দ্রুত কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে পারে চ্যাটজিপিটি। সাশ্রয়ী উপায়ে ও মানুষের বড় হস্তক্ষেপ ছাড়াই এটা করা যায়। এক গবেষণায় দেখা গেছে, নির্দেশনা পেয়ে সাত মিনিটের মধ্যে কল্পিত কোম্পানির সফটওয়ার তৈরি করেছে চ্যাটজিপিটি। এই প্রক্রিয়ায় ব্যয় হয়েছে এক ডলারেরও কম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোনো প্রশিক্ষণ ছাড়া চ্যাটজিপিটির সর্বাধুনিক ৩.৫ ভার্সন সফটওয়্যার তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে কিনা তা দেখতে পরীক্ষা-নিরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের ব্রাউন ও চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষণাপত্রে বলা হয়, এই পরীক্ষার জন্য প্রথমে ‘চ্যাটডেভ’ নামে কাল্পনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করা হয়। এরপর ওয়াটারফল মডেলের (সফটওয়্যার তৈরি করার জন্য একটি অনুক্রমিক পদ্ধতি) ওপর ভিত্তি করে ডিজাইনিং, কোডিং, টেস্টিং ও ডকুমেন্টিং– এই চারটি ধাপে কোম্পানিকে বিভক্ত করা হয়।
এ পর্যায়ে এআই বটকে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য ‘গুরুত্বপূর্ণ বিবরণ’সহ নির্দেশনা দেওয়া হয়। ‘নির্ধারিত কাজ ও ভূমিকা’, ‘যোগাযোগের প্রটোকল’, ‘কাজ শেষের মানদণ্ড’ ও ‘সীমাবদ্ধতা’ ইত্যাদি সব গুরুত্বপূর্ণ বিষয় বিবরণে অন্তর্ভুক্ত।
এআই বটকে বিভিন্ন পদ দেওয়ার পর প্রতিটি বট নিজ নিজ কাজে নিয়োজিত হয়। উদাহরণস্বরূপ- চ্যাটডেভের ‘নকশা’ করার স্তরে ‘সিইও’ ও ‘সিটিও’ আর ‘কোডিং’ করার স্তরে ‘প্রোগ্রামার’ ও ‘আর্ট ডিজাইনার’ কাজ করে।
মানুষের ন্যূনতম হস্তক্ষেপে প্রতিটি স্তরে এআই কর্মীরা নিজেদের সঙ্গে চ্যাট করে ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার নির্দিষ্ট অংশের কাজ সম্পন্ন করে। প্রোগ্রামিং ভাষা থেকে শুরু করে কোডের অভ্যন্তরীণ বাগ সনাক্তসহ সফটওয়্যার তৈরি পর্যন্ত সব সিদ্ধান্ত নেয় এই এআই বট।
গবেষকেরা বিভিন্ন প্রেক্ষাপটে সফটওয়্যার তৈরির পরীক্ষা করেন। প্রতিটি ধরনের সফটওয়্যার তৈরিতে কত সময় লাগে ও খরচ হয় তা বিশ্লেষণ করা হয়।
চ্যাটডেভকে বেসিক’ গোমোকু’ বোর্ড গেমের নকশা তৈরির নির্দেশনা দেয় গবেষকেরা। এতে দেখা যায়, চ্যাটডেভকে ৭০টি কাজ দেওয়ার পর প্রতিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া সারতে ৭ মিনিট লেগেছে এবং এক ডলারের চেয়ে কম খরচে কাজটি শেষ হয়েছে।
গবেষণাপত্রে বলা হয়, এআই চ্যাটবট দ্বারা উৎপাদিত সফটওয়্যার সিস্টেমগুলোর প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ ‘ত্রুটিহীনভাবে কার্যকর’ হয়েছে।
গবেষকেরা বলছে, গবেষণায় প্রমাণিত হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে চ্যাটডেভের দক্ষতা ও ব্যয় সাশ্রয়ের ক্ষমতা রয়েছে। চ্যাটজিপিটির মত এআই প্রযুক্তি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম বলে গবেষণার ফলাফলে প্রমাণ মিলে।
টুলটি গত বছরে নভেম্বরে আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সময় বাঁচাতে ও উৎপাদন বৃদ্ধি করতে এই প্রযুক্তি ব্যবহার করছে। কোডারদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে সহায়তা করছে এআইভিত্তিক জেনারেটিভ এআই টুল।
চ্যাটজিপিটি ব্যবহার করে বাসা খোঁজার প্রোগ্রাম তৈরি করেছেন বার্লিনের ড্যানিয়াল ডিপহোল্ড নামের এক কোডার। সফটওয়্যার তৈরির জন্য অ্যামাজনের কর্মীরাও চ্যাটজিপিটি ব্যবহার করেন।
সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই টুলের ‘ল্যাংগুয়েজ মডেলের’ ত্রুটিসহ নানা সীমাবদ্ধতা উঠে এসেছে এই গবেষণায়। তবে বাস্তব জীবনে এই টুল জুনিয়র প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের কাজে আসবে বলে গবেষকেরা দাবি করছেন।
দ্রুত কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে পারে চ্যাটজিপিটি। সাশ্রয়ী উপায়ে ও মানুষের বড় হস্তক্ষেপ ছাড়াই এটা করা যায়। এক গবেষণায় দেখা গেছে, নির্দেশনা পেয়ে সাত মিনিটের মধ্যে কল্পিত কোম্পানির সফটওয়ার তৈরি করেছে চ্যাটজিপিটি। এই প্রক্রিয়ায় ব্যয় হয়েছে এক ডলারেরও কম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোনো প্রশিক্ষণ ছাড়া চ্যাটজিপিটির সর্বাধুনিক ৩.৫ ভার্সন সফটওয়্যার তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে কিনা তা দেখতে পরীক্ষা-নিরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের ব্রাউন ও চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষণাপত্রে বলা হয়, এই পরীক্ষার জন্য প্রথমে ‘চ্যাটডেভ’ নামে কাল্পনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করা হয়। এরপর ওয়াটারফল মডেলের (সফটওয়্যার তৈরি করার জন্য একটি অনুক্রমিক পদ্ধতি) ওপর ভিত্তি করে ডিজাইনিং, কোডিং, টেস্টিং ও ডকুমেন্টিং– এই চারটি ধাপে কোম্পানিকে বিভক্ত করা হয়।
এ পর্যায়ে এআই বটকে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য ‘গুরুত্বপূর্ণ বিবরণ’সহ নির্দেশনা দেওয়া হয়। ‘নির্ধারিত কাজ ও ভূমিকা’, ‘যোগাযোগের প্রটোকল’, ‘কাজ শেষের মানদণ্ড’ ও ‘সীমাবদ্ধতা’ ইত্যাদি সব গুরুত্বপূর্ণ বিষয় বিবরণে অন্তর্ভুক্ত।
এআই বটকে বিভিন্ন পদ দেওয়ার পর প্রতিটি বট নিজ নিজ কাজে নিয়োজিত হয়। উদাহরণস্বরূপ- চ্যাটডেভের ‘নকশা’ করার স্তরে ‘সিইও’ ও ‘সিটিও’ আর ‘কোডিং’ করার স্তরে ‘প্রোগ্রামার’ ও ‘আর্ট ডিজাইনার’ কাজ করে।
মানুষের ন্যূনতম হস্তক্ষেপে প্রতিটি স্তরে এআই কর্মীরা নিজেদের সঙ্গে চ্যাট করে ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার নির্দিষ্ট অংশের কাজ সম্পন্ন করে। প্রোগ্রামিং ভাষা থেকে শুরু করে কোডের অভ্যন্তরীণ বাগ সনাক্তসহ সফটওয়্যার তৈরি পর্যন্ত সব সিদ্ধান্ত নেয় এই এআই বট।
গবেষকেরা বিভিন্ন প্রেক্ষাপটে সফটওয়্যার তৈরির পরীক্ষা করেন। প্রতিটি ধরনের সফটওয়্যার তৈরিতে কত সময় লাগে ও খরচ হয় তা বিশ্লেষণ করা হয়।
চ্যাটডেভকে বেসিক’ গোমোকু’ বোর্ড গেমের নকশা তৈরির নির্দেশনা দেয় গবেষকেরা। এতে দেখা যায়, চ্যাটডেভকে ৭০টি কাজ দেওয়ার পর প্রতিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া সারতে ৭ মিনিট লেগেছে এবং এক ডলারের চেয়ে কম খরচে কাজটি শেষ হয়েছে।
গবেষণাপত্রে বলা হয়, এআই চ্যাটবট দ্বারা উৎপাদিত সফটওয়্যার সিস্টেমগুলোর প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ ‘ত্রুটিহীনভাবে কার্যকর’ হয়েছে।
গবেষকেরা বলছে, গবেষণায় প্রমাণিত হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে চ্যাটডেভের দক্ষতা ও ব্যয় সাশ্রয়ের ক্ষমতা রয়েছে। চ্যাটজিপিটির মত এআই প্রযুক্তি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম বলে গবেষণার ফলাফলে প্রমাণ মিলে।
টুলটি গত বছরে নভেম্বরে আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সময় বাঁচাতে ও উৎপাদন বৃদ্ধি করতে এই প্রযুক্তি ব্যবহার করছে। কোডারদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে সহায়তা করছে এআইভিত্তিক জেনারেটিভ এআই টুল।
চ্যাটজিপিটি ব্যবহার করে বাসা খোঁজার প্রোগ্রাম তৈরি করেছেন বার্লিনের ড্যানিয়াল ডিপহোল্ড নামের এক কোডার। সফটওয়্যার তৈরির জন্য অ্যামাজনের কর্মীরাও চ্যাটজিপিটি ব্যবহার করেন।
সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই টুলের ‘ল্যাংগুয়েজ মডেলের’ ত্রুটিসহ নানা সীমাবদ্ধতা উঠে এসেছে এই গবেষণায়। তবে বাস্তব জীবনে এই টুল জুনিয়র প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের কাজে আসবে বলে গবেষকেরা দাবি করছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২০ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২০ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২০ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২০ দিন আগে