অক্টোবরের শেষের দিকে নতুন ম্যাক কম্পিউটার নিয়ে আসবে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান দাবি করেছেন, ৩০ বা ৩১ শে অক্টোবরে এক লঞ্চিং ইভেন্টে নতুন ম্যাকের উন্মোচন করা হবে।
গুরম্যান প্রতিবেদনে বলেন, ২৪ ইঞ্চি ল্যাপটপও এই মাসে উন্মোচন করা হবে। নির্দিষ্ট মডেলের খুচরা সরবরাহ ও রপ্তানি তারিখ দেখে ম্যাকবুক প্রো এরও নতুন মডেল উন্মোচন করা হবে বলে তিনি ধারণা করেন।
অ্যাপলের খুচরা দোকানে আইম্যাকের এর স্বল্প সরবরাহ রয়েছে। সেই সঙ্গে ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং হাই-এন্ড ম্যাকবুক প্রো-আরও দুটি মডেলের নতুন ভার্সন আসার সম্ভাবনা রয়েছে। তবে এসব মডেলের বিক্রি নভেম্বরের আগে শুরু হবে না।
গুরম্যানের মতে, হাইয়ার–এন্ডের ৩২ ইঞ্চি আইম্যাকও নিয়ে আসার পরিকল্পনা করছে অ্যাপল । তবে ২০২৪ বা ২০২৫ সালের আগে মডেলটি বাজারে ছাড়া হবে না।
২০২১ সালে ২৪ ইঞ্চি আইম্যাকের উন্মোচন করা হয়। এতে এম১ চিপ ব্যবহার করা হয়। এই মডেলের আপডেট এখনো বাকি রয়েছে। তবে বাজারে নতুন এম৩ জেনারেশন চিপ ছাড়া হবে নাকি নতুন আইম্যাকে এম২ চিপ ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়।
সামনের উৎসব মৌসুমের সময় নতুন ম্যাক মডেলগুলো আসবে বলে ধারণা করা হচ্ছে। ২রা নভেম্বরে ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনসহ অ্যাপল এসব মডেলের ঘোষণা দিতে পারে।
এর আগে অক্টোবরে ইউএসবি সি যুক্ত পেন্সিল উন্মোচন করে অ্যাপল। ২রা নভেম্বর থেকে পেন্সিলটির বিক্রি ও রপ্তানি শুরু হবে।
গত সেপ্টেম্বরের লঞ্চিং ইভেন্টে অ্যাপলের ঘড়িসহ আইওএস, ম্যাকওএস ও ওয়াচওসের সর্বশেষ ভার্সনের বিস্তারিত তথ্য তুলে ধরে। তবে সেখানে আইম্যাক নিয়ে কোনো আলোচনা করা হয়নি।
অক্টোবরের শেষের দিকে নতুন ম্যাক কম্পিউটার নিয়ে আসবে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান দাবি করেছেন, ৩০ বা ৩১ শে অক্টোবরে এক লঞ্চিং ইভেন্টে নতুন ম্যাকের উন্মোচন করা হবে।
গুরম্যান প্রতিবেদনে বলেন, ২৪ ইঞ্চি ল্যাপটপও এই মাসে উন্মোচন করা হবে। নির্দিষ্ট মডেলের খুচরা সরবরাহ ও রপ্তানি তারিখ দেখে ম্যাকবুক প্রো এরও নতুন মডেল উন্মোচন করা হবে বলে তিনি ধারণা করেন।
অ্যাপলের খুচরা দোকানে আইম্যাকের এর স্বল্প সরবরাহ রয়েছে। সেই সঙ্গে ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং হাই-এন্ড ম্যাকবুক প্রো-আরও দুটি মডেলের নতুন ভার্সন আসার সম্ভাবনা রয়েছে। তবে এসব মডেলের বিক্রি নভেম্বরের আগে শুরু হবে না।
গুরম্যানের মতে, হাইয়ার–এন্ডের ৩২ ইঞ্চি আইম্যাকও নিয়ে আসার পরিকল্পনা করছে অ্যাপল । তবে ২০২৪ বা ২০২৫ সালের আগে মডেলটি বাজারে ছাড়া হবে না।
২০২১ সালে ২৪ ইঞ্চি আইম্যাকের উন্মোচন করা হয়। এতে এম১ চিপ ব্যবহার করা হয়। এই মডেলের আপডেট এখনো বাকি রয়েছে। তবে বাজারে নতুন এম৩ জেনারেশন চিপ ছাড়া হবে নাকি নতুন আইম্যাকে এম২ চিপ ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়।
সামনের উৎসব মৌসুমের সময় নতুন ম্যাক মডেলগুলো আসবে বলে ধারণা করা হচ্ছে। ২রা নভেম্বরে ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনসহ অ্যাপল এসব মডেলের ঘোষণা দিতে পারে।
এর আগে অক্টোবরে ইউএসবি সি যুক্ত পেন্সিল উন্মোচন করে অ্যাপল। ২রা নভেম্বর থেকে পেন্সিলটির বিক্রি ও রপ্তানি শুরু হবে।
গত সেপ্টেম্বরের লঞ্চিং ইভেন্টে অ্যাপলের ঘড়িসহ আইওএস, ম্যাকওএস ও ওয়াচওসের সর্বশেষ ভার্সনের বিস্তারিত তথ্য তুলে ধরে। তবে সেখানে আইম্যাক নিয়ে কোনো আলোচনা করা হয়নি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে