প্রযুক্তি ডেস্ক
সাইবার সুরক্ষার কাজে যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজগুলো থেকে আগামী চার বছরে আড়াই লাখ কর্মী নিয়োগ দেবে মাইক্রোসফট। দক্ষ করে গড়ে তুলতে তাঁদের দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মাইক্রোসফট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
এ প্রযুক্তি জায়ান্ট জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় তারা ২৫ হাজার কলেজ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এবং দেশটির ১৫০টি কলেজের শিক্ষকদের উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে। যার ফলে, সবচেয়ে উপকৃত হবে শিক্ষার্থীরা। কারণ, তাঁরা আরও দক্ষ হয়ে গড়ে উঠবে। শুধু তাই নয়, সে লক্ষ্যে কলেজগুলোর পাঠ্যক্রমেও পরিবর্তন আনবে। তাঁদের এই কার্যক্রম দেশব্যাপী চার বছর ধরে চলবে।
মাইক্রোসফটের সভাপতি ব্র্যাড স্মিথ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমাদের এই কার্যক্রম বাস্তবায়ন করতেই আগামী তিন বছরে এতে লাখ লাখ ডলার বিনিয়োগ করব। তবে, এটা মাত্র শুরু হলেও গন্তব্য এখানেই শেষ নয়। আমাদের পরিকল্পনা সুদূরপ্রসারী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের ভয়াবহ হ্যাকিং সংঘটিত হয়েছে। তা ছাড়াও, সোলার উইণ্ড অ্যাটাকের কারণে দেশটির ব্রডকাস্ট সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দেশটিতে প্রযুক্তির আরও ব্যাপক সমৃদ্ধি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেক জায়ান্ট মাইক্রোসফটসহ আরও অন্যান্য প্রযুক্তি কোম্পানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাইবার নিরাপত্তাসহ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী শীর্ষে নিয়ে যেতে কোম্পানিগুলোকে দক্ষ লোকবল বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, বাইডেন প্রশাসনের প্রধান লক্ষ্যই হচ্ছে দেশটিতে দক্ষ জনবল তৈরি।
ব্র্যাড স্মিথ বলেন, সাইবার নিরাপত্তা বাড়াতে দক্ষ লোকবলের শূন্যতা পূরণে দ্রুতই আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। রয়টার্স জানায়, এ সেক্টরে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ১ লাখ ৫ হাজার ডলার হলেও প্রতিবছর দুটির মাঝে একটি পদ খালি থাকে।
সাইবার সুরক্ষার কাজে যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজগুলো থেকে আগামী চার বছরে আড়াই লাখ কর্মী নিয়োগ দেবে মাইক্রোসফট। দক্ষ করে গড়ে তুলতে তাঁদের দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মাইক্রোসফট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
এ প্রযুক্তি জায়ান্ট জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় তারা ২৫ হাজার কলেজ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এবং দেশটির ১৫০টি কলেজের শিক্ষকদের উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে। যার ফলে, সবচেয়ে উপকৃত হবে শিক্ষার্থীরা। কারণ, তাঁরা আরও দক্ষ হয়ে গড়ে উঠবে। শুধু তাই নয়, সে লক্ষ্যে কলেজগুলোর পাঠ্যক্রমেও পরিবর্তন আনবে। তাঁদের এই কার্যক্রম দেশব্যাপী চার বছর ধরে চলবে।
মাইক্রোসফটের সভাপতি ব্র্যাড স্মিথ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমাদের এই কার্যক্রম বাস্তবায়ন করতেই আগামী তিন বছরে এতে লাখ লাখ ডলার বিনিয়োগ করব। তবে, এটা মাত্র শুরু হলেও গন্তব্য এখানেই শেষ নয়। আমাদের পরিকল্পনা সুদূরপ্রসারী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের ভয়াবহ হ্যাকিং সংঘটিত হয়েছে। তা ছাড়াও, সোলার উইণ্ড অ্যাটাকের কারণে দেশটির ব্রডকাস্ট সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দেশটিতে প্রযুক্তির আরও ব্যাপক সমৃদ্ধি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেক জায়ান্ট মাইক্রোসফটসহ আরও অন্যান্য প্রযুক্তি কোম্পানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাইবার নিরাপত্তাসহ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী শীর্ষে নিয়ে যেতে কোম্পানিগুলোকে দক্ষ লোকবল বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, বাইডেন প্রশাসনের প্রধান লক্ষ্যই হচ্ছে দেশটিতে দক্ষ জনবল তৈরি।
ব্র্যাড স্মিথ বলেন, সাইবার নিরাপত্তা বাড়াতে দক্ষ লোকবলের শূন্যতা পূরণে দ্রুতই আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। রয়টার্স জানায়, এ সেক্টরে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ১ লাখ ৫ হাজার ডলার হলেও প্রতিবছর দুটির মাঝে একটি পদ খালি থাকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫