আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকনের শেয়ারদর বেড়ে ৩ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ শুক্রবার দিনের লেনদেনের শুরুতে কোম্পাটির শেয়ারের দাম ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) ফক্সকনের রেকর্ড মুনাফার তথ্য প্রকাশের পর শেয়ারদরে এমন উল্লম্ফন ঘটল।
মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স বলছে, যতটুকু মুনাফা হবে বলে প্রত্যাশা করা হয়েছিল এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভারের চাহিদা বাড়ার ফলে কোম্পানির আর্থিক পরিস্থিতি যতটুকু চাঙা হবে বলে ধরা হয়েছিল, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকের মুনাফা সেটাকে ছাপিয়ে গেছে।
ফক্সকন কোম্পানির আনুষ্ঠানিক নাম হল—হন হাই প্রিসিসন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড। গত বৃহস্পতিবার প্রকাশি কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির প্রত্যাশার চেয়ে অনেক বেশি ৩৩ শতাংশ মুনাফা করেছে। সেসঙ্গে এই বছর রাজস্ব আয়ও ব্যাপক বাড়বে আশাপ্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ডাইওয়া ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষকেরা বলেন, ‘আমাদের দৃষ্টিতে হন হাই কোম্পানি এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের এআইভিত্তিক সার্ভার পণ্যের বড় সুবিধাভোগী। কারণ, এনভিডিয়ার কাছ এআই সার্ভার অ্যাসেম্বলি বা র্যাক কেনার অর্ডার বাড়ছে।’
বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্যনির্মাতা কোম্পানির মুনাফা এই বছর ১৩ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। অথচ গত বছর মুনাফা হয়নি বললেই চলে।
শুক্রবার দিনের শুরুতেই তাইওয়ান স্টক একচেঞ্জের ১০০ বৃহত্তর কোম্পানির শেয়ারের বাছাই সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ দরপতন হলেও ফক্সকনের শেয়ারের উপর তা কোনো প্রভাব ফেলতে পারেনি। ফক্সকনের শেয়ার ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে কোম্পানির মোট বাজারমূল্য ১৩২ দশমিক ৫০ ট্রিলিয়ন ডলার হয়েছে, যা ২০২১ সালের ২৩ মার্চের পর সর্বোচ্চ।
ফক্সকন মূলত চীনে আইফোন তৈরি করে। তবে গত বছর থেকে আইফোন তৈরির কারখানাগুলো ভারতে সরিয়ে আনার চেষ্টা চলছে। ২০২৩ সালের নভেম্বরে ভারতে ১৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফক্সকন। এছাড়া এআই প্রযুক্তিসহ বৈদ্যুতিক গাড়ির দিকেও নজর দিয়েছে ফক্সকন।
আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকনের শেয়ারদর বেড়ে ৩ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ শুক্রবার দিনের লেনদেনের শুরুতে কোম্পাটির শেয়ারের দাম ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) ফক্সকনের রেকর্ড মুনাফার তথ্য প্রকাশের পর শেয়ারদরে এমন উল্লম্ফন ঘটল।
মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স বলছে, যতটুকু মুনাফা হবে বলে প্রত্যাশা করা হয়েছিল এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভারের চাহিদা বাড়ার ফলে কোম্পানির আর্থিক পরিস্থিতি যতটুকু চাঙা হবে বলে ধরা হয়েছিল, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকের মুনাফা সেটাকে ছাপিয়ে গেছে।
ফক্সকন কোম্পানির আনুষ্ঠানিক নাম হল—হন হাই প্রিসিসন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড। গত বৃহস্পতিবার প্রকাশি কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির প্রত্যাশার চেয়ে অনেক বেশি ৩৩ শতাংশ মুনাফা করেছে। সেসঙ্গে এই বছর রাজস্ব আয়ও ব্যাপক বাড়বে আশাপ্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ডাইওয়া ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষকেরা বলেন, ‘আমাদের দৃষ্টিতে হন হাই কোম্পানি এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের এআইভিত্তিক সার্ভার পণ্যের বড় সুবিধাভোগী। কারণ, এনভিডিয়ার কাছ এআই সার্ভার অ্যাসেম্বলি বা র্যাক কেনার অর্ডার বাড়ছে।’
বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্যনির্মাতা কোম্পানির মুনাফা এই বছর ১৩ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। অথচ গত বছর মুনাফা হয়নি বললেই চলে।
শুক্রবার দিনের শুরুতেই তাইওয়ান স্টক একচেঞ্জের ১০০ বৃহত্তর কোম্পানির শেয়ারের বাছাই সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ দরপতন হলেও ফক্সকনের শেয়ারের উপর তা কোনো প্রভাব ফেলতে পারেনি। ফক্সকনের শেয়ার ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে কোম্পানির মোট বাজারমূল্য ১৩২ দশমিক ৫০ ট্রিলিয়ন ডলার হয়েছে, যা ২০২১ সালের ২৩ মার্চের পর সর্বোচ্চ।
ফক্সকন মূলত চীনে আইফোন তৈরি করে। তবে গত বছর থেকে আইফোন তৈরির কারখানাগুলো ভারতে সরিয়ে আনার চেষ্টা চলছে। ২০২৩ সালের নভেম্বরে ভারতে ১৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফক্সকন। এছাড়া এআই প্রযুক্তিসহ বৈদ্যুতিক গাড়ির দিকেও নজর দিয়েছে ফক্সকন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫