প্রযুক্তি ডেস্ক
টেক জায়ান্ট আমাজন ও অ্যাপলকে মোট ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালির অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ। ইতালির স্থানীয় বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে অ্যাপল ও বিটসের পণ্য বিক্রিতে সহযোগিতার অভিযোগে তাদের এই জরিমানা গুনতে হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি সরকারের সঙ্গে ২০১৮ সালের এক চুক্তি অনুযায়ী শুধু কিছু নির্বাচিত রিসেলারদের দেশটিতে অ্যাপল ও বিটসের পণ্য বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ বলছে, বাজারদর পরিস্থিতি নষ্ট করে প্রতিষ্ঠান দুটি ইউরোপীয় ইউনিয়নের প্রণয়ন করা নিয়ম লঙ্ঘন করেছে। তবে অ্যাপল ও আমাজন – উভয় প্রতিষ্ঠানই এই জরিমানার বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করছে।
আমাজনকে ৬৮ দশমিক ৭ মিলিয়ন ও অ্যাপলকে ১৩৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যহীনভাবে অ্যাপল ও বিটসের আসল পণ্য বিক্রিতে খুচরা বিক্রেতাদের সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করে অ্যাপল বলছে, গ্রাহকদের প্রকৃত পণ্য ও সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি তার রিসেলারদের সঙ্গে কাজ করছে। তা ছাড়া সব ক্ষেত্রেই দিকনির্দেশনা দিতে বিশ্বজুড়ে তাদের বিশেষজ্ঞ দল রয়েছে। তারা আইন প্রয়োগকারী সংস্থা, কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
অন্যদিকে ইতালীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এই জরিমানাকে অন্যায় ও অসামঞ্জস্যপূর্ণ আখ্যা দিয়ে পৃথক এক বিবৃতি দিয়েছে আমাজন। প্রতিষ্ঠানটি বলছে, আমাজনের নিজস্ব ব্যবসায়িক মডেলের ওপর প্রতিষ্ঠানের সাফল্য নিহিত। তাই বিক্রেতাদের বাদ দিয়ে তাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। বরং চুক্তি অনুযায়ী ইতালীয় গ্রাহকেরা আমাজন স্টোর থেকে খুব সহজেই অ্যাপল ও বিটসের পণ্যগুলো পেয়ে যাবেন।
টেক জায়ান্ট আমাজন ও অ্যাপলকে মোট ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালির অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ। ইতালির স্থানীয় বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে অ্যাপল ও বিটসের পণ্য বিক্রিতে সহযোগিতার অভিযোগে তাদের এই জরিমানা গুনতে হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি সরকারের সঙ্গে ২০১৮ সালের এক চুক্তি অনুযায়ী শুধু কিছু নির্বাচিত রিসেলারদের দেশটিতে অ্যাপল ও বিটসের পণ্য বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ বলছে, বাজারদর পরিস্থিতি নষ্ট করে প্রতিষ্ঠান দুটি ইউরোপীয় ইউনিয়নের প্রণয়ন করা নিয়ম লঙ্ঘন করেছে। তবে অ্যাপল ও আমাজন – উভয় প্রতিষ্ঠানই এই জরিমানার বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করছে।
আমাজনকে ৬৮ দশমিক ৭ মিলিয়ন ও অ্যাপলকে ১৩৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যহীনভাবে অ্যাপল ও বিটসের আসল পণ্য বিক্রিতে খুচরা বিক্রেতাদের সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করে অ্যাপল বলছে, গ্রাহকদের প্রকৃত পণ্য ও সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি তার রিসেলারদের সঙ্গে কাজ করছে। তা ছাড়া সব ক্ষেত্রেই দিকনির্দেশনা দিতে বিশ্বজুড়ে তাদের বিশেষজ্ঞ দল রয়েছে। তারা আইন প্রয়োগকারী সংস্থা, কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
অন্যদিকে ইতালীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এই জরিমানাকে অন্যায় ও অসামঞ্জস্যপূর্ণ আখ্যা দিয়ে পৃথক এক বিবৃতি দিয়েছে আমাজন। প্রতিষ্ঠানটি বলছে, আমাজনের নিজস্ব ব্যবসায়িক মডেলের ওপর প্রতিষ্ঠানের সাফল্য নিহিত। তাই বিক্রেতাদের বাদ দিয়ে তাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। বরং চুক্তি অনুযায়ী ইতালীয় গ্রাহকেরা আমাজন স্টোর থেকে খুব সহজেই অ্যাপল ও বিটসের পণ্যগুলো পেয়ে যাবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫