প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এনে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে হোয়াটসঅ্যাপ। এবার মেসেজিংয়ের সময় লিংক প্রিভিউ বন্ধের ফিচার আনছে এই প্ল্যাটফর্ম। এই ফিচারের মাধ্যমে লিংকের সঙ্গে ওয়েবসাইটের লোগো বা ভেতরের কনটেন্টের ডিসক্রিপশন দেখানো বন্ধ করা যাবে। ফলে ব্যবহারকারীদের আর অনাকাঙ্ক্ষিত কনটেন্টের সম্মুখীন হতে হবে না।
বর্তমানে কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ চ্যাটে লিংক শেয়ার করলে স্বয়ংক্রিয়ভাবে লিংকে প্রিভিউ (লোগো, ভেতরের কনটেন্টের ডিসক্রিপশন, টাইটেল) দেখানো হয়। লিংকে প্রবেশ করার আগেই লিংক প্রিভিউয়ের মাধ্যমে লিংকের ভেতরের কিছু কনটেন্ট ব্যবহারকারীরা দেখতে পারে। ফলে ব্যবহারকারীরা অনাকাঙ্ক্ষিত কনটেন্টের সম্মুখীন হতে পারে। এসব সমস্যা এড়াতেই হোয়াটসঅ্যাপ লিংক প্রিভিউ বন্ধ করার জন্য নতুন একটি বাটন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ফলে হোয়াটসঅ্যাপে পাঠানো লিংকগুলোতে প্রবেশ করা ছাড়া লিংকের ভেতরের কনটেন্ট সম্পর্কে জানা যাবে না।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো এর মতে, হোয়াটসঅ্যাপ নতুন ‘লিংক প্রিভিউ ডিসঅ্যাবল’ ফিচার নিয়ে কাজ করছে। এটি এখনো অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে (২.২৪. ৭.১২) পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিছুদিন পর আপডেটের মাধ্যমে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের নতুন বাটনটির মাধ্যমে প্রিভিউ লিংক চালু বা বন্ধ করা যাবে। আশপাশে কেউ থাকলেও নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত থাকবে। কারণ লিংক আদান প্রদানের সময় লিংকের বিষয়বস্তু সম্পর্কে আশপাশের ব্যক্তিরা জানতে পারবে না।
আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলে ফিচারটি সেটিংস থেকে ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের সেটিংসে থেকে প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে। এরপর অ্যাডভান্সড অপশন থেকে লিংক প্রিভিউ বাইটনটি চালু বা বন্ধ করা যাবে।
কিছুদিন আগেই স্ট্যাটাস আপডেটে ৬০ সেকেন্ডের ভিডিও যুক্ত করার ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এর আগে প্ল্যাটফর্মটিতে মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও যুক্ত করার সুবিধা ছিল।
এছাড়া হোয়াটসঅ্যাপে একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল। ফিচারটি পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
গত ফেব্রুয়ারিতে চ্যাটিংয়ের ফিচারকে আরও উন্নত করার জন্য চারটি টেক্সট ফরম্যাট অপশন নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এগুলো মাধ্যমে চ্যাটের মধ্যেই বুলেট ও নম্বর তালিকা, বল্ক কোটস বা উদ্ধৃতি হাইলাইটস ও ইনলাইন কোড তৈরি করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি, ইন্ডিয়া টুডে
প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এনে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে হোয়াটসঅ্যাপ। এবার মেসেজিংয়ের সময় লিংক প্রিভিউ বন্ধের ফিচার আনছে এই প্ল্যাটফর্ম। এই ফিচারের মাধ্যমে লিংকের সঙ্গে ওয়েবসাইটের লোগো বা ভেতরের কনটেন্টের ডিসক্রিপশন দেখানো বন্ধ করা যাবে। ফলে ব্যবহারকারীদের আর অনাকাঙ্ক্ষিত কনটেন্টের সম্মুখীন হতে হবে না।
বর্তমানে কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ চ্যাটে লিংক শেয়ার করলে স্বয়ংক্রিয়ভাবে লিংকে প্রিভিউ (লোগো, ভেতরের কনটেন্টের ডিসক্রিপশন, টাইটেল) দেখানো হয়। লিংকে প্রবেশ করার আগেই লিংক প্রিভিউয়ের মাধ্যমে লিংকের ভেতরের কিছু কনটেন্ট ব্যবহারকারীরা দেখতে পারে। ফলে ব্যবহারকারীরা অনাকাঙ্ক্ষিত কনটেন্টের সম্মুখীন হতে পারে। এসব সমস্যা এড়াতেই হোয়াটসঅ্যাপ লিংক প্রিভিউ বন্ধ করার জন্য নতুন একটি বাটন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ফলে হোয়াটসঅ্যাপে পাঠানো লিংকগুলোতে প্রবেশ করা ছাড়া লিংকের ভেতরের কনটেন্ট সম্পর্কে জানা যাবে না।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো এর মতে, হোয়াটসঅ্যাপ নতুন ‘লিংক প্রিভিউ ডিসঅ্যাবল’ ফিচার নিয়ে কাজ করছে। এটি এখনো অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে (২.২৪. ৭.১২) পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিছুদিন পর আপডেটের মাধ্যমে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের নতুন বাটনটির মাধ্যমে প্রিভিউ লিংক চালু বা বন্ধ করা যাবে। আশপাশে কেউ থাকলেও নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত থাকবে। কারণ লিংক আদান প্রদানের সময় লিংকের বিষয়বস্তু সম্পর্কে আশপাশের ব্যক্তিরা জানতে পারবে না।
আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলে ফিচারটি সেটিংস থেকে ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের সেটিংসে থেকে প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে। এরপর অ্যাডভান্সড অপশন থেকে লিংক প্রিভিউ বাইটনটি চালু বা বন্ধ করা যাবে।
কিছুদিন আগেই স্ট্যাটাস আপডেটে ৬০ সেকেন্ডের ভিডিও যুক্ত করার ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এর আগে প্ল্যাটফর্মটিতে মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও যুক্ত করার সুবিধা ছিল।
এছাড়া হোয়াটসঅ্যাপে একসঙ্গে পাঁচটি চ্যাট ও তিনটি মেসেজ পিন করার ফিচারও নিয়ে এসেছে। এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল একটি মেসেজ ও তিনটি মেসেজ পিন করার সুবিধা ছিল। ফিচারটি পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
গত ফেব্রুয়ারিতে চ্যাটিংয়ের ফিচারকে আরও উন্নত করার জন্য চারটি টেক্সট ফরম্যাট অপশন নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এগুলো মাধ্যমে চ্যাটের মধ্যেই বুলেট ও নম্বর তালিকা, বল্ক কোটস বা উদ্ধৃতি হাইলাইটস ও ইনলাইন কোড তৈরি করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি, ইন্ডিয়া টুডে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে