কুহেলী রহমান
ফিল্ম কিনে ছবি তোলার দিনগুলোয় ফুজি ফিল্ম ছিল বেশ জনপ্রিয় নাম। ডিজিটাল যুগে ছবি তোলা যেমন বদলেছে, তেমনি বদলে গেছে ক্যামেরা। এই বিবর্তনের ধারায় হারিয়ে যেতে বসেছিল ফুজি ফিল্ম। সম্প্রতি নতুন একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
ইনসটেকস সিরিজের নতুন সংস্করণ এ ক্যামেরার নাম ফুজি ফিল্ম ইনসটেকস পল। ফুজির এই ডিজিটাল ক্যামেরা অনেকটাই ছোট এবং দেখতে খেলনা ক্যামেরার মতো। এটি এতটাই ছোট যে হাতের তালুতে সহজে এঁটে যাবে। পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে এ ক্যামেরা। এ ক্যামেরায় একাধিক বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। ইনসটেকস পল ক্যামেরায় একটি রিমোট মুড দেওয়া হয়েছে, যা ব্লুটুথের মাধ্যমে ইনসটেকস পল অ্যাপের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিমোট শুটিং, সেলফি ক্যাপচার এবং ইমোজি, স্টিকার বা টেক্সট দিয়ে ছবি কাস্টমাইজ করতে পারবেন।
এই ক্যামেরায় ইন্টারভ্যাল মুড নামের একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিন সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে একাধিক ছবি ক্লিক করতে পারবেন। পকেট আকারের এই ক্যামেরায় রয়েছে দেড় ইঞ্চির সিএমওএস সেন্সরসহ একটি প্রাইমারি কালার ফিল্টার, একটি ফ্ল্যাশ শাটার, শব্দের জন্য আছে ছোট্ট একটি স্পিকার, একটি মাইক্রো এডি কার্ড স্লট, পাওয়ার বাটন, ফটো মুড বাটন আর ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট।
এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আইএসও ১০০ থেকে ১৬০০, অ্যাপারচার এফ/ ২.২, শাটার স্পিড ১ / ৪ সেকেন্ড থেকে ১ / ৮০০০ সেকেন্ড এবং স্বয়ংক্রিয় সুইচ। ক্যামেরাটিতে থাকছে স্ট্যান্ডার্ড মুড ও রিমোট মুড। দুই থেকে তিন ঘণ্টায় ক্যামেরাটি ফুল চার্জ হয়ে যায়।
এই ক্যামেরা ইনসটেকস লিংক প্রিন্টার সিরিজ ও ইনসটেকসের অন্যান্য ক্যামেরার সঙ্গে ভালো কাজ করতে পারে। ব্যবহারকারীরা এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে প্রিন্ট করতে পারবেন। এর দাম প্রায় ১৩ হাজার টাকা। ব্যবহারকারীরা এটি ফুজি ফিল্ম ইন্ডিয়ার অনলাইন বা অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
ফিল্ম কিনে ছবি তোলার দিনগুলোয় ফুজি ফিল্ম ছিল বেশ জনপ্রিয় নাম। ডিজিটাল যুগে ছবি তোলা যেমন বদলেছে, তেমনি বদলে গেছে ক্যামেরা। এই বিবর্তনের ধারায় হারিয়ে যেতে বসেছিল ফুজি ফিল্ম। সম্প্রতি নতুন একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
ইনসটেকস সিরিজের নতুন সংস্করণ এ ক্যামেরার নাম ফুজি ফিল্ম ইনসটেকস পল। ফুজির এই ডিজিটাল ক্যামেরা অনেকটাই ছোট এবং দেখতে খেলনা ক্যামেরার মতো। এটি এতটাই ছোট যে হাতের তালুতে সহজে এঁটে যাবে। পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে এ ক্যামেরা। এ ক্যামেরায় একাধিক বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। ইনসটেকস পল ক্যামেরায় একটি রিমোট মুড দেওয়া হয়েছে, যা ব্লুটুথের মাধ্যমে ইনসটেকস পল অ্যাপের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিমোট শুটিং, সেলফি ক্যাপচার এবং ইমোজি, স্টিকার বা টেক্সট দিয়ে ছবি কাস্টমাইজ করতে পারবেন।
এই ক্যামেরায় ইন্টারভ্যাল মুড নামের একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিন সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে একাধিক ছবি ক্লিক করতে পারবেন। পকেট আকারের এই ক্যামেরায় রয়েছে দেড় ইঞ্চির সিএমওএস সেন্সরসহ একটি প্রাইমারি কালার ফিল্টার, একটি ফ্ল্যাশ শাটার, শব্দের জন্য আছে ছোট্ট একটি স্পিকার, একটি মাইক্রো এডি কার্ড স্লট, পাওয়ার বাটন, ফটো মুড বাটন আর ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট।
এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আইএসও ১০০ থেকে ১৬০০, অ্যাপারচার এফ/ ২.২, শাটার স্পিড ১ / ৪ সেকেন্ড থেকে ১ / ৮০০০ সেকেন্ড এবং স্বয়ংক্রিয় সুইচ। ক্যামেরাটিতে থাকছে স্ট্যান্ডার্ড মুড ও রিমোট মুড। দুই থেকে তিন ঘণ্টায় ক্যামেরাটি ফুল চার্জ হয়ে যায়।
এই ক্যামেরা ইনসটেকস লিংক প্রিন্টার সিরিজ ও ইনসটেকসের অন্যান্য ক্যামেরার সঙ্গে ভালো কাজ করতে পারে। ব্যবহারকারীরা এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে প্রিন্ট করতে পারবেন। এর দাম প্রায় ১৩ হাজার টাকা। ব্যবহারকারীরা এটি ফুজি ফিল্ম ইন্ডিয়ার অনলাইন বা অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে