ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন করতে নতুন ফটোজ অ্যাপ নিয়ে আসতে পারে টিকটক। কম দৈর্ঘ্যের ভিডিও ফিচারের নকল করে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে সম্প্রতি টিকটককে ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। শর্টস ও রিলস ফিচারের মাধ্যমে টিকটকের ব্যবহাকারীদের আকৃষ্ট করা চেষ্টা করছে ইউটিউব ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর তাই নতুন ফটোজ অ্যাপ নিয়ে এসে ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদনে অ্যাসেম্বলডিবাগ বলে, টিকটকের সর্বশেষ এপিকেতে (৩৩.৮. ৪ সংস্করণ) কিছু কোডের স্ট্রিং (স্ট্রিং হল এক ধরনের টেক্সট ডেটা যা প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়) থেকে টিকটিক ফটোজ নামের নতুন এক অ্যাপের বিষয়ে জানা যায়। স্ট্রিংগুলো থেকে জানা যায় নতুন অ্যাপটির সঙ্গে টিকটকের প্রধান অ্যাপের সংযোগ থাকবে।
এক স্ট্রিংয়ে বলা হয়, ‘যারা ফটো পোস্টগুলো উপভোগ করে এমন সমমনা ব্যক্তিদের কাছে পৌঁছান’। অর্থাৎ এই বার্তার মাধ্যমে বোঝা যায়, টিকটক ফটোজ থেকে ছবি ডাউনলোড করার লিংক থাকবে। অন্যান্য স্ট্রিংয়ে লেখা আছে, ‘টিকটক ফটোজে ছবি শেয়ার করুন” ও ‘টিকটক ফটোজে ছবি সিংক করুন’। কোডের এসব স্ট্রিং থেকে বোঝা যায় টিকটক ফটোজ অ্যাপের সঙ্গে টিকটিক প্ল্যাটফর্মের ছবি শেয়ার করা যাবে।
এই অ্যাপের হোম স্ক্রিনের বিভিন্ন ফরম্যাটও অ্যাসেম্বলডিবাগ তুলে ধরে। নতুন অ্যাপের ইন্টারফেসে একই ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। তবে টিকটকের লোগোতে মিউজিক নোটটি বাদ দিয়ে ‘পি’ বর্ণটি ব্যবহার করা হয়েছে।
যদিও ব্যবহারকারীরা ইতিমধ্যেই বিদ্যমান টিকটক অ্যাপে ছবি শেয়ার করতে পারে। তবে অ্যাপটিতে ভিডিও ও ছবির একই সঙ্গে থাকায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য টিকটকের নতুন ফটোজ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন করতে নতুন ফটোজ অ্যাপ নিয়ে আসতে পারে টিকটক। কম দৈর্ঘ্যের ভিডিও ফিচারের নকল করে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে সম্প্রতি টিকটককে ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। শর্টস ও রিলস ফিচারের মাধ্যমে টিকটকের ব্যবহাকারীদের আকৃষ্ট করা চেষ্টা করছে ইউটিউব ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর তাই নতুন ফটোজ অ্যাপ নিয়ে এসে ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদনে অ্যাসেম্বলডিবাগ বলে, টিকটকের সর্বশেষ এপিকেতে (৩৩.৮. ৪ সংস্করণ) কিছু কোডের স্ট্রিং (স্ট্রিং হল এক ধরনের টেক্সট ডেটা যা প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়) থেকে টিকটিক ফটোজ নামের নতুন এক অ্যাপের বিষয়ে জানা যায়। স্ট্রিংগুলো থেকে জানা যায় নতুন অ্যাপটির সঙ্গে টিকটকের প্রধান অ্যাপের সংযোগ থাকবে।
এক স্ট্রিংয়ে বলা হয়, ‘যারা ফটো পোস্টগুলো উপভোগ করে এমন সমমনা ব্যক্তিদের কাছে পৌঁছান’। অর্থাৎ এই বার্তার মাধ্যমে বোঝা যায়, টিকটক ফটোজ থেকে ছবি ডাউনলোড করার লিংক থাকবে। অন্যান্য স্ট্রিংয়ে লেখা আছে, ‘টিকটক ফটোজে ছবি শেয়ার করুন” ও ‘টিকটক ফটোজে ছবি সিংক করুন’। কোডের এসব স্ট্রিং থেকে বোঝা যায় টিকটক ফটোজ অ্যাপের সঙ্গে টিকটিক প্ল্যাটফর্মের ছবি শেয়ার করা যাবে।
এই অ্যাপের হোম স্ক্রিনের বিভিন্ন ফরম্যাটও অ্যাসেম্বলডিবাগ তুলে ধরে। নতুন অ্যাপের ইন্টারফেসে একই ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। তবে টিকটকের লোগোতে মিউজিক নোটটি বাদ দিয়ে ‘পি’ বর্ণটি ব্যবহার করা হয়েছে।
যদিও ব্যবহারকারীরা ইতিমধ্যেই বিদ্যমান টিকটক অ্যাপে ছবি শেয়ার করতে পারে। তবে অ্যাপটিতে ভিডিও ও ছবির একই সঙ্গে থাকায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য টিকটকের নতুন ফটোজ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে