অনলাইন ডেস্ক
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) এবং একটি ব্লগপোস্টে ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিষয়টি নিশ্চিত করেন, যদিও তিনি অর্থের পরিমাণ উল্লেখ করেননি।
চুক্তিটি ঘিরে আলোচনা শুরু হয় গত ৩০ জুন। কারণ ওরাকল একটি এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) ফাইলিংয়ে জানায়, তারা এমন একটি ক্লাউড চুক্তি করেছে, যা থেকে বছরে ৩০ বিলিয়ন ডলার রাজস্ব আসবে। তবে সে সময় প্রতিষ্ঠানটি গ্রাহকের নাম প্রকাশ করেনি।
এদিকে ব্লুমবার্গ জানিয়েছে, এই ঘোষণার পর ওরাকলের শেয়ার মূল্য দ্রুত ঊর্ধ্বমুখী হয় এবং এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হন।
চুক্তির গ্রাহক কে হতে পারে তা নিয়ে তখন নানা জল্পনা-কল্পনা শুরু হয়, কারণ ৩০ বিলিয়ন ডলার মূল্যের বার্ষিক ক্লাউড সেবা নেওয়ার মতো সক্ষমতা কেবল হাতে গোনা কিছু প্রতিষ্ঠানেরই আছে। প্রসঙ্গত, ওরাকল তাদের ২০২৫ অর্থবছরে সব গ্রাহক মিলে মোট ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ক্লাউড সেবা বিক্রি করেছে।
এবার ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, এই চুক্তি তাদের ৪ দশমিক ৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার নির্মাণ প্রকল্প ‘স্টারগেট’-এর অংশ। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫০০ বিলিয়ন ডলার। এ বছর জানুয়ারিতে ওরাকল, ওপেনএআই এবং সফটব্যাংক একত্রে এ প্রকল্পের ঘোষণা দিয়েছিল। তবে এবারের ৩০ বিলিয়ন ডলারের চুক্তির সঙ্গে সফটব্যাংক জড়িত নয়।
ডব্লিউএসজে জানিয়েছে, ৪ দশমিক ৫ গিগাওয়াট শক্তি মানে প্রায় ৪০ লাখ বাড়ির বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট। এই ডেটা সেন্টার নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাবিলিন শহরে, যেটিকে ‘স্টারগেট আই’ নামে ডাকা হচ্ছে।
তবে এই চুক্তিকে শুধু ওরাকলের বিজয় হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, ওপেনএআই ও ওরাকলকে এখনো এই বিশাল ডেটা সেন্টার নির্মাণ করতে হবে, যা অর্থ ও শক্তি—দুই দিক থেকেই অত্যন্ত ব্যয়বহুল।
গত জুনে ওরাকলের প্রধান নির্বাহী সাফরা ক্যাটজ জানিয়েছিলেন, তাদের প্রতিষ্ঠান বিগত অর্থবছরে মূলধনী ব্যয়ে ২১ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করেছে এবং নতুন অর্থবছরে আরও ২৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, দুই বছরে ওরাকল প্রায় ৫০ বিলিয়ন ডলার খরচ করছে, যার বেশির ভাগই ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হবে। তবে তিনি উল্লেখ করেছেন, এতে শুধু ওপেনএআই নয়, ওরাকলের অন্যান্য গ্রাহকের চাহিদাও পূরণ করা হবে। এতে জমি কেনার খরচ অন্তর্ভুক্ত নয়।
এদিকে, ওপেনএআইয়ের আর্থিক অবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন স্যাম অল্টম্যান। তিনি জানিয়েছেন, ওপেনএআই বর্তমানে বছরে ১০ বিলিয়ন ডলারের পুনরাবৃত্ত রাজস্ব অর্জন করছে, যা গত বছর ছিল ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের মতো। তবে এই রাজস্বের পরিমাণ তাদের ওরাকলের সঙ্গে চুক্তির এক-তৃতীয়াংশও নয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অন্যান্য ব্যয়, বিশেষ করে অন্যান্য ডেটা সেন্টার প্রকল্পের খরচও বহাল রয়েছে।
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) এবং একটি ব্লগপোস্টে ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিষয়টি নিশ্চিত করেন, যদিও তিনি অর্থের পরিমাণ উল্লেখ করেননি।
চুক্তিটি ঘিরে আলোচনা শুরু হয় গত ৩০ জুন। কারণ ওরাকল একটি এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) ফাইলিংয়ে জানায়, তারা এমন একটি ক্লাউড চুক্তি করেছে, যা থেকে বছরে ৩০ বিলিয়ন ডলার রাজস্ব আসবে। তবে সে সময় প্রতিষ্ঠানটি গ্রাহকের নাম প্রকাশ করেনি।
এদিকে ব্লুমবার্গ জানিয়েছে, এই ঘোষণার পর ওরাকলের শেয়ার মূল্য দ্রুত ঊর্ধ্বমুখী হয় এবং এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি এলিসন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হন।
চুক্তির গ্রাহক কে হতে পারে তা নিয়ে তখন নানা জল্পনা-কল্পনা শুরু হয়, কারণ ৩০ বিলিয়ন ডলার মূল্যের বার্ষিক ক্লাউড সেবা নেওয়ার মতো সক্ষমতা কেবল হাতে গোনা কিছু প্রতিষ্ঠানেরই আছে। প্রসঙ্গত, ওরাকল তাদের ২০২৫ অর্থবছরে সব গ্রাহক মিলে মোট ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ক্লাউড সেবা বিক্রি করেছে।
এবার ওপেনএআই স্পষ্ট করে জানিয়েছে, এই চুক্তি তাদের ৪ দশমিক ৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার নির্মাণ প্রকল্প ‘স্টারগেট’-এর অংশ। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫০০ বিলিয়ন ডলার। এ বছর জানুয়ারিতে ওরাকল, ওপেনএআই এবং সফটব্যাংক একত্রে এ প্রকল্পের ঘোষণা দিয়েছিল। তবে এবারের ৩০ বিলিয়ন ডলারের চুক্তির সঙ্গে সফটব্যাংক জড়িত নয়।
ডব্লিউএসজে জানিয়েছে, ৪ দশমিক ৫ গিগাওয়াট শক্তি মানে প্রায় ৪০ লাখ বাড়ির বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট। এই ডেটা সেন্টার নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাবিলিন শহরে, যেটিকে ‘স্টারগেট আই’ নামে ডাকা হচ্ছে।
তবে এই চুক্তিকে শুধু ওরাকলের বিজয় হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, ওপেনএআই ও ওরাকলকে এখনো এই বিশাল ডেটা সেন্টার নির্মাণ করতে হবে, যা অর্থ ও শক্তি—দুই দিক থেকেই অত্যন্ত ব্যয়বহুল।
গত জুনে ওরাকলের প্রধান নির্বাহী সাফরা ক্যাটজ জানিয়েছিলেন, তাদের প্রতিষ্ঠান বিগত অর্থবছরে মূলধনী ব্যয়ে ২১ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করেছে এবং নতুন অর্থবছরে আরও ২৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, দুই বছরে ওরাকল প্রায় ৫০ বিলিয়ন ডলার খরচ করছে, যার বেশির ভাগই ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হবে। তবে তিনি উল্লেখ করেছেন, এতে শুধু ওপেনএআই নয়, ওরাকলের অন্যান্য গ্রাহকের চাহিদাও পূরণ করা হবে। এতে জমি কেনার খরচ অন্তর্ভুক্ত নয়।
এদিকে, ওপেনএআইয়ের আর্থিক অবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন স্যাম অল্টম্যান। তিনি জানিয়েছেন, ওপেনএআই বর্তমানে বছরে ১০ বিলিয়ন ডলারের পুনরাবৃত্ত রাজস্ব অর্জন করছে, যা গত বছর ছিল ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের মতো। তবে এই রাজস্বের পরিমাণ তাদের ওরাকলের সঙ্গে চুক্তির এক-তৃতীয়াংশও নয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অন্যান্য ব্যয়, বিশেষ করে অন্যান্য ডেটা সেন্টার প্রকল্পের খরচও বহাল রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৭ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে