ফিচার ডেস্ক
ফেব্রুয়ারি থেকে অ্যাপলকে ক্লাউড সার্ভিস থাকা সব ব্যবহারকারীর তথ্য অ্যাকসেস করার জন্য বাধ্য করছে যুক্তরাজ্য সরকার। প্রতিষ্ঠানটির গ্রাহকদের ব্যক্তিগত তথ্য প্রয়োজন হলে দেখতে পারবে এমন সুবিধা চাইছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাজ্য এই আদেশ বাস্তবায়ন করলে অ্যাপলকে তার নিরাপত্তাব্যবস্থা দুর্বল করাসহ ইউরোপে তার কার্যক্রম বন্ধ করতে হবে। এমন আদেশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাপল এই আদেশ বাতিল করার জন্য তদন্তকারী ট্রাইব্যুনালে আবেদন করেছে। ট্রাইব্যুনালটি একটি স্বাধীন আদালত এবং নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে পারে। এটি অ্যাপল এবং যুক্তরাজ্য সরকারের মধ্যে এক নতুন বিরোধের সূচনা।
জানুয়ারি মাসে যুক্তরাজ্যের হোম অফিস জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন হলে অ্যাপলকে তার ব্যবহারকারীদের এনক্রিপ্ট করা ডেটা শেয়ার করতে একটি গোপন আদেশ দেয়। অ্যাপল শক্তিশালী নিরাপত্তা প্রযুক্তি অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন (এডিপি) ব্যবহার করে। এই প্রযুক্তির মধ্য দিয়ে সুরক্ষিত থাকে গ্রাহকের ডেটা। এটি অ্যাপল দেখতে বা শেয়ার করতে পারে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা কখনো নিরাপত্তার বিষয়ে আপস করবে না।
যুক্তরাজ্যের এই আদেশ যুক্তরাষ্ট্রেও বিরক্তিকর অবস্থা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আদেশকে চীনের মতো আচরণ হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন গুপ্তচর সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডও জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানতেন না। এটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন করছে।
অ্যাপলের আইনগত পদক্ষেপ প্রথম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ পত্রিকায় প্রকাশিত হয়। তবে এর পুরোপুরি তথ্য জনসমক্ষে আসবে কি না, তা নিশ্চিত নয়।
অন্যদিকে, যুক্তরাজ্য এমন আদেশের বিষয়টি অস্বীকার করেছে। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য তার নাগরিকদের সর্বোচ্চ অপরাধের হাত থেকে রক্ষা করার পাশাপাশি তাদের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির এ মন্তব্যে অ্যাপল এখনো কোনো মন্তব্য করেনি।
এ ঘটনা শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠান এবং সরকারের মধ্যে বিরোধ নয়; বরং এটি বিশ্বব্যাপী তথ্য গোপনীয়তা ও নাগরিকদের অধিকার রক্ষার প্রশ্নেও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় দেশগুলোর সরকার দীর্ঘদিন ধরে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের ব্যতিক্রম কিছু চাইছে। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাতে সম্মত হয়নি।
সূত্র: বিবিসি
ফেব্রুয়ারি থেকে অ্যাপলকে ক্লাউড সার্ভিস থাকা সব ব্যবহারকারীর তথ্য অ্যাকসেস করার জন্য বাধ্য করছে যুক্তরাজ্য সরকার। প্রতিষ্ঠানটির গ্রাহকদের ব্যক্তিগত তথ্য প্রয়োজন হলে দেখতে পারবে এমন সুবিধা চাইছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাজ্য এই আদেশ বাস্তবায়ন করলে অ্যাপলকে তার নিরাপত্তাব্যবস্থা দুর্বল করাসহ ইউরোপে তার কার্যক্রম বন্ধ করতে হবে। এমন আদেশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাপল এই আদেশ বাতিল করার জন্য তদন্তকারী ট্রাইব্যুনালে আবেদন করেছে। ট্রাইব্যুনালটি একটি স্বাধীন আদালত এবং নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে পারে। এটি অ্যাপল এবং যুক্তরাজ্য সরকারের মধ্যে এক নতুন বিরোধের সূচনা।
জানুয়ারি মাসে যুক্তরাজ্যের হোম অফিস জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন হলে অ্যাপলকে তার ব্যবহারকারীদের এনক্রিপ্ট করা ডেটা শেয়ার করতে একটি গোপন আদেশ দেয়। অ্যাপল শক্তিশালী নিরাপত্তা প্রযুক্তি অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন (এডিপি) ব্যবহার করে। এই প্রযুক্তির মধ্য দিয়ে সুরক্ষিত থাকে গ্রাহকের ডেটা। এটি অ্যাপল দেখতে বা শেয়ার করতে পারে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা কখনো নিরাপত্তার বিষয়ে আপস করবে না।
যুক্তরাজ্যের এই আদেশ যুক্তরাষ্ট্রেও বিরক্তিকর অবস্থা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আদেশকে চীনের মতো আচরণ হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন গুপ্তচর সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডও জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানতেন না। এটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন করছে।
অ্যাপলের আইনগত পদক্ষেপ প্রথম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ পত্রিকায় প্রকাশিত হয়। তবে এর পুরোপুরি তথ্য জনসমক্ষে আসবে কি না, তা নিশ্চিত নয়।
অন্যদিকে, যুক্তরাজ্য এমন আদেশের বিষয়টি অস্বীকার করেছে। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য তার নাগরিকদের সর্বোচ্চ অপরাধের হাত থেকে রক্ষা করার পাশাপাশি তাদের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির এ মন্তব্যে অ্যাপল এখনো কোনো মন্তব্য করেনি।
এ ঘটনা শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠান এবং সরকারের মধ্যে বিরোধ নয়; বরং এটি বিশ্বব্যাপী তথ্য গোপনীয়তা ও নাগরিকদের অধিকার রক্ষার প্রশ্নেও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় দেশগুলোর সরকার দীর্ঘদিন ধরে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের ব্যতিক্রম কিছু চাইছে। কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাতে সম্মত হয়নি।
সূত্র: বিবিসি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫