প্রযুক্তি ডেস্ক
গুগলের সকল সার্ভিস যেগুলোতে লগইন করার দরকার হয়, সেগুলো ব্যবহারের জন্য গুগল অ্যাকাউন্ট লাগে। ইউটিউব ব্যবহারের সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জনে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আবশ্যক। গুগল অ্যাকাউন্টে লগ ইন করা ছাড়া ইউটিউবে কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করা যায় না, কোনো ভিডিওতে কমেন্ট করা যায়না। আর ইউটিউব চ্যানেল খুলতে তো গুগল অ্যাকাউন্ট লাগবেই। তাই গুগল অ্যাকাউন্ট খোলাটা কত জরুরি তা বোঝাই যাচ্ছে।
কম্পিউটারে গুগল অ্যাকাউন্ট খোলার নিয়ম–
১. যেকোনো ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্টের সাইন আপ পেজে প্রবেশ করুন
২. গুগল অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে আপনার নাম প্রদান করুন
৩. গুগল অ্যাকাউন্টের জন্য একটি ইউজারনেম দিন
৪. গুগল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড প্রদান করুন
৫. স্ক্রিনে দেখানো সকল তথ্য সঠিকভাবে প্রদানের পর Next চাপুন
৬. এরপর আপনার ফোন নাম্বার প্রদান করুন
৭. রিকভারি মেইল প্রদান করুন
৮. জন্মতারিখ ও লিঙ্গ সিলেক্ট করুন
৯. এরপর প্রদত্ত ফোন নাম্বারে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রদান করুন
মোবাইলে গুগল অ্যাকাউন্ট খোলার নিয়ম–
মোবাইল ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট খোলার উপায় প্রথমে দেয়া হলো। আপনার হাতের স্মার্টফোনটিতে খুব সহজেই গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও অ্যান্ড্রোয়েড বা আইফোনে গুগল অ্যাকাউন্ট খোলার পেজ ভিজিট করে উপড়ে উল্লিখিত নিয়মে যেকোনো ব্রাউজার ব্যবহার করে গুগল অ্যাকাউন্ট খোলা যাবে।
তবে মোবাইলে ব্রাউজার ছাড়া গুগল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি একটু ভিন্ন। চলুন এবার জানি অ্যান্ড্রোয়েড মোবাইলে কিভাবে ব্রাউজার ছাড়া গুগল অ্যাকাউন্ট খুলতে হয়।
১. Settings এ প্রবেশ করুন
২. স্ক্রল করে Accounts সিলেক্ট করুন
৩. Add Account সিলেক্ট করুন
৪. Google সিলেক্ট করুন
৫. ফোনের পিন বা প্যাটার্ন থাকলে, সেটি প্রদান করুন
৬. এরপর Create Account সিলেক্ট করুন
৭. ব্যক্তিগত কাজে গুগল একাউন্ট খুলতে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে গুগল অ্যাকাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
৮. আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন ও Next চাপুন
৯. এরপর আপনার জন্মতারিখ ও জেন্ডার দিয়ে Next চাপুন
১০. Username ফিল্ডে গুগল অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক ইউজারনেম দিন
১১. এরপর আপনার গুগল অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
১২. গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার দিয়ে Next চাপুন
১৩. মোবাইল নাম্বারে আসা কোডটি প্রদান করুন
১৪. ভেরিফিকেশনের জন্য প্রদত্ত মোবাইলে নাম্বারটি গুগল অ্যাকাউন্টে অ্যাড করতে চাইলে Next ও অ্যাড না করতে চাইলে Skip চাপুন
১৫. Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন।
উপরোক্ত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন।
গুগলের সকল সার্ভিস যেগুলোতে লগইন করার দরকার হয়, সেগুলো ব্যবহারের জন্য গুগল অ্যাকাউন্ট লাগে। ইউটিউব ব্যবহারের সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জনে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আবশ্যক। গুগল অ্যাকাউন্টে লগ ইন করা ছাড়া ইউটিউবে কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করা যায় না, কোনো ভিডিওতে কমেন্ট করা যায়না। আর ইউটিউব চ্যানেল খুলতে তো গুগল অ্যাকাউন্ট লাগবেই। তাই গুগল অ্যাকাউন্ট খোলাটা কত জরুরি তা বোঝাই যাচ্ছে।
কম্পিউটারে গুগল অ্যাকাউন্ট খোলার নিয়ম–
১. যেকোনো ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্টের সাইন আপ পেজে প্রবেশ করুন
২. গুগল অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে আপনার নাম প্রদান করুন
৩. গুগল অ্যাকাউন্টের জন্য একটি ইউজারনেম দিন
৪. গুগল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড প্রদান করুন
৫. স্ক্রিনে দেখানো সকল তথ্য সঠিকভাবে প্রদানের পর Next চাপুন
৬. এরপর আপনার ফোন নাম্বার প্রদান করুন
৭. রিকভারি মেইল প্রদান করুন
৮. জন্মতারিখ ও লিঙ্গ সিলেক্ট করুন
৯. এরপর প্রদত্ত ফোন নাম্বারে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রদান করুন
মোবাইলে গুগল অ্যাকাউন্ট খোলার নিয়ম–
মোবাইল ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট খোলার উপায় প্রথমে দেয়া হলো। আপনার হাতের স্মার্টফোনটিতে খুব সহজেই গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও অ্যান্ড্রোয়েড বা আইফোনে গুগল অ্যাকাউন্ট খোলার পেজ ভিজিট করে উপড়ে উল্লিখিত নিয়মে যেকোনো ব্রাউজার ব্যবহার করে গুগল অ্যাকাউন্ট খোলা যাবে।
তবে মোবাইলে ব্রাউজার ছাড়া গুগল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি একটু ভিন্ন। চলুন এবার জানি অ্যান্ড্রোয়েড মোবাইলে কিভাবে ব্রাউজার ছাড়া গুগল অ্যাকাউন্ট খুলতে হয়।
১. Settings এ প্রবেশ করুন
২. স্ক্রল করে Accounts সিলেক্ট করুন
৩. Add Account সিলেক্ট করুন
৪. Google সিলেক্ট করুন
৫. ফোনের পিন বা প্যাটার্ন থাকলে, সেটি প্রদান করুন
৬. এরপর Create Account সিলেক্ট করুন
৭. ব্যক্তিগত কাজে গুগল একাউন্ট খুলতে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে গুগল অ্যাকাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
৮. আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন ও Next চাপুন
৯. এরপর আপনার জন্মতারিখ ও জেন্ডার দিয়ে Next চাপুন
১০. Username ফিল্ডে গুগল অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক ইউজারনেম দিন
১১. এরপর আপনার গুগল অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
১২. গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার দিয়ে Next চাপুন
১৩. মোবাইল নাম্বারে আসা কোডটি প্রদান করুন
১৪. ভেরিফিকেশনের জন্য প্রদত্ত মোবাইলে নাম্বারটি গুগল অ্যাকাউন্টে অ্যাড করতে চাইলে Next ও অ্যাড না করতে চাইলে Skip চাপুন
১৫. Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন।
উপরোক্ত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫