যোগাযোগের ডিজিটাল প্ল্যাটফরম হিসেবে খুবই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। অ্যাপটিতে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার মতো বেশ কিছু নিরাপত্তা ফিচার রয়েছে। তবে এর পরেও প্ল্যাটফরমটি সঠিকভাবে ব্যবহার করা উচিত। কারণ কিছু ভুলের কারণে আপনার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে।
অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে কী কী কাজ হোয়াটসঅ্যাপে ভুলেও করা যাবে না, তা জেনে নেওয়া যাক—
১. নিজের প্রোফাইল ছবি অপরিচিত নম্বর থেকে লুকিয়ে রাখুন। হোয়াটসঅ্যাপে অনেকেই নিত্যনতুন প্রোফাইল ছবি ব্যবহার করেন। তবে এই ছবি বিভিন্নভাবে অন্যরা চুরি করতে পারে। এর জন্য অপরিচিত ব্যক্তি বা যারা আপনার কন্টাক্ট লিস্টে নেই, তাদের কাছ থেকে প্রোফাইল ছবি লুকিয়ে রাখাই ভালো। এর জন্য হোয়াটসঅ্যাপে বিশেষ সুবিধা রয়েছে। নির্দিষ্ট নম্বর বা অপরিচিত নম্বরগুলো থেকে প্রোফাইল ছবি লুকানোর জন্য অ্যাপটির সেটিংসে প্রবেশ করুন। এরপর প্রাইভেসি অপশনে ট্যাপ করুন এবং ‘প্রোফাইল ফটো’তে ট্যাপ করুন। একটি পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের মতো অপশন নির্বাচন করুন।
২. হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানো হয়। তাই কোনো তথ্য বা কনটেন্ট পাঠালে সে সম্পর্কে নিশ্চিত না হয়ে অন্য কাউকে পাঠাবেন না। তথ্যটির মূল উৎস খুঁজে না পেলে তা শেয়ার করা যাবে না।
৩. বিভিন্ন অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠানো হতে পারে। তবে এসব গ্রুপে বিভিন্ন স্ক্যাম কনটেন্ট থাকতে পারে। তাই অপরিচিত গ্রুপে যুক্ত হওয়া যাবে না।
৪. সম্মতি ছাড়া কারও ফোন নম্বর অন্যদের শেয়ার করবেন না বা তাদের কোনো গ্রুপে যুক্ত করবেন না। এই কাজ করলে অন্যদের গোপনীয়তা বিঘ্ন হতে পারে।
৫. লটারি জিতেছেন এমন মেসেজ খোলা যাবে না বা এর সঙ্গে থাকা কোনো লিংকে ট্যাপ করা যাবে না।
৬. অপরিচিতদের পাঠানো লিংক খোলা যাবে না। বিভিন্ন প্রলোভন দেখানো হলেও এসব লিংকে ট্যাপ করা যাবে না। এগুলো অন্যদের শেয়ারও করা যাবে না।
৭. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভ্যারিফিকেশন ফিচার বন্ধ করে রাখা উচিত হবে না। এই ফিচার চালু করলে অন্য কোনো ডিভাইসে লগ ইন করার সময় একটি ভ্যারিফিকেশন কোড চায় অ্যাপটি। এই পিন আগে থেকেই সেট করা হয়। তাই অন্য কেউ আপনার ফোনের সিমটি পেয়ে গেলে অন্য ডিভাইসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। ফলে আপনার অ্যাকাউন্টটি একটি অতিরিক্ত সুরক্ষা পাবে।
৮. কখনো থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন না। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে গুগল প্লে স্টোর ও আইফোনের ক্ষেত্রে অ্যাপল স্টোর থেকে থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
যোগাযোগের ডিজিটাল প্ল্যাটফরম হিসেবে খুবই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। অ্যাপটিতে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার মতো বেশ কিছু নিরাপত্তা ফিচার রয়েছে। তবে এর পরেও প্ল্যাটফরমটি সঠিকভাবে ব্যবহার করা উচিত। কারণ কিছু ভুলের কারণে আপনার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে।
অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে কী কী কাজ হোয়াটসঅ্যাপে ভুলেও করা যাবে না, তা জেনে নেওয়া যাক—
১. নিজের প্রোফাইল ছবি অপরিচিত নম্বর থেকে লুকিয়ে রাখুন। হোয়াটসঅ্যাপে অনেকেই নিত্যনতুন প্রোফাইল ছবি ব্যবহার করেন। তবে এই ছবি বিভিন্নভাবে অন্যরা চুরি করতে পারে। এর জন্য অপরিচিত ব্যক্তি বা যারা আপনার কন্টাক্ট লিস্টে নেই, তাদের কাছ থেকে প্রোফাইল ছবি লুকিয়ে রাখাই ভালো। এর জন্য হোয়াটসঅ্যাপে বিশেষ সুবিধা রয়েছে। নির্দিষ্ট নম্বর বা অপরিচিত নম্বরগুলো থেকে প্রোফাইল ছবি লুকানোর জন্য অ্যাপটির সেটিংসে প্রবেশ করুন। এরপর প্রাইভেসি অপশনে ট্যাপ করুন এবং ‘প্রোফাইল ফটো’তে ট্যাপ করুন। একটি পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের মতো অপশন নির্বাচন করুন।
২. হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভুয়া তথ্য ছড়ানো হয়। তাই কোনো তথ্য বা কনটেন্ট পাঠালে সে সম্পর্কে নিশ্চিত না হয়ে অন্য কাউকে পাঠাবেন না। তথ্যটির মূল উৎস খুঁজে না পেলে তা শেয়ার করা যাবে না।
৩. বিভিন্ন অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠানো হতে পারে। তবে এসব গ্রুপে বিভিন্ন স্ক্যাম কনটেন্ট থাকতে পারে। তাই অপরিচিত গ্রুপে যুক্ত হওয়া যাবে না।
৪. সম্মতি ছাড়া কারও ফোন নম্বর অন্যদের শেয়ার করবেন না বা তাদের কোনো গ্রুপে যুক্ত করবেন না। এই কাজ করলে অন্যদের গোপনীয়তা বিঘ্ন হতে পারে।
৫. লটারি জিতেছেন এমন মেসেজ খোলা যাবে না বা এর সঙ্গে থাকা কোনো লিংকে ট্যাপ করা যাবে না।
৬. অপরিচিতদের পাঠানো লিংক খোলা যাবে না। বিভিন্ন প্রলোভন দেখানো হলেও এসব লিংকে ট্যাপ করা যাবে না। এগুলো অন্যদের শেয়ারও করা যাবে না।
৭. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভ্যারিফিকেশন ফিচার বন্ধ করে রাখা উচিত হবে না। এই ফিচার চালু করলে অন্য কোনো ডিভাইসে লগ ইন করার সময় একটি ভ্যারিফিকেশন কোড চায় অ্যাপটি। এই পিন আগে থেকেই সেট করা হয়। তাই অন্য কেউ আপনার ফোনের সিমটি পেয়ে গেলে অন্য ডিভাইসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। ফলে আপনার অ্যাকাউন্টটি একটি অতিরিক্ত সুরক্ষা পাবে।
৮. কখনো থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন না। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে গুগল প্লে স্টোর ও আইফোনের ক্ষেত্রে অ্যাপল স্টোর থেকে থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে