অনলাইন ডেস্ক
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
গুগলের এ আপডেটের ফলে এখন আইওএসে ক্রোম ব্যবহারকারীরা সহজেই ব্যক্তিগত ও কর্মস্থলের গুগল অ্যাকাউন্ট আলাদা রাখতে পারবেন। প্রতিটি অ্যাকাউন্টের জন্য ট্যাব, ব্রাউজিং হিস্ট্রি ও পাসওয়ার্ড আলাদা থাকবে। ফলে কর্মস্থলের তথ্য ব্যক্তিগত ব্রাউজিংয়ের সঙ্গে গুলিয়ে যাওয়ার সুযোগ থাকবে না।
ব্যবহারকারীরা প্রথমবার ম্যানেজড অ্যাকাউন্টে সাইন ইন করলে একটি ‘অনবোর্ডিং’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেখানে দেখানো হবে কর্মস্থল কীভাবে তাদের ডেটা পরিচালনা করছে এবং ব্যক্তিগত তথ্য থেকে আলাদা রাখছে। ব্যবহারকারী যখনই ম্যানেজড অ্যাকাউন্টে সুইচ করবেন, তখন জানিয়ে দেওয়া হবে যে তিনি একটি নিয়ন্ত্রিত পরিবেশে প্রবেশ করছেন।
গুগল জানিয়েছে, ‘আমরা অনেকেই মোবাইল ডিভাইসকে ব্যক্তিগত ও অফিস কাজের জন্য একসঙ্গে ব্যবহার করি, যার ফলে একাধিক গুগল অ্যাকাউন্ট নিয়ে ঝামেলায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে এখন ক্রোমে এসেছে ম্যানেজড অ্যাকাউন্ট ব্রাউজিং সুবিধা, যা ডেটা আলাদা রাখে এবং অ্যাকাউন্ট বদলানো সহজ করে তোলে।’
গুগল বলছে, বর্তমানে অনেক প্রতিষ্ঠান কর্মীদের জন্য আলাদা অফিস ফোন সরবরাহ না করে ‘বাইওডি’ (ব্রিং ইউওর ওউন ডিভাইস) নীতি গ্রহণ করছে। ফলে ব্যক্তিগত ফোনেই অফিসের সেবা ব্যবহার করতে হয়। এই নতুন ফিচার সেই পরিস্থিতিতে আরও নিরাপদ এবং ব্যবহারবান্ধব অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এ ছাড়াও, নিরাপত্তা ব্যবস্থায় নতুন সংযোজন এনেছে গুগল। এখন আইটি টিমরা ম্যানেজড অ্যাকাউন্টের জন্য ইউআরএল ফিল্টারিং চালু করতে পারবে। যেমন—নিষিদ্ধ জেনারেটিভ এআই সাইটগুলো ব্লক করে ব্যবহারকারীকে অনুমোদিত করপোরেট সাইটে রিডাইরেক্ট করা যাবে।
ক্রোম এন্টারপ্রাইজ ব্যবহারের ক্ষেত্রে গুগল আরও কিছু নিরাপত্তামূলক সুবিধা চালু করেছে। এখন আইটি টিম চাইলেই ম্যানেজড অ্যাকাউন্টে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে পারবে (ইউআরএল ফিল্টারিং)। এ ছাড়া আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই নিরাপত্তা টিম ব্রাউজিং সংক্রান্ত অডিট লগ সরাসরি অ্যাডমিন কনসোলে বা যেকোনো এসআইইএম সিস্টেমে স্ট্রিম করতে পারবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারগুলো এখন থেকে ক্রোম এন্টারপ্রাইজ ব্যবস্থাপনার আওতায় থাকা আইওএস ডিভাইসে পাওয়া যাবে।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
গুগলের এ আপডেটের ফলে এখন আইওএসে ক্রোম ব্যবহারকারীরা সহজেই ব্যক্তিগত ও কর্মস্থলের গুগল অ্যাকাউন্ট আলাদা রাখতে পারবেন। প্রতিটি অ্যাকাউন্টের জন্য ট্যাব, ব্রাউজিং হিস্ট্রি ও পাসওয়ার্ড আলাদা থাকবে। ফলে কর্মস্থলের তথ্য ব্যক্তিগত ব্রাউজিংয়ের সঙ্গে গুলিয়ে যাওয়ার সুযোগ থাকবে না।
ব্যবহারকারীরা প্রথমবার ম্যানেজড অ্যাকাউন্টে সাইন ইন করলে একটি ‘অনবোর্ডিং’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেখানে দেখানো হবে কর্মস্থল কীভাবে তাদের ডেটা পরিচালনা করছে এবং ব্যক্তিগত তথ্য থেকে আলাদা রাখছে। ব্যবহারকারী যখনই ম্যানেজড অ্যাকাউন্টে সুইচ করবেন, তখন জানিয়ে দেওয়া হবে যে তিনি একটি নিয়ন্ত্রিত পরিবেশে প্রবেশ করছেন।
গুগল জানিয়েছে, ‘আমরা অনেকেই মোবাইল ডিভাইসকে ব্যক্তিগত ও অফিস কাজের জন্য একসঙ্গে ব্যবহার করি, যার ফলে একাধিক গুগল অ্যাকাউন্ট নিয়ে ঝামেলায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে এখন ক্রোমে এসেছে ম্যানেজড অ্যাকাউন্ট ব্রাউজিং সুবিধা, যা ডেটা আলাদা রাখে এবং অ্যাকাউন্ট বদলানো সহজ করে তোলে।’
গুগল বলছে, বর্তমানে অনেক প্রতিষ্ঠান কর্মীদের জন্য আলাদা অফিস ফোন সরবরাহ না করে ‘বাইওডি’ (ব্রিং ইউওর ওউন ডিভাইস) নীতি গ্রহণ করছে। ফলে ব্যক্তিগত ফোনেই অফিসের সেবা ব্যবহার করতে হয়। এই নতুন ফিচার সেই পরিস্থিতিতে আরও নিরাপদ এবং ব্যবহারবান্ধব অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এ ছাড়াও, নিরাপত্তা ব্যবস্থায় নতুন সংযোজন এনেছে গুগল। এখন আইটি টিমরা ম্যানেজড অ্যাকাউন্টের জন্য ইউআরএল ফিল্টারিং চালু করতে পারবে। যেমন—নিষিদ্ধ জেনারেটিভ এআই সাইটগুলো ব্লক করে ব্যবহারকারীকে অনুমোদিত করপোরেট সাইটে রিডাইরেক্ট করা যাবে।
ক্রোম এন্টারপ্রাইজ ব্যবহারের ক্ষেত্রে গুগল আরও কিছু নিরাপত্তামূলক সুবিধা চালু করেছে। এখন আইটি টিম চাইলেই ম্যানেজড অ্যাকাউন্টে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে পারবে (ইউআরএল ফিল্টারিং)। এ ছাড়া আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই নিরাপত্তা টিম ব্রাউজিং সংক্রান্ত অডিট লগ সরাসরি অ্যাডমিন কনসোলে বা যেকোনো এসআইইএম সিস্টেমে স্ট্রিম করতে পারবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারগুলো এখন থেকে ক্রোম এন্টারপ্রাইজ ব্যবস্থাপনার আওতায় থাকা আইওএস ডিভাইসে পাওয়া যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে