কুহেলী রহমান
রোদের তাপে সবকিছুই যেন একেবারে বারুদ হয়ে আছে। একটু ঘষা লাগলেই দপ করে জ্বলে উঠবে সবকিছু! এমন যে ঘটছে না, তা নয়। ফলে সতর্কতা বাড়াতে হচ্ছে সবাইকে। আগুন দ্রুত শনাক্ত করতে এবং নিয়ন্ত্রণে আনতে অনেক স্মার্ট প্রযুক্তি পাওয়া যায় এখন।
স্মার্ট স্টোভটপ আগুন নির্বাপণ প্রযুক্তি
রান্নাঘরের চুলা বা গ্যাসের লিকেজ বাড়িতে আগুন লাগার অন্যতম উৎস। এ থেকে সতর্ক করতে সব সময় আপনার রান্নাঘরের চুলার খেয়াল রাখবে স্মার্ট স্টোভটপের সঙ্গে যুক্ত মোশন সেন্সর। চুলার সামনে থেকে চলে যাওয়ার একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে এই যন্ত্র চুলা বন্ধ করতে শুরু করবে। একই সঙ্গে বিপৎসংকেত পাঠাবে নির্দিষ্ট যন্ত্রে।
স্প্রিংকলার সিস্টেম
রান্নাঘরে স্প্রিংকলার সিস্টেমের ব্যবহার আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধে একটি কার্যকর উপায় হতে পারে। এই সিস্টেমগুলো স্বয়ংক্রিয়ভাবে আগুন শনাক্ত করে এবং পানি ব্যবহার করে সেগুলো নিভিয়ে দেয়। অগ্নিকাণ্ডের সময় এগুলো জীবন এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা রাখতে পারে।
কিচেন সেন্সর অ্যালার্ম
ছোট ফ্ল্যাটে রান্নাঘরের জন্য বড় পরিসর থাকে না। স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে রান্নাঘরে সেন্সর অ্যালার্ম লাগিয়ে রাখতে পারেন। এতে এগজস্ট ফ্যান বা কিচেন চিমনি রান্নার ধোঁয়া টেনে নেওয়ার পরেও রান্নাঘরের তাপমাত্রা বাড়লে সেন্সর জানান দেবে। এ ছাড়া মানুষের অনুপস্থিতিতে আগুন ছড়িয়ে পড়লেও সেন্সর অ্যালার্ম বেজে উঠবে। এতে বোঝা যাবে, রান্নাঘরের তাপমাত্রা বিপৎসীমা ছাড়িয়েছে।
কার্বন মনোক্সাইড ডিটেক্টর
কার্বন মনোক্সাইড একটি বর্ণহীন, গন্ধহীন গ্যাস, যা উচ্চ ঘনত্বে ভয়াবহ ধরনের বিপজ্জনক হতে পারে। কার্বন মনোক্সাইড ডিটেক্টর এই গ্যাসের উপস্থিতি শনাক্ত করতে পারে এবং বিপদ সম্পর্কে সতর্ক করতে পারে।
স্মার্ট হাব
এখন ব্লুটুথ ও ইন্টারনেট দিয়ে চালানোর মতো হরেক গ্যাজেটে ছেয়ে গেছে বাজার। যে ধরনের স্মার্ট যন্ত্রই যুক্ত করা হোক না কেন, তা অন্য সব যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে হবে। স্মার্ট হাবের সঙ্গে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকলে সেখান থেকে মোবাইল অ্যাপ ও এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের আগুন বিষয়ে যেকোনো বিপদ সম্পর্কে জানানো সম্ভব হবে।
রোদের তাপে সবকিছুই যেন একেবারে বারুদ হয়ে আছে। একটু ঘষা লাগলেই দপ করে জ্বলে উঠবে সবকিছু! এমন যে ঘটছে না, তা নয়। ফলে সতর্কতা বাড়াতে হচ্ছে সবাইকে। আগুন দ্রুত শনাক্ত করতে এবং নিয়ন্ত্রণে আনতে অনেক স্মার্ট প্রযুক্তি পাওয়া যায় এখন।
স্মার্ট স্টোভটপ আগুন নির্বাপণ প্রযুক্তি
রান্নাঘরের চুলা বা গ্যাসের লিকেজ বাড়িতে আগুন লাগার অন্যতম উৎস। এ থেকে সতর্ক করতে সব সময় আপনার রান্নাঘরের চুলার খেয়াল রাখবে স্মার্ট স্টোভটপের সঙ্গে যুক্ত মোশন সেন্সর। চুলার সামনে থেকে চলে যাওয়ার একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে এই যন্ত্র চুলা বন্ধ করতে শুরু করবে। একই সঙ্গে বিপৎসংকেত পাঠাবে নির্দিষ্ট যন্ত্রে।
স্প্রিংকলার সিস্টেম
রান্নাঘরে স্প্রিংকলার সিস্টেমের ব্যবহার আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধে একটি কার্যকর উপায় হতে পারে। এই সিস্টেমগুলো স্বয়ংক্রিয়ভাবে আগুন শনাক্ত করে এবং পানি ব্যবহার করে সেগুলো নিভিয়ে দেয়। অগ্নিকাণ্ডের সময় এগুলো জীবন এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা রাখতে পারে।
কিচেন সেন্সর অ্যালার্ম
ছোট ফ্ল্যাটে রান্নাঘরের জন্য বড় পরিসর থাকে না। স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে রান্নাঘরে সেন্সর অ্যালার্ম লাগিয়ে রাখতে পারেন। এতে এগজস্ট ফ্যান বা কিচেন চিমনি রান্নার ধোঁয়া টেনে নেওয়ার পরেও রান্নাঘরের তাপমাত্রা বাড়লে সেন্সর জানান দেবে। এ ছাড়া মানুষের অনুপস্থিতিতে আগুন ছড়িয়ে পড়লেও সেন্সর অ্যালার্ম বেজে উঠবে। এতে বোঝা যাবে, রান্নাঘরের তাপমাত্রা বিপৎসীমা ছাড়িয়েছে।
কার্বন মনোক্সাইড ডিটেক্টর
কার্বন মনোক্সাইড একটি বর্ণহীন, গন্ধহীন গ্যাস, যা উচ্চ ঘনত্বে ভয়াবহ ধরনের বিপজ্জনক হতে পারে। কার্বন মনোক্সাইড ডিটেক্টর এই গ্যাসের উপস্থিতি শনাক্ত করতে পারে এবং বিপদ সম্পর্কে সতর্ক করতে পারে।
স্মার্ট হাব
এখন ব্লুটুথ ও ইন্টারনেট দিয়ে চালানোর মতো হরেক গ্যাজেটে ছেয়ে গেছে বাজার। যে ধরনের স্মার্ট যন্ত্রই যুক্ত করা হোক না কেন, তা অন্য সব যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে হবে। স্মার্ট হাবের সঙ্গে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকলে সেখান থেকে মোবাইল অ্যাপ ও এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের আগুন বিষয়ে যেকোনো বিপদ সম্পর্কে জানানো সম্ভব হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে