আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্রিটেনকে বিশ্বের শীর্ষস্থানীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সোমবার নতুন পরিকল্পনা প্রকাশ করবেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এই পরিকল্পনার মাধ্যমে তিনি যুক্তরাজ্যে ডেটা সেন্টারের জন্য বিশেষ অঞ্চল তৈরির প্রতিশ্রুতি দেবেন এবং আরও গ্র্যাজুয়েটদের প্রযুক্তিবিষয়ক কোর্সে ভর্তি হতে উৎসাহিত করবেন।
স্টারমার বলেন, তিনি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল অনুঘটক হিসেবে এআইকে ব্যবহার করতে চান। যদি এআই প্রযুক্তি দেশজুড়ে সব খাতে কার্যকরভাবে প্রয়োগ করা হয়, তবে এটি বছরে ১ দশমিক ৫ শতাংশ উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। এর ফলে দেশটির অর্থনীতিতে প্রতি বছর ৪৭ বিলিয়ন পাউন্ড (৫৭ বিলিয়ন ডলার) যোগ হবে।
স্টারমারের ভাষ্য অনুযায়ী, ‘আমাদের পরিকল্পনা যুক্তরাজ্যকে বিশ্বের শীর্ষস্থানীয় এআই দেশে পরিণত করবে। এর মাধ্যমে আরও চাকরি এবং বিনিয়োগ আসবে যুক্তরাজ্যে এবং জনগণের পকেটে আরও টাকা যুক্ত হবে।’
স্টারমারের লন্ডনে এআই বিষয়ক ভাষণের আগে, সরকার জানিয়ে যে, তারা গত বছরের মেট ক্লিফোর্ডের উপস্থাপিত ‘এআই সুযোগ কর্মপরিকল্পনা’ প্রতিবেদনের ৫০টি সুপারিশ গ্রহণ করবে। এর মধ্যে রয়েছে, ডেটা সেন্টার নির্মাণ সহজ করতে পরিকল্পনার অনুমোদন দ্রুত দেওয়ার এবং সেগুলোর জন্য যথেষ্ট বিদ্যুৎ শক্তি সংযোগ নিশ্চিত করা। প্রথম ডেটা সেন্টারটি কুলহাম, অক্সফোর্ডশায়ারে নির্মিত হবে, যেখানে ব্রিটেনের ব্রিটেনের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ অবস্থিত।
বিশ্বের বিভিন্ন দেশ এআই প্রযুক্তিতে নিজেদের শীর্ষস্থানীয় কেন্দ্রে পরিণত করার জন্য প্রতিযোগিতা করছে। তবে এই প্রযুক্তির ওপর কিছু বিধিনিষেধ আরোপের প্রয়োজনীয়তাও অনুভূত হচ্ছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বে তৃতীয় বৃহত্তম এআই বাজার। এটি বিনিয়োগ এবং পেটেন্টের মতো সূচক দিয়ে পরিমাপ করা হয়েছে।
১৯৯৩ সালের পর সবচেয়ে বড় কর বৃদ্ধি বাজেট প্রস্তাব করার সিদ্ধান্তে লেবার সরকারের ওপর থেকে কিছু ব্যবসায়িক আস্থা কমে গেছে। গত মাসে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, দেশের অর্থনীতি গত ত্রৈমাসিকে কোনো প্রবৃদ্ধি অর্জন করেনি। তবে এর বিপরীতে স্টারমার জানায়, এআই মানুষের জীবনযাত্রা উন্নত করতে বিশেষ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে পরিকল্পনার পরামর্শ দ্রুততম সময়ে প্রদান, ছোট ব্যবসায়ীদের সাহায্য করা এবং শিক্ষকদের জন্য প্রশাসনিক কাজ কমিয়ে দেওয়ার মাধ্যমে তাদের পাঠদান ফোকাস করা।
তিনি বলবেন, ‘বিশ্বের কঠোর প্রতিযোগিতার মধ্যে, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের দ্রুত এগোতে হবে এবং পদক্ষেপ নিতে হবে।’
তথ্যসূত্র: রয়টার্স ও এএফপি
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্রিটেনকে বিশ্বের শীর্ষস্থানীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সোমবার নতুন পরিকল্পনা প্রকাশ করবেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এই পরিকল্পনার মাধ্যমে তিনি যুক্তরাজ্যে ডেটা সেন্টারের জন্য বিশেষ অঞ্চল তৈরির প্রতিশ্রুতি দেবেন এবং আরও গ্র্যাজুয়েটদের প্রযুক্তিবিষয়ক কোর্সে ভর্তি হতে উৎসাহিত করবেন।
স্টারমার বলেন, তিনি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল অনুঘটক হিসেবে এআইকে ব্যবহার করতে চান। যদি এআই প্রযুক্তি দেশজুড়ে সব খাতে কার্যকরভাবে প্রয়োগ করা হয়, তবে এটি বছরে ১ দশমিক ৫ শতাংশ উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। এর ফলে দেশটির অর্থনীতিতে প্রতি বছর ৪৭ বিলিয়ন পাউন্ড (৫৭ বিলিয়ন ডলার) যোগ হবে।
স্টারমারের ভাষ্য অনুযায়ী, ‘আমাদের পরিকল্পনা যুক্তরাজ্যকে বিশ্বের শীর্ষস্থানীয় এআই দেশে পরিণত করবে। এর মাধ্যমে আরও চাকরি এবং বিনিয়োগ আসবে যুক্তরাজ্যে এবং জনগণের পকেটে আরও টাকা যুক্ত হবে।’
স্টারমারের লন্ডনে এআই বিষয়ক ভাষণের আগে, সরকার জানিয়ে যে, তারা গত বছরের মেট ক্লিফোর্ডের উপস্থাপিত ‘এআই সুযোগ কর্মপরিকল্পনা’ প্রতিবেদনের ৫০টি সুপারিশ গ্রহণ করবে। এর মধ্যে রয়েছে, ডেটা সেন্টার নির্মাণ সহজ করতে পরিকল্পনার অনুমোদন দ্রুত দেওয়ার এবং সেগুলোর জন্য যথেষ্ট বিদ্যুৎ শক্তি সংযোগ নিশ্চিত করা। প্রথম ডেটা সেন্টারটি কুলহাম, অক্সফোর্ডশায়ারে নির্মিত হবে, যেখানে ব্রিটেনের ব্রিটেনের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ অবস্থিত।
বিশ্বের বিভিন্ন দেশ এআই প্রযুক্তিতে নিজেদের শীর্ষস্থানীয় কেন্দ্রে পরিণত করার জন্য প্রতিযোগিতা করছে। তবে এই প্রযুক্তির ওপর কিছু বিধিনিষেধ আরোপের প্রয়োজনীয়তাও অনুভূত হচ্ছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বে তৃতীয় বৃহত্তম এআই বাজার। এটি বিনিয়োগ এবং পেটেন্টের মতো সূচক দিয়ে পরিমাপ করা হয়েছে।
১৯৯৩ সালের পর সবচেয়ে বড় কর বৃদ্ধি বাজেট প্রস্তাব করার সিদ্ধান্তে লেবার সরকারের ওপর থেকে কিছু ব্যবসায়িক আস্থা কমে গেছে। গত মাসে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, দেশের অর্থনীতি গত ত্রৈমাসিকে কোনো প্রবৃদ্ধি অর্জন করেনি। তবে এর বিপরীতে স্টারমার জানায়, এআই মানুষের জীবনযাত্রা উন্নত করতে বিশেষ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে পরিকল্পনার পরামর্শ দ্রুততম সময়ে প্রদান, ছোট ব্যবসায়ীদের সাহায্য করা এবং শিক্ষকদের জন্য প্রশাসনিক কাজ কমিয়ে দেওয়ার মাধ্যমে তাদের পাঠদান ফোকাস করা।
তিনি বলবেন, ‘বিশ্বের কঠোর প্রতিযোগিতার মধ্যে, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের দ্রুত এগোতে হবে এবং পদক্ষেপ নিতে হবে।’
তথ্যসূত্র: রয়টার্স ও এএফপি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৩ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৩ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৩ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৩ দিন আগে