ফিচার ডেস্ক
পরিবেশ রক্ষায় বিশ্বের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এরই মধ্যে তাদের ডিভাইসগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করার লক্ষ্যে তৈরি করছে। এইচপির নতুন অনেক প্রিন্টার এখন তৈরি হয় ২০ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে। পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে উপকরণের অপচয় কমানো যায় এবং শক্তি সাশ্রয় হয়।
এই সমস্যা মোকাবিলায় এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছেন বাংলাদেশের নাসির ফিরোজ। ছোটবেলা থেকে প্রযুক্তির প্রতি তাঁর গভীর আগ্রহ। সেই আগ্রহ এবং ১৫ বছরের অভিজ্ঞতা মিলিয়েই গড়ে তুলেছেন ‘সার্ভিসিং২৪’। ফিরোজ বলেন, ‘আমরা চাই এমন একটা প্রযুক্তিব্যবস্থা গড়ে তুলতে, যেখানে পরিবেশের ক্ষতি কম হবে। তাই পুরোনো ডিভাইস পুনরায় ব্যবহার এবং ই-ওয়েস্ট কমানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’
২০২৩ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান শুধু প্রযুক্তি সেবা নয়, বরং তারা চাইছে একটি পরিবেশবান্ধব টেক ইকোসিস্টেম গড়ে তুলতে; যেখানে প্রযুক্তির ব্যবহার হবে আরও টেকসই, সাশ্রয়ী এবং প্রকৃতির জন্য কম ক্ষতিকর।
প্রযুক্তি হোক টেকসই ও সাশ্রয়ী
নাসির ফিরোজ জানান, তাঁদের মূল লক্ষ্য প্রতিষ্ঠানগুলোকে পুরোনো ডিভাইস ফেলে না দিয়ে সেগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার করতে সহায়তা করা। এর ফলে কমে যায় খরচ এবং তৈরি হয় কম ই-ওয়েস্ট।
সেবার ধরন
‘থার্ড পার্টি মেইনটেন্যান্স’ নামে একটি বিশেষ সেবা দেয় ফিরোজের প্রতিষ্ঠান। যেখানে পুরোনো ডিভাইসের জন্যও নির্ভরযোগ্য সাপোর্ট দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানগুলো নতুন যন্ত্রপাতি না কিনেও পুরোনো যন্ত্র ব্যবহার করতে পারে, যা পরিবেশের জন্যও ভালো।
দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে কার্যক্রম
বাংলাদেশে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হাসপাতাল, গার্মেন্টস এবং বড় করপোরেট হাউসগুলোতে নাসির ফিরোজের প্রতিষ্ঠান নিয়মিত সেবা দিয়ে থাকে। বিদেশেও প্রতিষ্ঠানটি সেবা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে। এ ছাড়া দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যেও সেবা সম্প্রসারণের প্রস্তুতির কাজ চলছে।
টেক ইকোসিস্টেম গড়ে ওঠার ফল
নাসির ফিরোজের মতে, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে এসে দেশের আইটি খাতকে এগিয়ে নেওয়ার জন্য প্রযুক্তির পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করা জরুরি।
পরিবেশ রক্ষায় বিশ্বের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এরই মধ্যে তাদের ডিভাইসগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করার লক্ষ্যে তৈরি করছে। এইচপির নতুন অনেক প্রিন্টার এখন তৈরি হয় ২০ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে। পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে উপকরণের অপচয় কমানো যায় এবং শক্তি সাশ্রয় হয়।
এই সমস্যা মোকাবিলায় এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছেন বাংলাদেশের নাসির ফিরোজ। ছোটবেলা থেকে প্রযুক্তির প্রতি তাঁর গভীর আগ্রহ। সেই আগ্রহ এবং ১৫ বছরের অভিজ্ঞতা মিলিয়েই গড়ে তুলেছেন ‘সার্ভিসিং২৪’। ফিরোজ বলেন, ‘আমরা চাই এমন একটা প্রযুক্তিব্যবস্থা গড়ে তুলতে, যেখানে পরিবেশের ক্ষতি কম হবে। তাই পুরোনো ডিভাইস পুনরায় ব্যবহার এবং ই-ওয়েস্ট কমানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’
২০২৩ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান শুধু প্রযুক্তি সেবা নয়, বরং তারা চাইছে একটি পরিবেশবান্ধব টেক ইকোসিস্টেম গড়ে তুলতে; যেখানে প্রযুক্তির ব্যবহার হবে আরও টেকসই, সাশ্রয়ী এবং প্রকৃতির জন্য কম ক্ষতিকর।
প্রযুক্তি হোক টেকসই ও সাশ্রয়ী
নাসির ফিরোজ জানান, তাঁদের মূল লক্ষ্য প্রতিষ্ঠানগুলোকে পুরোনো ডিভাইস ফেলে না দিয়ে সেগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার করতে সহায়তা করা। এর ফলে কমে যায় খরচ এবং তৈরি হয় কম ই-ওয়েস্ট।
সেবার ধরন
‘থার্ড পার্টি মেইনটেন্যান্স’ নামে একটি বিশেষ সেবা দেয় ফিরোজের প্রতিষ্ঠান। যেখানে পুরোনো ডিভাইসের জন্যও নির্ভরযোগ্য সাপোর্ট দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানগুলো নতুন যন্ত্রপাতি না কিনেও পুরোনো যন্ত্র ব্যবহার করতে পারে, যা পরিবেশের জন্যও ভালো।
দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে কার্যক্রম
বাংলাদেশে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হাসপাতাল, গার্মেন্টস এবং বড় করপোরেট হাউসগুলোতে নাসির ফিরোজের প্রতিষ্ঠান নিয়মিত সেবা দিয়ে থাকে। বিদেশেও প্রতিষ্ঠানটি সেবা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে। এ ছাড়া দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যেও সেবা সম্প্রসারণের প্রস্তুতির কাজ চলছে।
টেক ইকোসিস্টেম গড়ে ওঠার ফল
নাসির ফিরোজের মতে, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে এসে দেশের আইটি খাতকে এগিয়ে নেওয়ার জন্য প্রযুক্তির পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করা জরুরি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫