অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস নিয়ে আসার ঘোষণা দিল শাওমি। কোম্পানির সিইও লি জুন বলেন, এই সিস্টেম শাওমির নতুন ১৪ সিরিজের স্মার্টফোনে প্রথম পাওয়া যাবে এবং পরবর্তীতে অন্যান্য ডিভাইসের জন্য ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক্স (টুইটার) লি জুন প্ল্যাটফর্মে বলেন, কয়েক বছরের শ্রমের ফসল হল শাওমির হাইপারওস। শুধু স্মার্টফোনগুলোর সিস্টেমকে সমর্থন দেবে না, ধীরে ধীরে কোম্পানির পুরো ইকোসিস্টেম এর আওতায় আসবে।
শাওমি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভিন বলেন, নতুন অপারেটিং সিস্টেমটি ফোন ও ট্যাবের মিউআইইইআইকে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে স্মার্টফোনে হাইপার পারফরমেন্স, ফ্লুয়েডিটি ও যোগাযোগের নতুন যুগের সূচনা হবে।
আলভিন নিশ্চিত করেন, হাইপারওএস শুধুমাত্র চীনের জন্য ছাড়া হবে না পুরো বিশ্বে এটি পাওয়া যাবে। ২০২৪ বছরজুড়ে এটি বিভিন্ন ডিভাইসের জন্য ছাড়া হবে।
তবে সিসেস্টমটি শুধু মিউআইইইআই–এর রিব্র্যান্ডিং নাকি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের নতুন একটি মোড়ক তা স্পষ্ট নয়। যদিও কোম্পানি থেকে বলা হয়েছে, এটি পুরো নতুন একটি অপারেটিং সিস্টেম। হাইপারওস অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১০ সালে অ্যান্ড্রয়েড ভিত্তিক মিউআইইইআই নিয়ে আসে শাওমি। সিস্টেমটির সর্বশেষ ভার্সন হল মিউআইইইআই ১৪ , যা গত বছরের ডিসেম্বরে উন্মোচন করা হয়। বর্তমানে মিউআইইইআই এর ৫ হাজার ৬৪০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস নিয়ে আসার ঘোষণা দিল শাওমি। কোম্পানির সিইও লি জুন বলেন, এই সিস্টেম শাওমির নতুন ১৪ সিরিজের স্মার্টফোনে প্রথম পাওয়া যাবে এবং পরবর্তীতে অন্যান্য ডিভাইসের জন্য ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক্স (টুইটার) লি জুন প্ল্যাটফর্মে বলেন, কয়েক বছরের শ্রমের ফসল হল শাওমির হাইপারওস। শুধু স্মার্টফোনগুলোর সিস্টেমকে সমর্থন দেবে না, ধীরে ধীরে কোম্পানির পুরো ইকোসিস্টেম এর আওতায় আসবে।
শাওমি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভিন বলেন, নতুন অপারেটিং সিস্টেমটি ফোন ও ট্যাবের মিউআইইইআইকে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে স্মার্টফোনে হাইপার পারফরমেন্স, ফ্লুয়েডিটি ও যোগাযোগের নতুন যুগের সূচনা হবে।
আলভিন নিশ্চিত করেন, হাইপারওএস শুধুমাত্র চীনের জন্য ছাড়া হবে না পুরো বিশ্বে এটি পাওয়া যাবে। ২০২৪ বছরজুড়ে এটি বিভিন্ন ডিভাইসের জন্য ছাড়া হবে।
তবে সিসেস্টমটি শুধু মিউআইইইআই–এর রিব্র্যান্ডিং নাকি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের নতুন একটি মোড়ক তা স্পষ্ট নয়। যদিও কোম্পানি থেকে বলা হয়েছে, এটি পুরো নতুন একটি অপারেটিং সিস্টেম। হাইপারওস অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১০ সালে অ্যান্ড্রয়েড ভিত্তিক মিউআইইইআই নিয়ে আসে শাওমি। সিস্টেমটির সর্বশেষ ভার্সন হল মিউআইইইআই ১৪ , যা গত বছরের ডিসেম্বরে উন্মোচন করা হয়। বর্তমানে মিউআইইইআই এর ৫ হাজার ৬৪০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২০ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২০ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২০ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২০ দিন আগে