মাহিন আলম
মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা কিনতে না কিনতেই শেষ! এ অভিযোগ করেন না তেমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কিছুটা কঠিন। সময়ের আগে ডেটা ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা কিংবা কাজের সময় ডেটা না থাকার অসুবিধায় যাঁরা পড়েন, তাঁরাই বোঝেন বিষয়টি কত বিরক্তিকর। তবে সমস্যা থাকলে তার সমাধানও থাকে। দেখে নিন মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা সাশ্রয় করার উপায়গুলো।
হেভি ডেটা অ্যাপস ব্যবহার করবেন না
ইউটিউব দেখেন না এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে বের করা কঠিন হবে। মোবাইল ফোনে ডেটা খরচ করে এ ধরনের অ্যাপস ব্যবহার বন্ধ করুন। বেশ কিছু স্ট্রিমিং অ্যাপ রয়েছে, যেগুলো চালালে অতিরিক্ত ডেটা ব্যয় হয়। সেগুলো দেখতে চাইলে ওয়াই-ফাই ব্যবহার করুন।
ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন
স্মার্টফোনে ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন। দীর্ঘ মেয়াদে এটি করতে পারলে নিজেই লাভবান হবেন। একবার নতুন ডেটা প্যাক রিচার্জ করার পর বেঁধে দিন ডেটা লিমিট। এর ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট অনেকটা সাশ্রয় হবে।
ডেটা সেভার মুড অন করুন
সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যাবে, তখনই আশার আলো জাগাবে ডেটা সেভার মুড। এই বিশেষ মুড আপনার স্মার্টফোনে একবার অন করে রাখলে যেকোনো অ্যাপের বেশি পরিমাণে ডেটা ব্যবহারের হার কমিয়ে দেবে।
অটো আপডেট বন্ধ রাখুন
আপনার স্মার্টফোনটিতে গুগল প্লে স্টোর থেকে সব ধরনের অ্যাপসের অটো আপডেট বন্ধ রাখুন। কিংবা কেবল ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপস আপডেট করার অপশনটি চালু রাখুন।
ইউটিউবের ডেটা সেভিং
ইউটিউব দেখার সময় বিপুল পরিমাণ ডেটা খরচ হয়ে থাকে। এই অ্যাপে থাকা বিশেষ ফিচার ব্যবহার করে ডেটা বাঁচানো সম্ভব। এ ক্ষেত্রে ইউটিউব অ্যাপের সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব ওপেন করুন এবং লিমিট মোবাইল ডেটা সিলেক্ট করুন। এর ফলে ডেটার অপচয় বন্ধ হবে।
ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন
গুগল ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন। এ জন্য ক্রোম ওপেন করে ওপরের ডান দিকের কোনার থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর সেটিংসে গিয়ে ডেটা সেভার সেট করুন।
ডেটা সেভ করতে অফলাইনে থাকা
মোবাইলের ডেটা সেভ করতে প্রয়োজনের বাইরে ডেটা অফ করে রাখুন। এ ছাড়া ব্যবহৃত অ্যাপগুলোর অটোমেটিক সিঙ্কিং বন্ধ করলেও ডেটা কম খরচ হবে।
মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা কিনতে না কিনতেই শেষ! এ অভিযোগ করেন না তেমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কিছুটা কঠিন। সময়ের আগে ডেটা ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা কিংবা কাজের সময় ডেটা না থাকার অসুবিধায় যাঁরা পড়েন, তাঁরাই বোঝেন বিষয়টি কত বিরক্তিকর। তবে সমস্যা থাকলে তার সমাধানও থাকে। দেখে নিন মোবাইল ফোনে ইন্টারনেট ডেটা সাশ্রয় করার উপায়গুলো।
হেভি ডেটা অ্যাপস ব্যবহার করবেন না
ইউটিউব দেখেন না এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে বের করা কঠিন হবে। মোবাইল ফোনে ডেটা খরচ করে এ ধরনের অ্যাপস ব্যবহার বন্ধ করুন। বেশ কিছু স্ট্রিমিং অ্যাপ রয়েছে, যেগুলো চালালে অতিরিক্ত ডেটা ব্যয় হয়। সেগুলো দেখতে চাইলে ওয়াই-ফাই ব্যবহার করুন।
ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন
স্মার্টফোনে ডেটা ব্যবহারের সীমারেখা নির্দিষ্ট করুন। দীর্ঘ মেয়াদে এটি করতে পারলে নিজেই লাভবান হবেন। একবার নতুন ডেটা প্যাক রিচার্জ করার পর বেঁধে দিন ডেটা লিমিট। এর ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট অনেকটা সাশ্রয় হবে।
ডেটা সেভার মুড অন করুন
সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যাবে, তখনই আশার আলো জাগাবে ডেটা সেভার মুড। এই বিশেষ মুড আপনার স্মার্টফোনে একবার অন করে রাখলে যেকোনো অ্যাপের বেশি পরিমাণে ডেটা ব্যবহারের হার কমিয়ে দেবে।
অটো আপডেট বন্ধ রাখুন
আপনার স্মার্টফোনটিতে গুগল প্লে স্টোর থেকে সব ধরনের অ্যাপসের অটো আপডেট বন্ধ রাখুন। কিংবা কেবল ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপস আপডেট করার অপশনটি চালু রাখুন।
ইউটিউবের ডেটা সেভিং
ইউটিউব দেখার সময় বিপুল পরিমাণ ডেটা খরচ হয়ে থাকে। এই অ্যাপে থাকা বিশেষ ফিচার ব্যবহার করে ডেটা বাঁচানো সম্ভব। এ ক্ষেত্রে ইউটিউব অ্যাপের সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব ওপেন করুন এবং লিমিট মোবাইল ডেটা সিলেক্ট করুন। এর ফলে ডেটার অপচয় বন্ধ হবে।
ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন
গুগল ক্রোমে ডেটা সেভার ব্যবহার করুন। এ জন্য ক্রোম ওপেন করে ওপরের ডান দিকের কোনার থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর সেটিংসে গিয়ে ডেটা সেভার সেট করুন।
ডেটা সেভ করতে অফলাইনে থাকা
মোবাইলের ডেটা সেভ করতে প্রয়োজনের বাইরে ডেটা অফ করে রাখুন। এ ছাড়া ব্যবহৃত অ্যাপগুলোর অটোমেটিক সিঙ্কিং বন্ধ করলেও ডেটা কম খরচ হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে