প্রযুক্তি ডেস্ক
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই এনেছে চ্যাটজিপিটি। এটি চালুর পর থেকে নড়েচড়ে বসে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। মাত্র ২ মাসেই ১০ কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। গুগলকে পাল্লা দিতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও আনে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ‘বার্ড’। বসে নেই অন্যান্য প্ল্যাটফর্মও। গত কয়েক মাসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অনেক প্রযুক্তি এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বলা হচ্ছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেই ফুলটাইম চাকরি হারাতে পারেন বিশ্বের অন্তত ৩০ কোটি মানুষ। এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপে এক-চতুর্থাংশ চাকরি দখল করতে পারে। তবে এআইয়ের কারণে নতুন কাজের ক্ষেত্র ও উৎপাদনশীলতা বাড়বে।
বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাশের বরাতে বিবিসি প্রতিবেদনে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বব্যাপী উৎপাদিত পণ্য ও সেবার মোট বার্ষিক পরিমাণ ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যুক্তরাজ্যের সরকার দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গোটা অর্থনীতিতে উৎপাদনশীলতা বাড়াবে’। এর প্রভাব সম্পর্কে জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী মিশেল ডোনেলান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে যুক্তরাজ্যে আমরা যেভাবে কাজ করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা তাতে আমাদের কাজ কেড়ে নিচ্ছে না, বরং আমাদের কাজগুলো আরও সহজ করে তুলছে।’
বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ভিন্ন হবে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ৪৬ শতাংশ ও আইনি পেশায় ৪৪ শতাংশ স্বয়ংক্রিয় হতে পারে। তবে নির্মাণ খাতে মাত্র ৬ শতাংশ এবং রক্ষণাবেক্ষণে মাত্র ৪ শতাংশ প্রভাব পড়বে।
আগামী কয়েক বছরে সৃজনশীল কাজে ব্যাপক প্রভাব ফেলতে পারে জেনারেটিভ এআই। গোল্ডম্যান স্যাশের প্রতিবেদনের গবেষণা অনুযায়ী, বর্তমানে ৬০ শতাংশ কর্মী এমন পেশায় রয়েছেন, যার অস্তিত্ব ১৯৪০ সালে ছিল না। তবে অন্যান্য গবেষণা অনুযায়ী, ১৯৮০-র দশক থেকে প্রযুক্তিগত পরিবর্তনের ফলে নতুন কর্মসংস্থান তৈরির চেয়ে কর্মী ছাঁটাই হয়েছে বেশি। ধারণা করা হচ্ছে, যদি জেনারেটিভ এআই অতীতের মতো প্রভাব রাখে, তবে এটি খুব শিগগিরই অনেক মানুষের চাকরি হারানোর কারণ হতে যাচ্ছে।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই এনেছে চ্যাটজিপিটি। এটি চালুর পর থেকে নড়েচড়ে বসে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। মাত্র ২ মাসেই ১০ কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। গুগলকে পাল্লা দিতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিংয়ে যুক্ত করেছে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও আনে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ‘বার্ড’। বসে নেই অন্যান্য প্ল্যাটফর্মও। গত কয়েক মাসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অনেক প্রযুক্তি এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বলা হচ্ছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেই ফুলটাইম চাকরি হারাতে পারেন বিশ্বের অন্তত ৩০ কোটি মানুষ। এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপে এক-চতুর্থাংশ চাকরি দখল করতে পারে। তবে এআইয়ের কারণে নতুন কাজের ক্ষেত্র ও উৎপাদনশীলতা বাড়বে।
বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাশের বরাতে বিবিসি প্রতিবেদনে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বব্যাপী উৎপাদিত পণ্য ও সেবার মোট বার্ষিক পরিমাণ ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যুক্তরাজ্যের সরকার দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গোটা অর্থনীতিতে উৎপাদনশীলতা বাড়াবে’। এর প্রভাব সম্পর্কে জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী মিশেল ডোনেলান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে যুক্তরাজ্যে আমরা যেভাবে কাজ করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা তাতে আমাদের কাজ কেড়ে নিচ্ছে না, বরং আমাদের কাজগুলো আরও সহজ করে তুলছে।’
বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ভিন্ন হবে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ৪৬ শতাংশ ও আইনি পেশায় ৪৪ শতাংশ স্বয়ংক্রিয় হতে পারে। তবে নির্মাণ খাতে মাত্র ৬ শতাংশ এবং রক্ষণাবেক্ষণে মাত্র ৪ শতাংশ প্রভাব পড়বে।
আগামী কয়েক বছরে সৃজনশীল কাজে ব্যাপক প্রভাব ফেলতে পারে জেনারেটিভ এআই। গোল্ডম্যান স্যাশের প্রতিবেদনের গবেষণা অনুযায়ী, বর্তমানে ৬০ শতাংশ কর্মী এমন পেশায় রয়েছেন, যার অস্তিত্ব ১৯৪০ সালে ছিল না। তবে অন্যান্য গবেষণা অনুযায়ী, ১৯৮০-র দশক থেকে প্রযুক্তিগত পরিবর্তনের ফলে নতুন কর্মসংস্থান তৈরির চেয়ে কর্মী ছাঁটাই হয়েছে বেশি। ধারণা করা হচ্ছে, যদি জেনারেটিভ এআই অতীতের মতো প্রভাব রাখে, তবে এটি খুব শিগগিরই অনেক মানুষের চাকরি হারানোর কারণ হতে যাচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৪ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৪ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৪ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৪ দিন আগে