অনলাইন ডেস্ক
অ্যাকাউন্ট সুরক্ষায় বড় পরিবর্তন আনছে মাইক্রোসফট। আগামী আগস্ট থেকে তাদের মোবাইল অ্যাপ ‘মাইক্রোসফট অথেনটিকেটর’ পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এদিকে জুন থেকে নতুন পাসওয়ার্ড যুক্ত করার অপশনও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই থেকে অ্যাপটির অটোফিল পাসওয়ার্ড ফিচার বন্ধ করে দেওয়া হবে এবং আগস্ট ২০২৫ থেকে সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহারের সুযোগও থাকবে না। যারা এখনো পাসওয়ার্ড ব্যবহারে আগ্রহী, তারা মাইক্রোসফট এজ ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে ৪৯ শতাংশ মানুষ দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন বা একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করেন। এমনকি জন্ম তারিখের মতো সহজ তথ্য পাসওয়ার্ডে রাখেন।
পাসকি কী এবং কেন এটি নিরাপদ
পাসকি হলো এমন একটি আধুনিক নিরাপত্তাব্যবস্থা, যা ফাস্ট আইডেনটিটি অনলাইন (এফআইডিও) অ্যালায়েন্স তৈরি করেছে। এটি ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য (যেমন: ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট) বা একটি নির্দিষ্ট পিন ব্যবহার করে লগইন নিশ্চিত করে।
সিএনইটির ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ আতিলা টমাসচেক জানান, ‘পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব হলেও পাসকি ব্যবহারে দুটি কি লাগে—একটি পাবলিক, অন্যটি ডিভাইসে সংরক্ষিত প্রাইভেট কি। ফলে ফিশিং, ব্রুট-ফোর্স কিংবা ক্রেডেনশিয়াল স্টাফিং হামলা থেকে অ্যাকাউন্ট বেশি সুরক্ষিত থাকে।
সবচেয়ে বড় সুবিধা হলো—পাসকি কোনো সার্ভারে সংরক্ষিত থাকে না। এটি শুধু ব্যবহারকারীর ডিভাইসেই থাকে, ফলে হ্যাকিংয়ের ঝুঁকি কমে আসে।
কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসকি সেটআপ করবেন
মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, অ্যাকাউন্টে পাসওয়ার্ড ও ‘ওয়ান-টাইম কোড’ একসঙ্গে দেওয়া থাকলে প্রথমে ওয়ান-টাইম কোড দিয়ে লগইন করতে বলা হবে। এই ওয়ান টাইম কোড ফোনে এসএমএসের মাধ্যমে বা অ্যাপে পাঠানো হয়। এর পরই ব্যবহারকারীকে পাসকি সেটআপের জন্য প্রম্পট দেওয়া হবে।
পাসকি সেটআপ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপটি খুলুন।
২. আপনার অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৩. এবার ‘সেটআপ এ পাসকি’ অপশনটি নির্বাচন করুন।
৪. আপনার বর্তমান তথ্য (পাসওয়ার্ড, ওয়ান টাইম কোড) দিয়ে লগইন করুন।
৫. এরপর নতুন পাসকি সেটআপের নির্দেশনা অনুসরণ করুন।
পরবর্তী লগইনে পাসওয়ার্ডের বদলে সরাসরি পাসকি দিয়ে সাইন ইন করা যাবে।
তথ্যসূত্র: সিনেট
অ্যাকাউন্ট সুরক্ষায় বড় পরিবর্তন আনছে মাইক্রোসফট। আগামী আগস্ট থেকে তাদের মোবাইল অ্যাপ ‘মাইক্রোসফট অথেনটিকেটর’ পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এদিকে জুন থেকে নতুন পাসওয়ার্ড যুক্ত করার অপশনও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই থেকে অ্যাপটির অটোফিল পাসওয়ার্ড ফিচার বন্ধ করে দেওয়া হবে এবং আগস্ট ২০২৫ থেকে সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহারের সুযোগও থাকবে না। যারা এখনো পাসওয়ার্ড ব্যবহারে আগ্রহী, তারা মাইক্রোসফট এজ ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে ৪৯ শতাংশ মানুষ দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন বা একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করেন। এমনকি জন্ম তারিখের মতো সহজ তথ্য পাসওয়ার্ডে রাখেন।
পাসকি কী এবং কেন এটি নিরাপদ
পাসকি হলো এমন একটি আধুনিক নিরাপত্তাব্যবস্থা, যা ফাস্ট আইডেনটিটি অনলাইন (এফআইডিও) অ্যালায়েন্স তৈরি করেছে। এটি ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য (যেমন: ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট) বা একটি নির্দিষ্ট পিন ব্যবহার করে লগইন নিশ্চিত করে।
সিএনইটির ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ আতিলা টমাসচেক জানান, ‘পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব হলেও পাসকি ব্যবহারে দুটি কি লাগে—একটি পাবলিক, অন্যটি ডিভাইসে সংরক্ষিত প্রাইভেট কি। ফলে ফিশিং, ব্রুট-ফোর্স কিংবা ক্রেডেনশিয়াল স্টাফিং হামলা থেকে অ্যাকাউন্ট বেশি সুরক্ষিত থাকে।
সবচেয়ে বড় সুবিধা হলো—পাসকি কোনো সার্ভারে সংরক্ষিত থাকে না। এটি শুধু ব্যবহারকারীর ডিভাইসেই থাকে, ফলে হ্যাকিংয়ের ঝুঁকি কমে আসে।
কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসকি সেটআপ করবেন
মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, অ্যাকাউন্টে পাসওয়ার্ড ও ‘ওয়ান-টাইম কোড’ একসঙ্গে দেওয়া থাকলে প্রথমে ওয়ান-টাইম কোড দিয়ে লগইন করতে বলা হবে। এই ওয়ান টাইম কোড ফোনে এসএমএসের মাধ্যমে বা অ্যাপে পাঠানো হয়। এর পরই ব্যবহারকারীকে পাসকি সেটআপের জন্য প্রম্পট দেওয়া হবে।
পাসকি সেটআপ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপটি খুলুন।
২. আপনার অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৩. এবার ‘সেটআপ এ পাসকি’ অপশনটি নির্বাচন করুন।
৪. আপনার বর্তমান তথ্য (পাসওয়ার্ড, ওয়ান টাইম কোড) দিয়ে লগইন করুন।
৫. এরপর নতুন পাসকি সেটআপের নির্দেশনা অনুসরণ করুন।
পরবর্তী লগইনে পাসওয়ার্ডের বদলে সরাসরি পাসকি দিয়ে সাইন ইন করা যাবে।
তথ্যসূত্র: সিনেট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে