সাহায্যে এখন এআই ছবি তৈরি করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (সাবেক টুইটার)। তবে এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররাই শুধু গ্রোক মডেলটি ব্যবহার করতে পারেন।
এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি তৈরিও করা যাবে এই মডেল দিয়ে। তাই অনেক ব্যবহারকারীই এই সুবিধা ব্যবহার করে ইতিমধ্যে রাজনৈতিক নেতাদের এআই ছবি তৈরি করেছেন। তবে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে কোনো মেটাডেটা যুক্ত করা হয় নাকি তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য এআই দিয়ে তৈরি ছবি মেটাডেটার মাধ্যমে শনাক্ত করা যায়।
তথ্যসূত্র: এন্ড গ্যাজেট
পাসওয়ার্ডের বদলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন পাসকি সুবিধা ব্যবহার করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। গত এপ্রিল মাসে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচার ব্যবহারের মাধ্যমে এক্স অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার হবে।
গত বছর বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানি ও অনলাইন সেবা পাসকি সুবিধা চালু করে। পেপাল, টিকটক, হোয়াটসঅ্যাপ, গিটহাবসহ বিভিন্ন সেবায় ইতিমধ্যেই পাসকি সুবিধা চালু রয়েছে। এ সুবিধা চালুর ফলে এক্সের ব্যবহারকারীদের এখন আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না।
কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয় পাসকি। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল।
তবে নতুন এক্সের অ্যাকাউন্টের জন্য এখনো একটি পাসওয়ার্ড তৈরি প্রয়োজন। অ্যাকাউন্ট তৈরির পর এক্সের সেটিংস অ্যান্ড সাপোর্ট মেনু থেকে পাসকি সুবিধা চালু করা যাবে। এটি সিকিউরিটি ট্যাবের ‘Additional password protection’ এর নিচে অবস্থিত।
পাসকি প্রযুক্তিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা সংরক্ষণ করে রাখা হয়। ফলে ফোন আনলক থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ঢোকার সময় এটি ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা ডেটার সঙ্গে মিলিয়ে দেখে। ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য সংগ্রহের কাজটি হ্যাকারদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল গ্রোক–২ ও গ্রোক–২ মিনির বেটা সংস্করণ উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। নতুন মডেলটির সাহায্যে এখন এআই ছবি তৈরি করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (সাবেক টুইটার)। তবে এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররাই শুধু গ্রোক মডেলটি ব্যবহার করতে পারেন।
এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি তৈরিও করা যাবে এই মডেল দিয়ে। তাই অনেক ব্যবহারকারীই এই সুবিধা ব্যবহার করে ইতিমধ্যে রাজনৈতিক নেতাদের এআই ছবি তৈরি করেছেন। তবে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে কোনো মেটাডেটা যুক্ত করা হয় নাকি তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য এআই দিয়ে তৈরি ছবি মেটাডেটার মাধ্যমে শনাক্ত করা যায়।
তথ্যসূত্র: এন্ড গ্যাজেট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে