শিশুদের গোপনীয়তা সম্ভাব্য লঙ্ঘনের জন্য টিকটক ও এর চীনের মূল কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। মার্কিন বিচার বিভাগে (ডিওজে) এই অভিযোগ দাখিল করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক বিবৃতিতে টিকটকের মুখপাত্র বলছেন, এই সিদ্ধান্ত হতাশাজনক।
এ বছরের শুরুতে পাস হওয়া টিকটক নিষিদ্ধের আইনের সঙ্গে নতুন অভিযোগটি সম্পর্কিত নয়। আইন অনুযায়ী, বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের টিকটকের অংশীদারত্ব বিক্রির জন্য ৯ মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাইটড্যান্স থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে না পারলে অ্যাপটিকে যুক্তরাষ্ট্র থেকে বন্ধ করে দেওয়া হবে।
এফটিসি বলছে, ডিওজের কাছে কোনো অভিযোগ করলে সংস্থাটি সাধারণত কোনো ঘোষণা দেয় না। তবে জনস্বার্থে এবার ঘোষণা করার প্রয়োজনীয়তা দেখতে পেয়েছে সংস্থাটি।
এই অভিযোগের প্রতিক্রিয়ায় টিকটকের মুখপাত্র বলেন, ‘কোম্পানিটি সংস্থাটির অভিযোগের সঙ্গে একমত নয় এবং এর উদ্বেগগুলো সমাধান করার জন্য এক বছরেরও বেশি সময় ধরে এফটিসির সঙ্গে কাজ করছে টিকটক। সংস্থাটি যুক্তিসংগত সমাধানে কাজ চালিয়ে যাওয়ার পরিবর্তে একের পর এক মামলা দায়ের করছে বলে আমরা হতাশ।’
এফটিসির ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের মুখোমুখি ক্রমবর্ধমান চাপকে যোগ করে।
গত এপ্রিলে টিকটক নিষিদ্ধের বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন।
অর্থাৎ, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০২৫ সালে প্রথম দিকে টিকটক নিষিদ্ধ হতে পারে।
চীন সরকারের সঙ্গে টিকটক ব্যবহারকারীদের ডেটা শেয়ার করতে পারে এমন উদ্বেগ থেকেই আইনটি চালু করা হয়েছিল। তবে এই দাবি অস্বীকার করেছে টিকটক।
গত মে মাসে টিকটক এই আইনের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে টিকটক বলে, এ আইন কোম্পানি ও এর ১৭ কোটি (যুক্তরাষ্ট্রের) ব্যবহারকারীর বাকস্বাধীনতা হরণ করে।
শিশুদের গোপনীয়তা সম্ভাব্য লঙ্ঘনের জন্য টিকটক ও এর চীনের মূল কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। মার্কিন বিচার বিভাগে (ডিওজে) এই অভিযোগ দাখিল করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক বিবৃতিতে টিকটকের মুখপাত্র বলছেন, এই সিদ্ধান্ত হতাশাজনক।
এ বছরের শুরুতে পাস হওয়া টিকটক নিষিদ্ধের আইনের সঙ্গে নতুন অভিযোগটি সম্পর্কিত নয়। আইন অনুযায়ী, বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের টিকটকের অংশীদারত্ব বিক্রির জন্য ৯ মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাইটড্যান্স থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে না পারলে অ্যাপটিকে যুক্তরাষ্ট্র থেকে বন্ধ করে দেওয়া হবে।
এফটিসি বলছে, ডিওজের কাছে কোনো অভিযোগ করলে সংস্থাটি সাধারণত কোনো ঘোষণা দেয় না। তবে জনস্বার্থে এবার ঘোষণা করার প্রয়োজনীয়তা দেখতে পেয়েছে সংস্থাটি।
এই অভিযোগের প্রতিক্রিয়ায় টিকটকের মুখপাত্র বলেন, ‘কোম্পানিটি সংস্থাটির অভিযোগের সঙ্গে একমত নয় এবং এর উদ্বেগগুলো সমাধান করার জন্য এক বছরেরও বেশি সময় ধরে এফটিসির সঙ্গে কাজ করছে টিকটক। সংস্থাটি যুক্তিসংগত সমাধানে কাজ চালিয়ে যাওয়ার পরিবর্তে একের পর এক মামলা দায়ের করছে বলে আমরা হতাশ।’
এফটিসির ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের মুখোমুখি ক্রমবর্ধমান চাপকে যোগ করে।
গত এপ্রিলে টিকটক নিষিদ্ধের বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন।
অর্থাৎ, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০২৫ সালে প্রথম দিকে টিকটক নিষিদ্ধ হতে পারে।
চীন সরকারের সঙ্গে টিকটক ব্যবহারকারীদের ডেটা শেয়ার করতে পারে এমন উদ্বেগ থেকেই আইনটি চালু করা হয়েছিল। তবে এই দাবি অস্বীকার করেছে টিকটক।
গত মে মাসে টিকটক এই আইনের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে টিকটক বলে, এ আইন কোম্পানি ও এর ১৭ কোটি (যুক্তরাষ্ট্রের) ব্যবহারকারীর বাকস্বাধীনতা হরণ করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে