কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটির’ জন্য নতুন ফিচার নিয়ে এল ওপেনএআই। এখন চ্যাট হিস্ট্রি বা চ্যাট ইতিহাসে সার্চ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পারবেন ব্যবহারকারীরা। তবে ফিচারটি এখন শুধু ওয়েব সংস্করণের শুধু ব্যবহার করা যাবে।
এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। কারণ এর আগে কোনো তথ্য খুঁজে পেতে আগের চ্যাটগুলো একটি একটি করে চেক করতে হতো।
গত মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে নতুন ফিচারগুলো চালু করে ওপেনএআই। আগের চ্যাটজিপিটিতে সার্চ করার সুবিধা যুক্ত করার জন্য অনেক ব্যবহারকারীই অনুরোধ জানিয়েছিলেন। কারণ প্রাসঙ্গিক বিষয়বস্তু খুঁজে পেতে ব্যবহারকারীর অনেক সময় ব্যয় করতে হয়।
ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ওয়েব সংস্করণে পাশে একটি নতুন সার্চ আইকন দেখতে পাবেন, যা উইন্ডোর বাম পাশে রয়েছে। এই আইকনে ক্লিক করলে টেক্সট বক্স চালু হবে। এই টেক্সট বক্সে নির্দিষ্ট শব্দ টাইপ করে একটি পুরোনো তথ্য খুঁজে বের করতে পারবেন। টেক্সট বক্সে আগের চ্যাটগুলোও দেখানো হবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত কোনো চ্যাট নির্বাচন করতে পারেন। এ জন্য কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
বর্তমানে চ্যাটজিপিটি প্লাস এবং চ্যাটজিপিটি টিম ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। ওপেনএআই বলেছে, এন্টারপ্রাইজ এবং শিক্ষা প্ল্যানের সাবস্ক্রাইবাররা এক সপ্তাহের মধ্যে চ্যাট হিস্ট্রি সার্চ ফিচার ব্যবহার করতে পারবেন। তবে যারা প্ল্যাটফর্মটি বিনা মূল্যে ব্যবহার করছেন ফিচারটি ব্যবহারের জন্য তাঁদেরকে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে এখনই অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ম্যাক ডিভাইসের অ্যাপে এই ফিচার ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে এই ফিচার এসব প্ল্যাটফর্মে চালু করা হবে নাকি তা নিশ্চিতভাবে জানায়নি ওপেনএআই।
প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকে ওপেনএআই ধীরে ধীরে চ্যাটজিপিটিতে নতুন নতুন ফিচার যোগ করছে। প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণে একটি নতুন ফিচার হল ওয়েবে সার্চ করার ক্ষমতা। এটি জিপিটি ৪–এর মডেলের মূল সক্ষমতার থেকে আলাদা, যা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারে।
এই ‘সার্চ দ্য ওয়েব’ ফিচার চ্যাটজিপিটির টেক্সট ফিল্ডের মধ্যে ‘গ্লোব’ আইকন হিসেবে পাওয়া যায়।
এটি কেবলমাত্র ওয়েবসাইট ব্যবহার করে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং প্রতিটি নতুন তথ্যের সঙ্গে সোর্সগুলোও তুলে ধরে। এটি কিছুটা পারপ্লেক্সিটি মডেলের এআই ফিচারের মতো।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটির’ জন্য নতুন ফিচার নিয়ে এল ওপেনএআই। এখন চ্যাট হিস্ট্রি বা চ্যাট ইতিহাসে সার্চ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পারবেন ব্যবহারকারীরা। তবে ফিচারটি এখন শুধু ওয়েব সংস্করণের শুধু ব্যবহার করা যাবে।
এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। কারণ এর আগে কোনো তথ্য খুঁজে পেতে আগের চ্যাটগুলো একটি একটি করে চেক করতে হতো।
গত মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে নতুন ফিচারগুলো চালু করে ওপেনএআই। আগের চ্যাটজিপিটিতে সার্চ করার সুবিধা যুক্ত করার জন্য অনেক ব্যবহারকারীই অনুরোধ জানিয়েছিলেন। কারণ প্রাসঙ্গিক বিষয়বস্তু খুঁজে পেতে ব্যবহারকারীর অনেক সময় ব্যয় করতে হয়।
ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ওয়েব সংস্করণে পাশে একটি নতুন সার্চ আইকন দেখতে পাবেন, যা উইন্ডোর বাম পাশে রয়েছে। এই আইকনে ক্লিক করলে টেক্সট বক্স চালু হবে। এই টেক্সট বক্সে নির্দিষ্ট শব্দ টাইপ করে একটি পুরোনো তথ্য খুঁজে বের করতে পারবেন। টেক্সট বক্সে আগের চ্যাটগুলোও দেখানো হবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত কোনো চ্যাট নির্বাচন করতে পারেন। এ জন্য কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
বর্তমানে চ্যাটজিপিটি প্লাস এবং চ্যাটজিপিটি টিম ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। ওপেনএআই বলেছে, এন্টারপ্রাইজ এবং শিক্ষা প্ল্যানের সাবস্ক্রাইবাররা এক সপ্তাহের মধ্যে চ্যাট হিস্ট্রি সার্চ ফিচার ব্যবহার করতে পারবেন। তবে যারা প্ল্যাটফর্মটি বিনা মূল্যে ব্যবহার করছেন ফিচারটি ব্যবহারের জন্য তাঁদেরকে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে এখনই অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ম্যাক ডিভাইসের অ্যাপে এই ফিচার ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে এই ফিচার এসব প্ল্যাটফর্মে চালু করা হবে নাকি তা নিশ্চিতভাবে জানায়নি ওপেনএআই।
প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকে ওপেনএআই ধীরে ধীরে চ্যাটজিপিটিতে নতুন নতুন ফিচার যোগ করছে। প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণে একটি নতুন ফিচার হল ওয়েবে সার্চ করার ক্ষমতা। এটি জিপিটি ৪–এর মডেলের মূল সক্ষমতার থেকে আলাদা, যা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারে।
এই ‘সার্চ দ্য ওয়েব’ ফিচার চ্যাটজিপিটির টেক্সট ফিল্ডের মধ্যে ‘গ্লোব’ আইকন হিসেবে পাওয়া যায়।
এটি কেবলমাত্র ওয়েবসাইট ব্যবহার করে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং প্রতিটি নতুন তথ্যের সঙ্গে সোর্সগুলোও তুলে ধরে। এটি কিছুটা পারপ্লেক্সিটি মডেলের এআই ফিচারের মতো।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে