মেহরাব মাসাঈদ হাবিব, ঢাকা
গাড়ি চালানোর সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম গাড়ির স্টেরিও সিস্টেম। আধুনিক স্টেরিও সিস্টেমের ইন্টারফেস যে শুধু গাড়ির ইন্টেরিয়রের চেহারা বদল করে দেয়, তা নয়। বরং সাউন্ড সিস্টেম ভালো মানের পাবেন এবং এ কারণে গাড়ি চালানো ও যাত্রায় আনন্দ নিয়ে আসবে। তবে, ভালো সাউন্ড সিস্টেম কেনা যতটা সহজ মনে করা হয়, কাজটা তত সহজ তা নয়। অল্প কিছু বিষয় লক্ষ্ রাখলে আপনি গাড়ির স্টেরিও সিস্টেম কেনার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে পারবেন।
অডিও সোর্স
গাড়ির স্টেরিও সিস্টেম কেনার সময় সবার আগে যে বিষয়টি নিশ্চিত করতে হবে, তা হলো স্টেরিও সিস্টেম সব ফরম্যাটের প্লেব্যাক সাপোর্ট করে কি না। এখনকার যুগে অডিও শোনার বিভিন্ন রকম ফরম্যাট রয়েছে, যেমন এমপিথ্রি, ডব্লিউ এ ভই ইত্যাদি। লক্ষ রাখবেন, যেন সব ফরম্যাটের অডিও স্টেরিও সিস্টেমে শোনা যায়। এ ছাড়া, ব্লুটুথ, ইউএসবি, রেডিও, সিডি, ডিভিডি চলে কি না সেগুলোও খেয়াল রাখুন।
স্মার্টফোন ও অ্যাপ অ্যাপ
এখনকার দিনে প্রত্যেকেই একটা ব্যাপার খেয়াল করেন, আর তা হলো, তাদের গাড়ির সিস্টেমগুলোতে স্মার্টফোন এবং বিভিন্ন অ্যাপ সাপোর্ট করে কি না। স্টেরিও সিস্টেম কেনার আগে এ বিষয়টি দেখে নেবেন। অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো ইত্যাদির সঙ্গে স্মার্টফোন কানেক্ট করতে পারলে আপনি যেমন স্টেরিও সিস্টেমেও ভালো অভিজ্ঞতা পাবেন, তেমনই ড্রাইভিং, ন্যাভিগেশনেও সুবিধা পাবেন।
রেডিও
বেশ কয়েক বছর আগেও এফ এম রেডিওর চল ছিল এ দেশে। মোবাইলে, গাড়িতে সবাই প্রায় এফ এম রেডিওতে গান শুনত। এখন এফ এম রেডিওর শ্রোতা তুলনামূলক কমে গেলেও, একেবারেই যে নেই তা নয়। এখনো দেখা যায় অনেকেই গাড়িতে যেতে যেতে এফ এম রেডিওতে গান শুনছেন। স্টেরিও সিস্টেম কেনার সময় এটাও দেখে নিতে হবে আপনার গাড়ির অডিও সিস্টেমে রেডিও আছে কি না।
জিপিএস ন্যাভিগেশন সিস্টেম
গাড়িতে থাকা জিপিএস সিস্টেম আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করে। আপনি কোথাও যেতে চাইলে কোনদিক দিয়ে যাবেন, কোন রাস্তা দিয়ে ঢুকলে সুবিধা—সবকিছু জিপিএস সিস্টেম আপনাকে জানিয়ে দেবে। প্রযুক্তির এই যুগে জিপিএস অনেকটা আশীর্বাদের মতো। এখনকার যুগে প্রায় সব স্টেরিও সিস্টেমেই জিপিএস সিস্টেম ইন্টিগ্রেটেড থাকে। যদি না থাকে, তাহলে এমনটিই নেবেন, যেটায় জিপিএস সিস্টেম আছে।
বাজেট
সবশেষে আসল বিষয়টিই বাকি থাকল, সেটা হলো বাজেট। অনেকেই আছেন, যাঁদের একটা কিছু কিনতে গেলে সবই ভালো লাগে, কিন্তু আটকে যান বাজেটের কারণে। স্টেরিও সিস্টেম কেনার আগেই ঠিক করে নিন আপনার বাজেট। কত টাকা খরচ করবেন তা ঠিক করে সেই বাজেট অনুযায়ী আপনি আপনার স্টেরিও সিস্টেমের খোঁজ করুন।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কিলস
গাড়ি চালানোর সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম গাড়ির স্টেরিও সিস্টেম। আধুনিক স্টেরিও সিস্টেমের ইন্টারফেস যে শুধু গাড়ির ইন্টেরিয়রের চেহারা বদল করে দেয়, তা নয়। বরং সাউন্ড সিস্টেম ভালো মানের পাবেন এবং এ কারণে গাড়ি চালানো ও যাত্রায় আনন্দ নিয়ে আসবে। তবে, ভালো সাউন্ড সিস্টেম কেনা যতটা সহজ মনে করা হয়, কাজটা তত সহজ তা নয়। অল্প কিছু বিষয় লক্ষ্ রাখলে আপনি গাড়ির স্টেরিও সিস্টেম কেনার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে পারবেন।
অডিও সোর্স
গাড়ির স্টেরিও সিস্টেম কেনার সময় সবার আগে যে বিষয়টি নিশ্চিত করতে হবে, তা হলো স্টেরিও সিস্টেম সব ফরম্যাটের প্লেব্যাক সাপোর্ট করে কি না। এখনকার যুগে অডিও শোনার বিভিন্ন রকম ফরম্যাট রয়েছে, যেমন এমপিথ্রি, ডব্লিউ এ ভই ইত্যাদি। লক্ষ রাখবেন, যেন সব ফরম্যাটের অডিও স্টেরিও সিস্টেমে শোনা যায়। এ ছাড়া, ব্লুটুথ, ইউএসবি, রেডিও, সিডি, ডিভিডি চলে কি না সেগুলোও খেয়াল রাখুন।
স্মার্টফোন ও অ্যাপ অ্যাপ
এখনকার দিনে প্রত্যেকেই একটা ব্যাপার খেয়াল করেন, আর তা হলো, তাদের গাড়ির সিস্টেমগুলোতে স্মার্টফোন এবং বিভিন্ন অ্যাপ সাপোর্ট করে কি না। স্টেরিও সিস্টেম কেনার আগে এ বিষয়টি দেখে নেবেন। অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো ইত্যাদির সঙ্গে স্মার্টফোন কানেক্ট করতে পারলে আপনি যেমন স্টেরিও সিস্টেমেও ভালো অভিজ্ঞতা পাবেন, তেমনই ড্রাইভিং, ন্যাভিগেশনেও সুবিধা পাবেন।
রেডিও
বেশ কয়েক বছর আগেও এফ এম রেডিওর চল ছিল এ দেশে। মোবাইলে, গাড়িতে সবাই প্রায় এফ এম রেডিওতে গান শুনত। এখন এফ এম রেডিওর শ্রোতা তুলনামূলক কমে গেলেও, একেবারেই যে নেই তা নয়। এখনো দেখা যায় অনেকেই গাড়িতে যেতে যেতে এফ এম রেডিওতে গান শুনছেন। স্টেরিও সিস্টেম কেনার সময় এটাও দেখে নিতে হবে আপনার গাড়ির অডিও সিস্টেমে রেডিও আছে কি না।
জিপিএস ন্যাভিগেশন সিস্টেম
গাড়িতে থাকা জিপিএস সিস্টেম আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করে। আপনি কোথাও যেতে চাইলে কোনদিক দিয়ে যাবেন, কোন রাস্তা দিয়ে ঢুকলে সুবিধা—সবকিছু জিপিএস সিস্টেম আপনাকে জানিয়ে দেবে। প্রযুক্তির এই যুগে জিপিএস অনেকটা আশীর্বাদের মতো। এখনকার যুগে প্রায় সব স্টেরিও সিস্টেমেই জিপিএস সিস্টেম ইন্টিগ্রেটেড থাকে। যদি না থাকে, তাহলে এমনটিই নেবেন, যেটায় জিপিএস সিস্টেম আছে।
বাজেট
সবশেষে আসল বিষয়টিই বাকি থাকল, সেটা হলো বাজেট। অনেকেই আছেন, যাঁদের একটা কিছু কিনতে গেলে সবই ভালো লাগে, কিন্তু আটকে যান বাজেটের কারণে। স্টেরিও সিস্টেম কেনার আগেই ঠিক করে নিন আপনার বাজেট। কত টাকা খরচ করবেন তা ঠিক করে সেই বাজেট অনুযায়ী আপনি আপনার স্টেরিও সিস্টেমের খোঁজ করুন।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কিলস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫