প্রযুক্তি ডেস্ক
তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন ভারতের কর্ণাটকে আইফোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মূলত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অদূরে দেভানাহাল্লি এলাকায় কারখানাটি স্থাপন করছে ফক্সকন। এরই মধ্যে রাজ্য সরকার ফক্সকনকে জমি বুঝিয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে কারখানাটিতে আইফোন উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার। কারখানাটিতে বছরে দুই কোটি আইফোন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন। কারখানাটিতে ৫০ হাজার লোকের জন্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভারতে স্থানীয়ভাবে অ্যাপল আইফোন উৎপাদনে আরেক ধাপ এগিয়ে গেছে টাটা গ্রুপ। আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন ভারতের কর্ণাটকে আইফোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মূলত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অদূরে দেভানাহাল্লি এলাকায় কারখানাটি স্থাপন করছে ফক্সকন। এরই মধ্যে রাজ্য সরকার ফক্সকনকে জমি বুঝিয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে কারখানাটিতে আইফোন উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার। কারখানাটিতে বছরে দুই কোটি আইফোন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন। কারখানাটিতে ৫০ হাজার লোকের জন্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভারতে স্থানীয়ভাবে অ্যাপল আইফোন উৎপাদনে আরেক ধাপ এগিয়ে গেছে টাটা গ্রুপ। আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে