অনলাইন ডেস্ক
মাত্র ১৮ সেকেন্ডে পুরোপুরি চার্জ হয় এমন ক্ষমতাসম্পন্ন এক বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি বাণিজ্যিক উৎপাদনের সবুজ সংকেত পেল ব্রিটিশ কোম্পানি আরএমএল গ্রুপ। ‘ভারইভোল্ট’ নামে পরিচিত এই অত্যাধুনিক ব্যাটারি জুনের ২ তারিখে যুক্তরাজ্যের সরকারিভাবে ‘কনফরমিটি অব প্রোডাকশন’ সনদ লাভ করে। এই সরকারি অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি এখন বড় পরিসরে ব্যাটারিটি উৎপাদন করতে পারবে এবং বিভিন্ন ইভি নির্মাতা কোম্পানির কাছে সরবরাহ করতে পারবে।
আরএমএলের পাওয়ারট্রেইন বিভাগের প্রধান জেমস আর্কেল এক বিবৃতিতে বলেন, ‘এই সনদ প্রমাণ করে, আমরা প্রোটোটাইপ এবং সীমিত উৎপাদন থেকে বেরিয়ে এসে বড় আকারে উৎপাদনের জন্য প্রস্তুত।’
ভ্যারইভল্ট ব্যাটারিটি উচ্চ ক্ষমতাসম্পন্ন। এটি প্রতি কেজিতে ৬ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আরএমএল বোর্ড সদস্য মাইকেল ম্যালক বলেন, ‘এই ব্যাটারি প্রচণ্ড দ্রুততার সঙ্গে এর সমস্ত শক্তি সরবরাহ করতে পারে।
এই ব্যাটারির ‘সি রেটিং’ ২০০—মানে এটি মাত্র ১৮ সেকেন্ডেই পুরোপুরি চার্জ কিংবা ডিসচার্জ হতে পারে। তুলনামূলকভাবে, বৈদ্যুতিক গাড়ি পোরশে টাইকানের ব্যাটারির ‘সি রেটিং’ ৪ থেকে ৫-এর মধ্য, যার ফলে চার্জ বা ডিসচার্জ হতে সময় লাগে ১২ থেকে ১৫ মিনিট।
আরএমএল গ্রুপের সিইও পল ডিকিনসন জানান, ব্যাটারিটির মডুলার ডিজাইন থাকায় এটি বিভিন্ন ধরনের গাড়ির জন্য কাস্টমাইজ করা সম্ভব।
বর্তমানে কিছু ক্ষুদ্র পরিসরের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যারইভল্ট ব্যাটারি ব্যবহার করছে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ‘সিঙ্গার ২১ সি’ হাইব্রিড হাইপার কার। গাড়িটি চলে ইঞ্জিনের পেট্রোল জ্বালানির পাশাপাশি এই ব্যাটারিতে সংরক্ষিত বিদ্যুৎ দিয়ে।
বর্তমানে আরএমএল গ্রুপ সীমিত পরিমাণে ব্যাটারিটি তৈরি করছে। তবে ভবিষ্যতে এটি বড় পরিসরে উৎপাদন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু বিলাসবহুল হাইপার কারের জন্যই নয়, সাধারণ ইভিতেও ব্যবহারোপযোগী করার পরিকল্পনা রয়েছে তাদের।
আরএমএল গ্রুপ পুরোনো মডেলের হাইপার কার—যেমন: লাফারারি বা ম্যাকল্যারেন পি১-এর ব্যাটারি আপগ্রেড করার একটি কিট তৈরির কাজও করছে।
ম্যালক বলেন, ‘এই গাড়িগুলোর জন্য আমরা একটি রিপ্লেসমেন্ট প্যাক দিতে পারি, যা রেঞ্জ অনেক বাড়িয়ে দেবে। গাড়ির অন্যান্য হার্ডওয়্যার যদি সমর্থন করে, তাহলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাও আট গুণ বাড়ানো যাবে।’
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
মাত্র ১৮ সেকেন্ডে পুরোপুরি চার্জ হয় এমন ক্ষমতাসম্পন্ন এক বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি বাণিজ্যিক উৎপাদনের সবুজ সংকেত পেল ব্রিটিশ কোম্পানি আরএমএল গ্রুপ। ‘ভারইভোল্ট’ নামে পরিচিত এই অত্যাধুনিক ব্যাটারি জুনের ২ তারিখে যুক্তরাজ্যের সরকারিভাবে ‘কনফরমিটি অব প্রোডাকশন’ সনদ লাভ করে। এই সরকারি অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি এখন বড় পরিসরে ব্যাটারিটি উৎপাদন করতে পারবে এবং বিভিন্ন ইভি নির্মাতা কোম্পানির কাছে সরবরাহ করতে পারবে।
আরএমএলের পাওয়ারট্রেইন বিভাগের প্রধান জেমস আর্কেল এক বিবৃতিতে বলেন, ‘এই সনদ প্রমাণ করে, আমরা প্রোটোটাইপ এবং সীমিত উৎপাদন থেকে বেরিয়ে এসে বড় আকারে উৎপাদনের জন্য প্রস্তুত।’
ভ্যারইভল্ট ব্যাটারিটি উচ্চ ক্ষমতাসম্পন্ন। এটি প্রতি কেজিতে ৬ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আরএমএল বোর্ড সদস্য মাইকেল ম্যালক বলেন, ‘এই ব্যাটারি প্রচণ্ড দ্রুততার সঙ্গে এর সমস্ত শক্তি সরবরাহ করতে পারে।
এই ব্যাটারির ‘সি রেটিং’ ২০০—মানে এটি মাত্র ১৮ সেকেন্ডেই পুরোপুরি চার্জ কিংবা ডিসচার্জ হতে পারে। তুলনামূলকভাবে, বৈদ্যুতিক গাড়ি পোরশে টাইকানের ব্যাটারির ‘সি রেটিং’ ৪ থেকে ৫-এর মধ্য, যার ফলে চার্জ বা ডিসচার্জ হতে সময় লাগে ১২ থেকে ১৫ মিনিট।
আরএমএল গ্রুপের সিইও পল ডিকিনসন জানান, ব্যাটারিটির মডুলার ডিজাইন থাকায় এটি বিভিন্ন ধরনের গাড়ির জন্য কাস্টমাইজ করা সম্ভব।
বর্তমানে কিছু ক্ষুদ্র পরিসরের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যারইভল্ট ব্যাটারি ব্যবহার করছে। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ‘সিঙ্গার ২১ সি’ হাইব্রিড হাইপার কার। গাড়িটি চলে ইঞ্জিনের পেট্রোল জ্বালানির পাশাপাশি এই ব্যাটারিতে সংরক্ষিত বিদ্যুৎ দিয়ে।
বর্তমানে আরএমএল গ্রুপ সীমিত পরিমাণে ব্যাটারিটি তৈরি করছে। তবে ভবিষ্যতে এটি বড় পরিসরে উৎপাদন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু বিলাসবহুল হাইপার কারের জন্যই নয়, সাধারণ ইভিতেও ব্যবহারোপযোগী করার পরিকল্পনা রয়েছে তাদের।
আরএমএল গ্রুপ পুরোনো মডেলের হাইপার কার—যেমন: লাফারারি বা ম্যাকল্যারেন পি১-এর ব্যাটারি আপগ্রেড করার একটি কিট তৈরির কাজও করছে।
ম্যালক বলেন, ‘এই গাড়িগুলোর জন্য আমরা একটি রিপ্লেসমেন্ট প্যাক দিতে পারি, যা রেঞ্জ অনেক বাড়িয়ে দেবে। গাড়ির অন্যান্য হার্ডওয়্যার যদি সমর্থন করে, তাহলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাও আট গুণ বাড়ানো যাবে।’
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে