নওরোজ চৌধুরী
রোজ বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। মানুষ এক মিনিটও মোবাইল ছাড়া থাকতে পারে না। ব্যক্তিগত কিংবা পেশাগত—সব তথ্য এখন স্মার্টফোনেই থাকে। আর তাই মানুষের জীবনের একটা অপরিহার্য বস্তু হয়ে উঠেছে এই ফোন।
মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলো ফোনে সংযুক্ত করছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। এ অবস্থায় কেউ যদি আপনাকে বলে, ভবিষ্যতে স্মার্টফোনের অস্তিত্ব সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, আপনি কি সে কথা বিশ্বাস করবেন?
কথাটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য এবং হাস্যকর লাগবে। লাগাটাই স্বাভাবিক। তবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা মোবাইল ফোনের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সম্প্রতি এমন একটি ডিভাইস প্রযুক্তি বিশ্বের সঙ্গে পরিচয় করানো হয়েছে, যা দেখে অনেক প্রযুক্তিপ্রেমী মনে করছেন, স্মার্টফোন যুগের অবসান হতে চলেছে! সম্প্রতি মার্কিন সুপারমডেল নাওমি ক্যাম্পবেল পরিধানযোগ্য এআই অ্যাসিস্ট্যান্ট ডিভাইস বা এআই পিন পরে অংশ নিয়েছিলেন প্যারিস ফ্যাশন উইকে। প্রজেক্টর, ক্যামেরা, এআই প্রযুক্তিসহ এ ডিভাইস তৈরি করে সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান হিউম্যানস ডট এআই।
পোশাকে ডিভাইসটি আটকানো থাকলে ফোন কলের বিস্তারিত হাতের মধ্যেই দেখা যাবে, খবর শোনা যাবে এবং ইংরেজি থেকে অন্য ভাষায় অনুবাদ করা যাবে। ৯ নভেম্বর স্ক্রিনবিহীন ডিভাইসটি পুরোপুরিভাবে লঞ্চ করবে হিউমেন।
হিউম্যানস ডট এআই পিন এমন একটি ডিভাইস, যা এখন পর্যন্ত শুধু প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা গেছে। এ ছাড়া এই বছরের শুরুতে একটি টেড ডেমোতে হিউম্যানের সহ-প্রতিষ্ঠাতা ইমরান চৌধুরীর বুকপকেটেও দেখা গিয়েছিল।
ডিভাইসটি সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সেই সঙ্গে এটি কেউ ব্যবহার করেছে, পাওয়া যায়নি এমন তথ্যও। তবে ডিভাইসটি কেমন হবে, তার ধারণা এখন পাওয়া যাচ্ছে। এটি কতটা স্বয়ংসম্পূর্ণ, তৃতীয়পক্ষের অ্যাপগুলোকে সমর্থন করে কি না বা ব্যবহারকারীরা কীভাবে এটি ব্যবহার করবেন, এখনো তার কোনো বাস্তব ধারণা নেই। অ্যাপল ফোন, ঘড়িসহ বহু ডিভাইসের সঙ্গে প্রতিষ্ঠাকাল থেকেই ইমরান চৌধুরীর নাম জড়িয়ে আছে। সম্প্রতি তিনি মানুষের স্ক্রিন টাইম কমাতে কাজ শুরু করেন, যার প্রতিফল এই আলোচিত এআই পিন।
হিউম্যানস ডট এআই পিন কী
হিউম্যানের মতে, এআই পিন হলো একটি পোশাকে পরিধানযোগ্য যন্ত্র, যা বেশ কয়েকটি সেন্সর ব্যবহার করে স্মার্টফোনের সব কাজ সম্পন্ন করবে। কিন্তু স্ক্রিন টাইম কমে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি ব্যবহার করে ‘ব্যক্তিগত কম্পিউটিং অভিজ্ঞতা’ দেবে এই ডিভাইস। এআই পিন সম্পর্কে একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে, হিউম্যানস ডট এআই পিন হলো স্ক্রিনহীন একটি স্বতন্ত্র ডিভাইস এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম। যদিও হিউম্যানস ডট এআই পিনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি। নাইন টু ফাইভ ম্যাক তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে হিউম্যানস ডট এআই পিন স্ন্যাপড্রাগন এআর২ জেন১ প্রসেসর দিয়ে চলবে। তাতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অপটিক্যাল রিকগনিশন এবং একটিতে থাকবে লেজার-প্রজেক্টেড ডিসপ্লে।
হিউম্যানস ডট এআই পিন ও গুগল ক্লিপ
হিউম্যানস ডট এআই পিনটি গুগল ক্লিপসের আকারের অনুরূপ বলে মনে করা হচ্ছে। গুগল ক্লিপ ২০১৭ সালে চালু হওয়া একটি এআই ক্যামেরা। তবে গুগল ক্লিপের বিপরীতে এআই পিন একটি স্বতন্ত্র ডিভাইস এবং এর সঙ্গে স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস যুক্ত করার প্রয়োজন নেই।
হিউম্যানস ডট এআই পিন নিয়ে এখন শুধুই প্রতীক্ষার প্রহর গোনার সময়। আলোচিত এআই পিন উন্মোচিত হওয়ার পরেই এ বিষয়ে আরও বিশদে বলা যাবে।
সূত্র: দ্য ভার্জ, মিন্ট
রোজ বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। মানুষ এক মিনিটও মোবাইল ছাড়া থাকতে পারে না। ব্যক্তিগত কিংবা পেশাগত—সব তথ্য এখন স্মার্টফোনেই থাকে। আর তাই মানুষের জীবনের একটা অপরিহার্য বস্তু হয়ে উঠেছে এই ফোন।
মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলো ফোনে সংযুক্ত করছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। এ অবস্থায় কেউ যদি আপনাকে বলে, ভবিষ্যতে স্মার্টফোনের অস্তিত্ব সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, আপনি কি সে কথা বিশ্বাস করবেন?
কথাটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য এবং হাস্যকর লাগবে। লাগাটাই স্বাভাবিক। তবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা মোবাইল ফোনের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সম্প্রতি এমন একটি ডিভাইস প্রযুক্তি বিশ্বের সঙ্গে পরিচয় করানো হয়েছে, যা দেখে অনেক প্রযুক্তিপ্রেমী মনে করছেন, স্মার্টফোন যুগের অবসান হতে চলেছে! সম্প্রতি মার্কিন সুপারমডেল নাওমি ক্যাম্পবেল পরিধানযোগ্য এআই অ্যাসিস্ট্যান্ট ডিভাইস বা এআই পিন পরে অংশ নিয়েছিলেন প্যারিস ফ্যাশন উইকে। প্রজেক্টর, ক্যামেরা, এআই প্রযুক্তিসহ এ ডিভাইস তৈরি করে সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান হিউম্যানস ডট এআই।
পোশাকে ডিভাইসটি আটকানো থাকলে ফোন কলের বিস্তারিত হাতের মধ্যেই দেখা যাবে, খবর শোনা যাবে এবং ইংরেজি থেকে অন্য ভাষায় অনুবাদ করা যাবে। ৯ নভেম্বর স্ক্রিনবিহীন ডিভাইসটি পুরোপুরিভাবে লঞ্চ করবে হিউমেন।
হিউম্যানস ডট এআই পিন এমন একটি ডিভাইস, যা এখন পর্যন্ত শুধু প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা গেছে। এ ছাড়া এই বছরের শুরুতে একটি টেড ডেমোতে হিউম্যানের সহ-প্রতিষ্ঠাতা ইমরান চৌধুরীর বুকপকেটেও দেখা গিয়েছিল।
ডিভাইসটি সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সেই সঙ্গে এটি কেউ ব্যবহার করেছে, পাওয়া যায়নি এমন তথ্যও। তবে ডিভাইসটি কেমন হবে, তার ধারণা এখন পাওয়া যাচ্ছে। এটি কতটা স্বয়ংসম্পূর্ণ, তৃতীয়পক্ষের অ্যাপগুলোকে সমর্থন করে কি না বা ব্যবহারকারীরা কীভাবে এটি ব্যবহার করবেন, এখনো তার কোনো বাস্তব ধারণা নেই। অ্যাপল ফোন, ঘড়িসহ বহু ডিভাইসের সঙ্গে প্রতিষ্ঠাকাল থেকেই ইমরান চৌধুরীর নাম জড়িয়ে আছে। সম্প্রতি তিনি মানুষের স্ক্রিন টাইম কমাতে কাজ শুরু করেন, যার প্রতিফল এই আলোচিত এআই পিন।
হিউম্যানস ডট এআই পিন কী
হিউম্যানের মতে, এআই পিন হলো একটি পোশাকে পরিধানযোগ্য যন্ত্র, যা বেশ কয়েকটি সেন্সর ব্যবহার করে স্মার্টফোনের সব কাজ সম্পন্ন করবে। কিন্তু স্ক্রিন টাইম কমে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি ব্যবহার করে ‘ব্যক্তিগত কম্পিউটিং অভিজ্ঞতা’ দেবে এই ডিভাইস। এআই পিন সম্পর্কে একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে, হিউম্যানস ডট এআই পিন হলো স্ক্রিনহীন একটি স্বতন্ত্র ডিভাইস এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম। যদিও হিউম্যানস ডট এআই পিনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি। নাইন টু ফাইভ ম্যাক তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে হিউম্যানস ডট এআই পিন স্ন্যাপড্রাগন এআর২ জেন১ প্রসেসর দিয়ে চলবে। তাতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অপটিক্যাল রিকগনিশন এবং একটিতে থাকবে লেজার-প্রজেক্টেড ডিসপ্লে।
হিউম্যানস ডট এআই পিন ও গুগল ক্লিপ
হিউম্যানস ডট এআই পিনটি গুগল ক্লিপসের আকারের অনুরূপ বলে মনে করা হচ্ছে। গুগল ক্লিপ ২০১৭ সালে চালু হওয়া একটি এআই ক্যামেরা। তবে গুগল ক্লিপের বিপরীতে এআই পিন একটি স্বতন্ত্র ডিভাইস এবং এর সঙ্গে স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস যুক্ত করার প্রয়োজন নেই।
হিউম্যানস ডট এআই পিন নিয়ে এখন শুধুই প্রতীক্ষার প্রহর গোনার সময়। আলোচিত এআই পিন উন্মোচিত হওয়ার পরেই এ বিষয়ে আরও বিশদে বলা যাবে।
সূত্র: দ্য ভার্জ, মিন্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫