অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
গুগল মেসেজেসে স্ক্যাম ডিটেকশন ফিচার
গুগল মেসেজেসের নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। মেসেজে প্রতারকেরা যে ধরনের টেক্সট ব্যবহার করে, সেগুলো শনাক্ত করতে পারে এই ফিচার। গুগল মেসেজেসে কোনো সন্দেহজনক স্ক্যাম বার্তা এলে সতর্কতা হিসেবে ব্যবহারকারীরা ‘লাইকলি স্ক্যাম’ নামের একটি বার্তা দেখতে পাবেন। এরপর ব্যবহারকারীদের দুটি অপশন দেখানো হবে—‘নট এ স্ক্যাম’ ও ‘রিপোর্ট অ্যান্ড ব্লক’।
কোম্পানি জানিয়েছে, নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি গুগল মেসেজেসে এআই ব্যবহার করে মেসেজগুলোর মধ্যে প্রতারণা শনাক্ত করতে পারবে এবং ব্যবহারকারীদের রিয়েল টাইম সতর্কতা দেবে। আর এই শনাক্তকরণ প্রক্রিয়া ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে ফোনের ভেতরে করা হবে।
গুগল জানিয়েছে, এই ফিচার বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতারকেরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে। মেসেজগুলো শনাক্ত করার পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর ফোনের মধ্যে হবে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যায়।
লাইভ লোকেশন শেয়ারিং
ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে এখন নতুন ‘লাইভ লোকেশন’ ফিচার নিয়ে আসছে গুগল, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের মতো ব্যবহারকারীদের লোকেশন একটি ম্যাপে দেখাবে ফিচারটি। ব্যবহারকারীরা তাঁদের লোকেশন শেয়ার করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করতে পারবেন—যেমন ১ ঘণ্টা, ১ দিন, কাস্টম সময়কাল অথবা অনির্দিষ্টকাল।
এ ছাড়া যাঁরা তাঁদের লোকেশন শেয়ার করবেন, তাঁদের ফোনের ব্যাটারি লেভেলও দেখা যাবে।
ক্রোমের নতুন দাম ট্র্যাকিং ফিচার
ব্যবহারকারীদের শপিং করতে সাহায্য করবে ক্রোমের নতুন এই ফিচার। এটি শপিং সাইটে বিভিন্ন পণ্যের দাম ট্র্যাক করতে পারে। ফলে কোনো পণ্যের দাম কমলে ব্যবহারকারীরা ক্রোমের অ্যাড্রেস বারে একটি নতুন আইকনের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। সেখানে সেই পণ্যের দামের ইতিহাস দেখাবে।
অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম
গুগল অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম নিয়ে এসেছে, যা গাড়ি পার্ক করা অবস্থায় খেলতে পারবেন ব্যবহারকারীরা। এই গেমগুলোর মধ্যে রয়েছে ‘ফার্ম হিরোস সাগা, ‘ক্যান্ডি ক্রাশ সোডা সাগা’, ‘অ্যাংরি বার্ডস ২ ’ ও ‘বিচ বাগি রেসিং’। তবে এই গেমগুলো যখন গাড়ি পার্ক করা থাকবে, শুধু তখন খেলা যাবে, যাতে চলন্ত অবস্থায় ব্যবহারকারীরা বিভ্রান্ত না হন।
নতুন ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আগামী সপ্তাহের মধ্যে চালু হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
গুগল মেসেজেসে স্ক্যাম ডিটেকশন ফিচার
গুগল মেসেজেসের নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। মেসেজে প্রতারকেরা যে ধরনের টেক্সট ব্যবহার করে, সেগুলো শনাক্ত করতে পারে এই ফিচার। গুগল মেসেজেসে কোনো সন্দেহজনক স্ক্যাম বার্তা এলে সতর্কতা হিসেবে ব্যবহারকারীরা ‘লাইকলি স্ক্যাম’ নামের একটি বার্তা দেখতে পাবেন। এরপর ব্যবহারকারীদের দুটি অপশন দেখানো হবে—‘নট এ স্ক্যাম’ ও ‘রিপোর্ট অ্যান্ড ব্লক’।
কোম্পানি জানিয়েছে, নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি গুগল মেসেজেসে এআই ব্যবহার করে মেসেজগুলোর মধ্যে প্রতারণা শনাক্ত করতে পারবে এবং ব্যবহারকারীদের রিয়েল টাইম সতর্কতা দেবে। আর এই শনাক্তকরণ প্রক্রিয়া ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে ফোনের ভেতরে করা হবে।
গুগল জানিয়েছে, এই ফিচার বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতারকেরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে। মেসেজগুলো শনাক্ত করার পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর ফোনের মধ্যে হবে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যায়।
লাইভ লোকেশন শেয়ারিং
ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে এখন নতুন ‘লাইভ লোকেশন’ ফিচার নিয়ে আসছে গুগল, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের মতো ব্যবহারকারীদের লোকেশন একটি ম্যাপে দেখাবে ফিচারটি। ব্যবহারকারীরা তাঁদের লোকেশন শেয়ার করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করতে পারবেন—যেমন ১ ঘণ্টা, ১ দিন, কাস্টম সময়কাল অথবা অনির্দিষ্টকাল।
এ ছাড়া যাঁরা তাঁদের লোকেশন শেয়ার করবেন, তাঁদের ফোনের ব্যাটারি লেভেলও দেখা যাবে।
ক্রোমের নতুন দাম ট্র্যাকিং ফিচার
ব্যবহারকারীদের শপিং করতে সাহায্য করবে ক্রোমের নতুন এই ফিচার। এটি শপিং সাইটে বিভিন্ন পণ্যের দাম ট্র্যাক করতে পারে। ফলে কোনো পণ্যের দাম কমলে ব্যবহারকারীরা ক্রোমের অ্যাড্রেস বারে একটি নতুন আইকনের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। সেখানে সেই পণ্যের দামের ইতিহাস দেখাবে।
অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম
গুগল অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম নিয়ে এসেছে, যা গাড়ি পার্ক করা অবস্থায় খেলতে পারবেন ব্যবহারকারীরা। এই গেমগুলোর মধ্যে রয়েছে ‘ফার্ম হিরোস সাগা, ‘ক্যান্ডি ক্রাশ সোডা সাগা’, ‘অ্যাংরি বার্ডস ২ ’ ও ‘বিচ বাগি রেসিং’। তবে এই গেমগুলো যখন গাড়ি পার্ক করা থাকবে, শুধু তখন খেলা যাবে, যাতে চলন্ত অবস্থায় ব্যবহারকারীরা বিভ্রান্ত না হন।
নতুন ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আগামী সপ্তাহের মধ্যে চালু হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে