ফিচার ডেস্ক
প্রতিনিয়ত বাড়ছে মোবাইল ইন্টারনেটের খরচ। ১ জিবি প্যাকেজ যেন নিমেষেই শেষ হয়ে যায়। বর্তমান স্মার্টফোনগুলোর অনেক ফিচার ব্যবহারের কারণে ডেটার ওপর চাপ পড়ে। কিন্তু সেটি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অতিরিক্ত ডেটা খরচের হাত থেকে বাঁচা যাবে।
অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করুন
আপনার ফোনের অনেক অ্যাপ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা ছাড়াও মোবাইল ডেটা খরচ হয়। এই সমস্যা সমাধান করতে পারেন দুইভাবে। প্রথমত, প্রয়োজন ছাড়া মোবাইল ফোনের ডেটা চালু থেকে বিরত থাকুন। এ ছাড়া সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ রাখার অপশন চালু করুন।
হাই রেজ্যুশন ভিডিও এড়িয়ে চলুন
ভিডিও কোয়ালিটির ওপর ডেটার ব্যয় নির্ভর করে। হাই রেজ্যুশন ভিডিও দেখতে স্বাভাবিকভাবে ডেটা খরচ বেশি হয়। কিন্তু প্রতিটি ডিভাইসেই রেজ্যুশন কমানোর অপশন থাকে। তাই আপনার ফোনে যদি ডেটার ঘাটতি কমাতে চান, তাহলে ভিডিও দেখার সময় সেটিংস থেকে হাই রেজ্যুশন ভিডিও দেখার অপশনটি বদলে নিন। এ ছাড়া এ ধরনের ভিডিও ডাউনলোড এড়িয়ে চলুন।
অফলাইন মুডের ব্যবহার করুন
বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অফলাইন মুডের সুবিধা রয়েছে। এর মধ্যে অতি প্রয়োজনীয় গুগল ম্যাপ। এই অ্যাপে আগে থেকে নির্দিষ্ট কোনো এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখা যায়। এতে আপনার ফোনে ইন্টারনেট সচল না থাকলেও সেটি ব্যবহার করা যাবে। এ ছাড়া ওয়াই-ফাই ব্যবহার করে ইউটিউবের অনেক ভিডিও ডাউনলোড করে সংযোগ বন্ধ অবস্থাতেও দেখা যায়।
ডেটার লিমিট ঠিক করে দিন
ইন্টারনেট ব্যবহারের সময় হুট করে ডেটা শেষ হয়ে যাওয়া নিয়মিত বিষয়। এ ক্ষেত্রে মোবাইল ফোনের সেটিংসে রয়েছে ডেটা লিমিট ঠিক করে দেওয়ার সুবিধা। এর ফলে নির্দিষ্ট লিমিটের ডেটা ব্যবহার শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
অপ্রয়োজনীয় অ্যাপ বাদ দিন
স্মার্টফোনে এমন অনেক অ্যাপ থাকে, যার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেগুলো নিয়মিত আপনার ডেটা খরচ করছে। এমন অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইল ফোন থেকে ডিলিট বা আনইনস্টল করে দিন।
প্রতিনিয়ত বাড়ছে মোবাইল ইন্টারনেটের খরচ। ১ জিবি প্যাকেজ যেন নিমেষেই শেষ হয়ে যায়। বর্তমান স্মার্টফোনগুলোর অনেক ফিচার ব্যবহারের কারণে ডেটার ওপর চাপ পড়ে। কিন্তু সেটি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অতিরিক্ত ডেটা খরচের হাত থেকে বাঁচা যাবে।
অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করুন
আপনার ফোনের অনেক অ্যাপ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা ছাড়াও মোবাইল ডেটা খরচ হয়। এই সমস্যা সমাধান করতে পারেন দুইভাবে। প্রথমত, প্রয়োজন ছাড়া মোবাইল ফোনের ডেটা চালু থেকে বিরত থাকুন। এ ছাড়া সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ রাখার অপশন চালু করুন।
হাই রেজ্যুশন ভিডিও এড়িয়ে চলুন
ভিডিও কোয়ালিটির ওপর ডেটার ব্যয় নির্ভর করে। হাই রেজ্যুশন ভিডিও দেখতে স্বাভাবিকভাবে ডেটা খরচ বেশি হয়। কিন্তু প্রতিটি ডিভাইসেই রেজ্যুশন কমানোর অপশন থাকে। তাই আপনার ফোনে যদি ডেটার ঘাটতি কমাতে চান, তাহলে ভিডিও দেখার সময় সেটিংস থেকে হাই রেজ্যুশন ভিডিও দেখার অপশনটি বদলে নিন। এ ছাড়া এ ধরনের ভিডিও ডাউনলোড এড়িয়ে চলুন।
অফলাইন মুডের ব্যবহার করুন
বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অফলাইন মুডের সুবিধা রয়েছে। এর মধ্যে অতি প্রয়োজনীয় গুগল ম্যাপ। এই অ্যাপে আগে থেকে নির্দিষ্ট কোনো এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখা যায়। এতে আপনার ফোনে ইন্টারনেট সচল না থাকলেও সেটি ব্যবহার করা যাবে। এ ছাড়া ওয়াই-ফাই ব্যবহার করে ইউটিউবের অনেক ভিডিও ডাউনলোড করে সংযোগ বন্ধ অবস্থাতেও দেখা যায়।
ডেটার লিমিট ঠিক করে দিন
ইন্টারনেট ব্যবহারের সময় হুট করে ডেটা শেষ হয়ে যাওয়া নিয়মিত বিষয়। এ ক্ষেত্রে মোবাইল ফোনের সেটিংসে রয়েছে ডেটা লিমিট ঠিক করে দেওয়ার সুবিধা। এর ফলে নির্দিষ্ট লিমিটের ডেটা ব্যবহার শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
অপ্রয়োজনীয় অ্যাপ বাদ দিন
স্মার্টফোনে এমন অনেক অ্যাপ থাকে, যার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেগুলো নিয়মিত আপনার ডেটা খরচ করছে। এমন অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইল ফোন থেকে ডিলিট বা আনইনস্টল করে দিন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে