একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে ‘কমিউনিটিজ’ ফিচার। এটি এমন মানুষদের একত্রিত করে যারা একই বিষয়ে আগ্রহী থাকেন। সর্বোচ্চ ১০০টি গ্রুপ নিয়ে একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করা যায়। তবে এই ধরনের বৃহৎ কমিউনিটির কারণে ইভেন্ট তৈরি ও পরিচালনা করা কঠিন হতে পারে। তবে অ্যাপের মাধ্যমে কমিউনিটিতে ইভেন্ট তৈরি ও সময়সূচি নির্ধারণ করার সুযোগ দেয় এই প্ল্যাটফর্ম। এই ফিচার সহজেই ব্যবহার করা যায়।
গত বছরের অক্টোবরে হোয়াটসঅ্যাপ কমিউনটিতে এই ফিচার চালু করা হয়। এর আগে ফিচারটি শুধু গ্রুপ চ্যাটেই পাওয়া যেত। ফিচারটি নির্দিষ্ট তারিখে ইভেন্ট তৈরি করতে দেয় ও কমিউনিটির সদস্যরা সিদ্ধান্ত নিতে পারে যে তারা ইভেন্টে অংশগ্রহণ করবে কিনা।
ফিচারটি অ্যাটাচমেন্ট মেনু থেকে অ্যাকসেস করা যায়। অ্যাটাচমেন্ট মেনুর পোলস, কনটাক্ট ও অডিও অপশনগুলোর সঙ্গে ইভেন্ট ফিচারটিও পাওয়া যায় একটি ইভেন্ট তৈরি করার সময় আপনি একটি নাম, বিস্তারিত তথ্য, তারিখ, সময় ও লোকেশন অন্তর্ভুক্ত করার অপশনও রয়েছে। এ ছাড়া হোয়াটসঅ্যাপের ভয়েস বা ভিডিও কল তৈরি করার টগল অপশনও পাবেন।
হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে ইভেন্ট তৈরি করবেন যেভাবে
১. ইভেন্ট তৈরির জন্য হোয়াটসঅ্যাপ কমিউনটির অন্তর্ভুক্ত গ্রুপে প্রবেশ করুন। চ্যাট স্ক্রিনে গ্রুপটি না পেলে কমিউনিটিজ ট্যাব থেকে এটি খুঁজে নিতে পারেন।
২. কমিউনিটি গ্রুপে প্রবেশের পর নিচের দিকে থাকা অ্যাটাচমেন্ট আইকনে (পেপার ক্লিপ আইকোনের মতো) ট্যাপ করুন।
৩. অ্যাটাচমেন্ট মেনু থেকে ইভেন্ট অপশন নির্বাচন করুন।
৪. ইভেন্টের নাম, বর্ণনা, তারিখ এবং সময়ের মতো বিভিন্ন তথ্য পূরণ করুন।
৫. সেই সঙ্গে লোকেশনও দিতে পারেন।
৬. এ ছাড়া ফোন নম্বর যুক্ত করার জন্য ‘হোয়াটসঅ্যাপ কল লিংক’ অপশনের পাশের টগল বাটনে ট্যাপ করুন। কল টাইপ হিসেবে ভয়েস বা ভিডিও নির্বাচন করতে পারেন।
৭. প্রয়োজনীয় সব তথ্য যুক্ত করার পর সেন্ড (কাগজের প্লেনের মতো আইকোন) আইকোনে ট্যাপ করুন। এর ফলে ইভেন্ট তৈরি হবে। ।
হোয়াটসঅ্যাপ কমিউনিটির ইভেন্টে প্রতিক্রিয়া জানাবেন যেভাবে
একবার ইভেন্ট তৈরি হলে কমিউনিটির সদস্যরা ইভেন্ট সম্পর্কে নোটিফিকেশন পাবেন। তারা তখন উপস্থিতি নিশ্চিত করতে বা অনুপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করতে পারেন। এটি যেভাবে করা যাবে—
১. ইভেন্টের বার্তার নিচের দিকে থাকা ‘রেসপন্ড’ বাটনে ট্যাপ করুন।
২. ইভেন্টে উপস্থিত নিশ্চিত করতে পপ আপ নোটিফিকেশন থেকে ‘গোয়িং’ অপশনে ট্যাপ করুন এবং ইভেন্ট অংশগ্রহণ না করতে চাইলে ‘কান্ট গো’ অপশনে ট্যাপ করুন।
এইভাবে সহজেই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে ইভেন্ট সেট তৈরি করে ও কমিউনিটির সদস্যদের সঙ্গে পরিকল্পনা ভাগাভাগি করা যাবে।
এর মাধ্যমে ইভেন্টের ক্রিয়টর জানতে পারে কতজন সদস্য এই ইভেন্ট অংশগ্রহণ করবে। এর ফলে ইভেন্ট পরিচালনা করা সহজ হবে। ইভেন্টের ‘গোয়িং’ অপশন নির্বাচন করলে ইভেন্ট সম্পর্কিত আরও আপডেট ও পরিবর্তনগুলো জানতে পারবেন।
এভাবেই আপনি হোয়াটসঅ্যাপে সহজে ইভেন্ট তৈরি ও সময়সূচি নির্ধারণ করতে পারবেন। এটি একটি বেশ কার্যকরী ফিচার। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো বৈঠক বা অনলাইন ক্লাস আয়োজনের ক্ষেত্রে। এটি আপনাকে অংশগ্রহণকারীদের ট্র্যাক করতে সাহায্য করে এবং যদি কোনো পরিবর্তন ঘটে, তাদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে সতর্ক করে দেয়।
একাধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে ‘কমিউনিটিজ’ ফিচার। এটি এমন মানুষদের একত্রিত করে যারা একই বিষয়ে আগ্রহী থাকেন। সর্বোচ্চ ১০০টি গ্রুপ নিয়ে একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করা যায়। তবে এই ধরনের বৃহৎ কমিউনিটির কারণে ইভেন্ট তৈরি ও পরিচালনা করা কঠিন হতে পারে। তবে অ্যাপের মাধ্যমে কমিউনিটিতে ইভেন্ট তৈরি ও সময়সূচি নির্ধারণ করার সুযোগ দেয় এই প্ল্যাটফর্ম। এই ফিচার সহজেই ব্যবহার করা যায়।
গত বছরের অক্টোবরে হোয়াটসঅ্যাপ কমিউনটিতে এই ফিচার চালু করা হয়। এর আগে ফিচারটি শুধু গ্রুপ চ্যাটেই পাওয়া যেত। ফিচারটি নির্দিষ্ট তারিখে ইভেন্ট তৈরি করতে দেয় ও কমিউনিটির সদস্যরা সিদ্ধান্ত নিতে পারে যে তারা ইভেন্টে অংশগ্রহণ করবে কিনা।
ফিচারটি অ্যাটাচমেন্ট মেনু থেকে অ্যাকসেস করা যায়। অ্যাটাচমেন্ট মেনুর পোলস, কনটাক্ট ও অডিও অপশনগুলোর সঙ্গে ইভেন্ট ফিচারটিও পাওয়া যায় একটি ইভেন্ট তৈরি করার সময় আপনি একটি নাম, বিস্তারিত তথ্য, তারিখ, সময় ও লোকেশন অন্তর্ভুক্ত করার অপশনও রয়েছে। এ ছাড়া হোয়াটসঅ্যাপের ভয়েস বা ভিডিও কল তৈরি করার টগল অপশনও পাবেন।
হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে ইভেন্ট তৈরি করবেন যেভাবে
১. ইভেন্ট তৈরির জন্য হোয়াটসঅ্যাপ কমিউনটির অন্তর্ভুক্ত গ্রুপে প্রবেশ করুন। চ্যাট স্ক্রিনে গ্রুপটি না পেলে কমিউনিটিজ ট্যাব থেকে এটি খুঁজে নিতে পারেন।
২. কমিউনিটি গ্রুপে প্রবেশের পর নিচের দিকে থাকা অ্যাটাচমেন্ট আইকনে (পেপার ক্লিপ আইকোনের মতো) ট্যাপ করুন।
৩. অ্যাটাচমেন্ট মেনু থেকে ইভেন্ট অপশন নির্বাচন করুন।
৪. ইভেন্টের নাম, বর্ণনা, তারিখ এবং সময়ের মতো বিভিন্ন তথ্য পূরণ করুন।
৫. সেই সঙ্গে লোকেশনও দিতে পারেন।
৬. এ ছাড়া ফোন নম্বর যুক্ত করার জন্য ‘হোয়াটসঅ্যাপ কল লিংক’ অপশনের পাশের টগল বাটনে ট্যাপ করুন। কল টাইপ হিসেবে ভয়েস বা ভিডিও নির্বাচন করতে পারেন।
৭. প্রয়োজনীয় সব তথ্য যুক্ত করার পর সেন্ড (কাগজের প্লেনের মতো আইকোন) আইকোনে ট্যাপ করুন। এর ফলে ইভেন্ট তৈরি হবে। ।
হোয়াটসঅ্যাপ কমিউনিটির ইভেন্টে প্রতিক্রিয়া জানাবেন যেভাবে
একবার ইভেন্ট তৈরি হলে কমিউনিটির সদস্যরা ইভেন্ট সম্পর্কে নোটিফিকেশন পাবেন। তারা তখন উপস্থিতি নিশ্চিত করতে বা অনুপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করতে পারেন। এটি যেভাবে করা যাবে—
১. ইভেন্টের বার্তার নিচের দিকে থাকা ‘রেসপন্ড’ বাটনে ট্যাপ করুন।
২. ইভেন্টে উপস্থিত নিশ্চিত করতে পপ আপ নোটিফিকেশন থেকে ‘গোয়িং’ অপশনে ট্যাপ করুন এবং ইভেন্ট অংশগ্রহণ না করতে চাইলে ‘কান্ট গো’ অপশনে ট্যাপ করুন।
এইভাবে সহজেই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে ইভেন্ট সেট তৈরি করে ও কমিউনিটির সদস্যদের সঙ্গে পরিকল্পনা ভাগাভাগি করা যাবে।
এর মাধ্যমে ইভেন্টের ক্রিয়টর জানতে পারে কতজন সদস্য এই ইভেন্ট অংশগ্রহণ করবে। এর ফলে ইভেন্ট পরিচালনা করা সহজ হবে। ইভেন্টের ‘গোয়িং’ অপশন নির্বাচন করলে ইভেন্ট সম্পর্কিত আরও আপডেট ও পরিবর্তনগুলো জানতে পারবেন।
এভাবেই আপনি হোয়াটসঅ্যাপে সহজে ইভেন্ট তৈরি ও সময়সূচি নির্ধারণ করতে পারবেন। এটি একটি বেশ কার্যকরী ফিচার। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো বৈঠক বা অনলাইন ক্লাস আয়োজনের ক্ষেত্রে। এটি আপনাকে অংশগ্রহণকারীদের ট্র্যাক করতে সাহায্য করে এবং যদি কোনো পরিবর্তন ঘটে, তাদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে সতর্ক করে দেয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে