অনলাইন ডেস্ক
গুগল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ পিক্সেল ১০ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী আগস্টেই উন্মোচিত হতে পারে পিক্সেল ১০ সিরিজের ডিভাইসগুলো। নতুন সিরিজে থাকছে মোট চারটি মডেল—পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল ও পিক্সেল ১০ প্রো ফোল্ড। এগুলোতে ব্যবহৃত হতে পারে গুগলের নতুন টেনসর জি৫ চিপসেট। তবে ফোনটি উন্মোচনের আগেই ‘মিস্টিক লিকস’ নামের এক টেলিগ্রাম চ্যানেল থেকে ফাঁস হয়েছে সম্ভাব্য রঙের তালিকা। জানা গেছে, এবারের সিরিজে আগের চেয়ে আরও বৈচিত্র্যময় রঙে আসছে ফোনগুলো।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পিক্সেল ১০ মডেলটি আসবে চারটি নতুন রঙে—ব্লু, লিমোনচেলো (হালকা হলুদ), আইরিস (বেগুনি) ও অবসিডিয়ান (কালো)। এর মধ্যে লিমোনচেলো নামের হলুদ রংটি গুগলের পিক্সেল ৬ প্রোতে ব্যবহৃত ‘শর্টা সানি’ রঙের মতো। ধারণা করা হচ্ছে, এই রংটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হবে।
পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ১০ প্রো এক্সএল মডেল দুটিতে থাকছে তুলনামূলক প্রিমিয়াম ধরনের রং। এগুলো হলো—গ্রিন, স্টার্লিং (ছাই-ধূসর), পোর্সেলিন (সাদা) ও অবসিডিয়ান (কালো)।
প্রতিটি ফোনের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে গুগল এই সিরিজে প্রি-ইনস্টলড ওয়ালপেপার দিচ্ছে বলে জানা গেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মোট ৪০টি নতুন ওয়ালপেপার থাকবে এই সিরিজে, যেগুলো ফোনের রং অনুযায়ী সাজানো হয়েছে।
গুগলের নতুন এই পিক্সেল ১০ সিরিজে থাকছে টেনসর জি৫ চিপসেট এবং মিডিয়াটেক টি৯০০ মডেম। ফোনগুলো চালাবে গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬। একই সঙ্গে যুক্ত হতে পারে বিভিন্ন জেনারেটিভ এআই ফিচারও।
চারটি ভিন্ন কোডনেমে ডিভাইসগুলো চিহ্নিত করা হয়েছে—পিক্সেল ১০ (ফ্র্যাংকেল), পিক্সেল ১০ প্রো (ব্লেজার), পিক্সেল ১০ প্রো এক্সএল (মাসটেং) এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড (র্যানগো)।
এদিকে পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছিল পিওনি, পোর্সেলিন, অবসেডিয়ান ও উইন্টারগ্রিন রং। আর পিক্সেল ৯ প্রো ও প্রো এক্সএল মডেল এসেছিল।
গুগল পিক্সেল ১০ সিরিজে থাকছে গুগলের তৈরি পরবর্তী প্রজন্মের চিপসেট টেনসর জি৫, এটি টিএসএমসির ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত, যা আগের জেনারেশনের তুলনায় আরও শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী। এই চিপসেট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ও এআইভিত্তিক ফিচারগুলো ভালোভাবে সমর্থন দিতে পারবে।
পিক্সেল সিরিজ বরাবরের মতো ক্যামেরার ওপর জোর দিয়েছে। পিক্সেল ১০ সিরিজেও তা বজায় থাকবে। বিশেষ করে প্রো ও এক্সএল মডেলগুলোতে ক্যামেরা ফিচার আরও উন্নত হতে চলেছে।
পিক্সেল ১০ স্ট্যান্ডার্ড মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর উন্নত নাইট সাইট এবং রিয়েল টাইম এইচডিআর প্রসেসিং ফিচার থাকবে। এদিকে পিক্সেল ১০ প্রো ও প্রো এক্সএলে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো লেন্স ও আলট্রা ওয়াইড লেন্স।
গুগলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও প্রযুক্তি দুনিয়ায় গুঞ্জন চলছে যে আগস্টেই দেখা মিলতে পারে পিক্সেল ১০ সিরিজের। নতুন রং, শক্তিশালী চিপসেট ও উন্নত সফটওয়্যার অভিজ্ঞতা নিয়ে গুগল কতটা বাজার দখল করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
গুগল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ পিক্সেল ১০ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী আগস্টেই উন্মোচিত হতে পারে পিক্সেল ১০ সিরিজের ডিভাইসগুলো। নতুন সিরিজে থাকছে মোট চারটি মডেল—পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল ও পিক্সেল ১০ প্রো ফোল্ড। এগুলোতে ব্যবহৃত হতে পারে গুগলের নতুন টেনসর জি৫ চিপসেট। তবে ফোনটি উন্মোচনের আগেই ‘মিস্টিক লিকস’ নামের এক টেলিগ্রাম চ্যানেল থেকে ফাঁস হয়েছে সম্ভাব্য রঙের তালিকা। জানা গেছে, এবারের সিরিজে আগের চেয়ে আরও বৈচিত্র্যময় রঙে আসছে ফোনগুলো।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পিক্সেল ১০ মডেলটি আসবে চারটি নতুন রঙে—ব্লু, লিমোনচেলো (হালকা হলুদ), আইরিস (বেগুনি) ও অবসিডিয়ান (কালো)। এর মধ্যে লিমোনচেলো নামের হলুদ রংটি গুগলের পিক্সেল ৬ প্রোতে ব্যবহৃত ‘শর্টা সানি’ রঙের মতো। ধারণা করা হচ্ছে, এই রংটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হবে।
পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ১০ প্রো এক্সএল মডেল দুটিতে থাকছে তুলনামূলক প্রিমিয়াম ধরনের রং। এগুলো হলো—গ্রিন, স্টার্লিং (ছাই-ধূসর), পোর্সেলিন (সাদা) ও অবসিডিয়ান (কালো)।
প্রতিটি ফোনের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে গুগল এই সিরিজে প্রি-ইনস্টলড ওয়ালপেপার দিচ্ছে বলে জানা গেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মোট ৪০টি নতুন ওয়ালপেপার থাকবে এই সিরিজে, যেগুলো ফোনের রং অনুযায়ী সাজানো হয়েছে।
গুগলের নতুন এই পিক্সেল ১০ সিরিজে থাকছে টেনসর জি৫ চিপসেট এবং মিডিয়াটেক টি৯০০ মডেম। ফোনগুলো চালাবে গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৬। একই সঙ্গে যুক্ত হতে পারে বিভিন্ন জেনারেটিভ এআই ফিচারও।
চারটি ভিন্ন কোডনেমে ডিভাইসগুলো চিহ্নিত করা হয়েছে—পিক্সেল ১০ (ফ্র্যাংকেল), পিক্সেল ১০ প্রো (ব্লেজার), পিক্সেল ১০ প্রো এক্সএল (মাসটেং) এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড (র্যানগো)।
এদিকে পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছিল পিওনি, পোর্সেলিন, অবসেডিয়ান ও উইন্টারগ্রিন রং। আর পিক্সেল ৯ প্রো ও প্রো এক্সএল মডেল এসেছিল।
গুগল পিক্সেল ১০ সিরিজে থাকছে গুগলের তৈরি পরবর্তী প্রজন্মের চিপসেট টেনসর জি৫, এটি টিএসএমসির ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত, যা আগের জেনারেশনের তুলনায় আরও শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী। এই চিপসেট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম ও এআইভিত্তিক ফিচারগুলো ভালোভাবে সমর্থন দিতে পারবে।
পিক্সেল সিরিজ বরাবরের মতো ক্যামেরার ওপর জোর দিয়েছে। পিক্সেল ১০ সিরিজেও তা বজায় থাকবে। বিশেষ করে প্রো ও এক্সএল মডেলগুলোতে ক্যামেরা ফিচার আরও উন্নত হতে চলেছে।
পিক্সেল ১০ স্ট্যান্ডার্ড মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর উন্নত নাইট সাইট এবং রিয়েল টাইম এইচডিআর প্রসেসিং ফিচার থাকবে। এদিকে পিক্সেল ১০ প্রো ও প্রো এক্সএলে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো লেন্স ও আলট্রা ওয়াইড লেন্স।
গুগলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও প্রযুক্তি দুনিয়ায় গুঞ্জন চলছে যে আগস্টেই দেখা মিলতে পারে পিক্সেল ১০ সিরিজের। নতুন রং, শক্তিশালী চিপসেট ও উন্নত সফটওয়্যার অভিজ্ঞতা নিয়ে গুগল কতটা বাজার দখল করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে