নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে জনপ্রিয় আর্কাইভিং সফটওয়্যার উইনআরএআর ম্যালওয়্যারে (ভাইরাস) আক্রান্ত হয়েছে। ত্রুটি সারাতে ছাড়া হয়েছে এই সফটওয়্যারের নতুন ভার্সন ৬.২৩, যা গ্রাহকদের দ্রুত ইন্সটল করার পরামর্শ দিয়েছে কোম্পানি।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম বেটানিউজ এক প্রতিবেদনে বলেছে, গত জুন মাসে সিভিই–২০২৩–৪০৪৭৭ নামের ওই নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়। ওই ত্রুটির কারণে আরএআর ফাইল খোলার সময় দূর থেকে ওই কোডের মাধ্যমে ম্যালওয়্যার ফাইলের নিয়ন্ত্রণ নিতে পারে। দুই মাসের চেষ্টায় নিরাপত্তার ত্রুটিটি ঠিক করা হয়। তবু সর্বোচ্চ সুরক্ষা পেতে সফটওয়্যারের সর্বশেষ ভার্সন ব্যবহার করা ভালো।
সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ কোম্পানি জিরো ডে ইনিশিয়েটিভের নিরাপত্তা গবেষক গুডবাইসেলিন ম্যালওয়্যারটি আবিষ্কার করেন। বিশেষভাবে তৈরি একটি আর্কাইভ শুধু খোলার মাধ্যমেই ব্যবহারকারীর ডিভাইস এই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে। তেমন একটি ফাইল খোলার সময়ই ব্যবহারকারী নিজের অজান্তেই ক্ষতির একটি কোড রান করেন, যা ডিভাইসের অকল্পনীয় ক্ষতি করতে পারে।
এই সমস্যা ধরা পড়ার পর উইনআরএআর ত্রুটির সারানো পাশাপাশি উইনআরএআর ৬.২৩ ভার্সন রিলিজ করেছে। কোম্পানিটি জিরো ডে ইনিশিয়েটিভের গবেষক গুডবাইসেলিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ম্যালওয়্যার সংক্রান্ত ত্রুটি ছাড়াও পুরোনো ভার্সনে আরও সমস্যা ছিল যেগুলো সারানো হয়েছে। তার অন্যতম ছিল- বিশেষভাবে তৈরি একটি আরএআর ফাইলে দুবার ক্লিক করলে ভুল ফাইল চালু হতো।
নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে জনপ্রিয় আর্কাইভিং সফটওয়্যার উইনআরএআর ম্যালওয়্যারে (ভাইরাস) আক্রান্ত হয়েছে। ত্রুটি সারাতে ছাড়া হয়েছে এই সফটওয়্যারের নতুন ভার্সন ৬.২৩, যা গ্রাহকদের দ্রুত ইন্সটল করার পরামর্শ দিয়েছে কোম্পানি।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম বেটানিউজ এক প্রতিবেদনে বলেছে, গত জুন মাসে সিভিই–২০২৩–৪০৪৭৭ নামের ওই নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়। ওই ত্রুটির কারণে আরএআর ফাইল খোলার সময় দূর থেকে ওই কোডের মাধ্যমে ম্যালওয়্যার ফাইলের নিয়ন্ত্রণ নিতে পারে। দুই মাসের চেষ্টায় নিরাপত্তার ত্রুটিটি ঠিক করা হয়। তবু সর্বোচ্চ সুরক্ষা পেতে সফটওয়্যারের সর্বশেষ ভার্সন ব্যবহার করা ভালো।
সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ কোম্পানি জিরো ডে ইনিশিয়েটিভের নিরাপত্তা গবেষক গুডবাইসেলিন ম্যালওয়্যারটি আবিষ্কার করেন। বিশেষভাবে তৈরি একটি আর্কাইভ শুধু খোলার মাধ্যমেই ব্যবহারকারীর ডিভাইস এই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে। তেমন একটি ফাইল খোলার সময়ই ব্যবহারকারী নিজের অজান্তেই ক্ষতির একটি কোড রান করেন, যা ডিভাইসের অকল্পনীয় ক্ষতি করতে পারে।
এই সমস্যা ধরা পড়ার পর উইনআরএআর ত্রুটির সারানো পাশাপাশি উইনআরএআর ৬.২৩ ভার্সন রিলিজ করেছে। কোম্পানিটি জিরো ডে ইনিশিয়েটিভের গবেষক গুডবাইসেলিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ম্যালওয়্যার সংক্রান্ত ত্রুটি ছাড়াও পুরোনো ভার্সনে আরও সমস্যা ছিল যেগুলো সারানো হয়েছে। তার অন্যতম ছিল- বিশেষভাবে তৈরি একটি আরএআর ফাইলে দুবার ক্লিক করলে ভুল ফাইল চালু হতো।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২০ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২০ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২০ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২০ দিন আগে