প্রযুক্তি ডেস্ক
স্থগিত হওয়া বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মালিক ইলন মাস্ক। সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল টুইটারকে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি জরিপ চালান। সেই জরিপে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয় প্রায় ৫৯ শতাংশ টুইটার ব্যবহারকারী। ভোটে অংশগ্রহণ করে ৩৬ লাখের কিছু বেশি ব্যবহারকারী। অনলাইন জরিপ শেষে স্থানীয় শনিবার (১৭ ডিসেম্বর) মাস্ক এক টুইটে বলেন, ‘জনগণ তাদের মতামত জানিয়েছে। যারা আমার অবস্থানের তথ্য সংরক্ষণ ও অনলাইনে প্রকাশ করেছে তাদের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকেই বিশ্বের বিভিন্ন অংশের সরকারি কর্মকর্তা, আইনজীবী দল ও সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে টুইটার। গত ১৬ নভেম্বর জাতিসংঘও টুইটারের সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানায়। জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এর আগে, টুইটার প্রধান ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়। স্থগিত অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁরা দেখতে পান নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
স্থগিত হওয়া বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মালিক ইলন মাস্ক। সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল টুইটারকে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি জরিপ চালান। সেই জরিপে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয় প্রায় ৫৯ শতাংশ টুইটার ব্যবহারকারী। ভোটে অংশগ্রহণ করে ৩৬ লাখের কিছু বেশি ব্যবহারকারী। অনলাইন জরিপ শেষে স্থানীয় শনিবার (১৭ ডিসেম্বর) মাস্ক এক টুইটে বলেন, ‘জনগণ তাদের মতামত জানিয়েছে। যারা আমার অবস্থানের তথ্য সংরক্ষণ ও অনলাইনে প্রকাশ করেছে তাদের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকেই বিশ্বের বিভিন্ন অংশের সরকারি কর্মকর্তা, আইনজীবী দল ও সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে টুইটার। গত ১৬ নভেম্বর জাতিসংঘও টুইটারের সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানায়। জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এর আগে, টুইটার প্রধান ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়। স্থগিত অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁরা দেখতে পান নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫