পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিট বা সিভিএস ফাইলের সারসংক্ষেপ তৈরি করে দিতে পারে চ্যাটজিপিটি। ফলে বিশাল আকারের ডকুমেন্ট পুরোটা না পড়েই এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন আপনি। ফলে ব্যস্ততার মধ্যে সময় বাঁচাবে চ্যাটজিপিটি। খুব সহজেই চ্যাটবটটিতে ফাইল আপলোড কতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি না করেও চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে কোনো অ্যাকাউন্ট ছাড়া চ্যাটবটটি ব্যবহার করলে এর বেশ কিছু ফিচার ব্যবহার করা সম্ভব হয় না। তাই ফাইল আপলোডের জন্য অ্যাকাউন্ট তৈরি করে এরপর নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
চ্যাটজিপিটিতে কয়েকটি উপায়ে ফাইল আপলোড করা যায়। নিজের পছন্দ ও ফাইল কোথায় রাখা রয়েছে, তার ওপর ভিত্তি করে প্রক্রিয়াটি নির্বাচন করতে পারবেন।
পেপারক্লিপ আইকোনের মাধ্যমে: চ্যাটজিপিটিতে লগ ইন করুন। এরপর পেপারক্লিপ আইকোনে খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এই আইকোনে ট্যাপ করলে আপলোডের প্রক্রিয়া শুরু হবে। ডিভাইসের ফাইল আপলোড করার জন্য অনুমতি দিন। কম্পিউটার বা ক্লাউড স্টোরেজ সার্ভিস থেকে ফাইল নির্বাচন করুন এবং আপলোড করুন।
গুগল ড্রাইভ থেকে ফাইল আপলোড: যদি আপনরা কাঙ্ক্ষিত ফাইলগুলো গুগল ড্রাইভে থাকে, তাহলে গুগল অ্যাকাউন্টের সঙ্গে চ্যাটজিপিটিকে কানেক্ট করতে হবে। এই প্রক্রিয়ায় পিডিএফ, গুগল ডকস ও গুগল শিটসের মতো ফাইল চ্যাটজিপিটিতে আপলোড করা যায়। এবারও গুগল ড্রাইভের ফাইল অ্যাকসেস করার অনুমতি দিতে হবে।
মাইক্রোসফট ওয়ান ড্রাইভ থেকে: মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ থেকেই চ্যাটজিপিটিতে ফাইল আপলোড করা যায়। এ ক্ষেত্রেও আপনাকে ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টকে চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে হবে। এর মাধ্যমে পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিটের মতো ফাইল আপলোড করা যাবে।
কম্পিউটার থেকে সরাসরি আপলোড: কম্পিউটারের ফাইল স্টোরেজ থেকে সরাসরি ফাইল আপলোড করতে হয়। প্রায় সব ধরনের ফাইলই এই প্রক্রিয়া আপলোড করা যায়।
স্মার্টফোন থেকে আপলোড: স্মার্টফোন থেকে আপলোডের জন্য ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে যেতে হবে বা চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড করতে হবে। চ্যাটজিপিটি অ্যাপে ফাইল আপলোডের জন্য প্রথমেই লগ ইন করতে হবে। এরপর ডান পাশের নিচের দিকে ফোল্ডার আইকোনে ট্যাপ করুন। স্মার্টফোন থেকে ফাইল অ্যাকসেসের অনুমতি দিতে হবে। এরপর স্মার্টফোনের ফাইল ম্যানেজার চালু হবে। সেখান থেকে পছন্দের ফাইল আপলোড করুন।
চ্যাটজিপিটি আপনার ফাইলগুলোর বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করে দিতে পারবে। ফাইল আপলোডের পর চ্যাটজিপিটি দিয়ে যা যা করা যাবে তা তুলে ধরা হলো—
ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি: ফাইল আপলোড করলে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে এগুলো বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে। ফাইলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানিয়ে দেবে। বড় ও জটিল ফাইলগুলোর জন্য এটি ফিচার কাজে দেবে।
ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি: ফাইলগুলো ডেটা বা তথ্য দিয়ে চ্যাটজিপিটি বিভিন্ন ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি করে দিতে পারবে।
চ্যাটজিপিটির টুলগুলো ব্যবহার করে ডেটা দিয়ে আকর্ষণীয় ভিজ্যুয়াল উপস্থাপনা ও টেবিল তৈরি করে দেবে।
ডেটা বিশ্লেষণ: ফাইল আপলোড করে এর মাধ্যমে ফাইলের অভ্যন্তরীণ ডেটা বা তথ্য বিশ্লেষণ করার জন্য চ্যাটজিপিটিকে নির্দেশনা দিতে পারবে। এটি বিভিন্ন ট্রেন্ড, প্যাটার্ন ও মূল বিষয়বস্তু শনাক্ত করতে পারে।
তথ্যসূত্র: গিকি গ্যাজেটস
পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিট বা সিভিএস ফাইলের সারসংক্ষেপ তৈরি করে দিতে পারে চ্যাটজিপিটি। ফলে বিশাল আকারের ডকুমেন্ট পুরোটা না পড়েই এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন আপনি। ফলে ব্যস্ততার মধ্যে সময় বাঁচাবে চ্যাটজিপিটি। খুব সহজেই চ্যাটবটটিতে ফাইল আপলোড কতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি না করেও চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে কোনো অ্যাকাউন্ট ছাড়া চ্যাটবটটি ব্যবহার করলে এর বেশ কিছু ফিচার ব্যবহার করা সম্ভব হয় না। তাই ফাইল আপলোডের জন্য অ্যাকাউন্ট তৈরি করে এরপর নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
চ্যাটজিপিটিতে কয়েকটি উপায়ে ফাইল আপলোড করা যায়। নিজের পছন্দ ও ফাইল কোথায় রাখা রয়েছে, তার ওপর ভিত্তি করে প্রক্রিয়াটি নির্বাচন করতে পারবেন।
পেপারক্লিপ আইকোনের মাধ্যমে: চ্যাটজিপিটিতে লগ ইন করুন। এরপর পেপারক্লিপ আইকোনে খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এই আইকোনে ট্যাপ করলে আপলোডের প্রক্রিয়া শুরু হবে। ডিভাইসের ফাইল আপলোড করার জন্য অনুমতি দিন। কম্পিউটার বা ক্লাউড স্টোরেজ সার্ভিস থেকে ফাইল নির্বাচন করুন এবং আপলোড করুন।
গুগল ড্রাইভ থেকে ফাইল আপলোড: যদি আপনরা কাঙ্ক্ষিত ফাইলগুলো গুগল ড্রাইভে থাকে, তাহলে গুগল অ্যাকাউন্টের সঙ্গে চ্যাটজিপিটিকে কানেক্ট করতে হবে। এই প্রক্রিয়ায় পিডিএফ, গুগল ডকস ও গুগল শিটসের মতো ফাইল চ্যাটজিপিটিতে আপলোড করা যায়। এবারও গুগল ড্রাইভের ফাইল অ্যাকসেস করার অনুমতি দিতে হবে।
মাইক্রোসফট ওয়ান ড্রাইভ থেকে: মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ থেকেই চ্যাটজিপিটিতে ফাইল আপলোড করা যায়। এ ক্ষেত্রেও আপনাকে ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টকে চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে হবে। এর মাধ্যমে পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল শিটের মতো ফাইল আপলোড করা যাবে।
কম্পিউটার থেকে সরাসরি আপলোড: কম্পিউটারের ফাইল স্টোরেজ থেকে সরাসরি ফাইল আপলোড করতে হয়। প্রায় সব ধরনের ফাইলই এই প্রক্রিয়া আপলোড করা যায়।
স্মার্টফোন থেকে আপলোড: স্মার্টফোন থেকে আপলোডের জন্য ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে যেতে হবে বা চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড করতে হবে। চ্যাটজিপিটি অ্যাপে ফাইল আপলোডের জন্য প্রথমেই লগ ইন করতে হবে। এরপর ডান পাশের নিচের দিকে ফোল্ডার আইকোনে ট্যাপ করুন। স্মার্টফোন থেকে ফাইল অ্যাকসেসের অনুমতি দিতে হবে। এরপর স্মার্টফোনের ফাইল ম্যানেজার চালু হবে। সেখান থেকে পছন্দের ফাইল আপলোড করুন।
চ্যাটজিপিটি আপনার ফাইলগুলোর বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করে দিতে পারবে। ফাইল আপলোডের পর চ্যাটজিপিটি দিয়ে যা যা করা যাবে তা তুলে ধরা হলো—
ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি: ফাইল আপলোড করলে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে এগুলো বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে। ফাইলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানিয়ে দেবে। বড় ও জটিল ফাইলগুলোর জন্য এটি ফিচার কাজে দেবে।
ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি: ফাইলগুলো ডেটা বা তথ্য দিয়ে চ্যাটজিপিটি বিভিন্ন ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও টেবিল তৈরি করে দিতে পারবে।
চ্যাটজিপিটির টুলগুলো ব্যবহার করে ডেটা দিয়ে আকর্ষণীয় ভিজ্যুয়াল উপস্থাপনা ও টেবিল তৈরি করে দেবে।
ডেটা বিশ্লেষণ: ফাইল আপলোড করে এর মাধ্যমে ফাইলের অভ্যন্তরীণ ডেটা বা তথ্য বিশ্লেষণ করার জন্য চ্যাটজিপিটিকে নির্দেশনা দিতে পারবে। এটি বিভিন্ন ট্রেন্ড, প্যাটার্ন ও মূল বিষয়বস্তু শনাক্ত করতে পারে।
তথ্যসূত্র: গিকি গ্যাজেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে