জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়।
ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।
ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে।
একই পদ্ধতির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে বাটনটি ব্যবহার করা যাবে। এখানে আইওএসের জিমেইল অ্যাপের উদাহরণ দেওয়া হলো। ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. ইমেইল খুলুন
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন।
২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন।
৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না।
জিমেইলে স্প্যাম ইমেইলের মাধ্যমে বিভিন্ন লিংকে প্রবেশ করলে গ্রাহকেরা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রদান করবে।
এছাড়া একই সঙ্গে অনেকগুলো ইমেইল অ্যাড্রেস থেকে একবারে আনসাবস্ক্রাইব করার জন্যও নতুন ফিচার আনা চিন্তাভাবনা করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, জিমেইলে একটি প্রেরকের ৫ হাজারের বেশি ইমেইল থাকবে সেক্ষেত্রে এই ফিচার করবে। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: টমস গাইড
জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়।
ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।
ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে।
একই পদ্ধতির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে বাটনটি ব্যবহার করা যাবে। এখানে আইওএসের জিমেইল অ্যাপের উদাহরণ দেওয়া হলো। ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. ইমেইল খুলুন
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন।
২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন।
৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না।
জিমেইলে স্প্যাম ইমেইলের মাধ্যমে বিভিন্ন লিংকে প্রবেশ করলে গ্রাহকেরা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রদান করবে।
এছাড়া একই সঙ্গে অনেকগুলো ইমেইল অ্যাড্রেস থেকে একবারে আনসাবস্ক্রাইব করার জন্যও নতুন ফিচার আনা চিন্তাভাবনা করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, জিমেইলে একটি প্রেরকের ৫ হাজারের বেশি ইমেইল থাকবে সেক্ষেত্রে এই ফিচার করবে। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: টমস গাইড
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫