নিজস্ব প্রতিবেদক
ভয়েস রিকগনিশনসহ স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে নুয়ান্স। প্রথম সারির এই প্রতিষ্ঠানকে ১ হাজার ৬০০ কোটি ডলারে কেনার ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এর আগে অন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান কিনতে একবারই এমন খরচ করেছিল মাইক্রোসফট।
নুয়ান্স এর আগে মাইক্রোসফট ক্লাউডের সঙ্গে প্রায় দুই বছর অংশীদার হিসেবে কাজ করেছে। এবার এই ব্যবধান ঘুচিয়ে নুয়ান্সকে পুরোপুরিই নিজের করে নিল মাইক্রোসফট। এর মধ্য দিয়ে মাইক্রোসফট স্বাস্থ্যসেবায় এআই খাতে বড় ধরনের অগ্রগতি দেখবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, নুয়ান্সের প্রতিটি শেয়ারের জন্য ৫৬ ডলার খরচ করছে মাইক্রোসফট। এই হিসাবে প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়ায় ১ হাজার ৬০০ কোটি ডলার। পাশাপাশি আগের ঋণের অর্থ যোগ করে মাইক্রোসফট নুয়ান্সের পেছনে মোট খরচ করছে ১ হাজার ৯৭০ কোটি ডলার।
এ চুক্তির সুফল ভোগ করবে মাইক্রোসফটের ক্লাউড, এআই ও স্বাস্থ্যসেবা ব্যবসা। নুয়ান্সের প্রযুক্তি নিজেদের সেবার উন্নয়নে ব্যবহার করবে বলে এরই মধ্যে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা এ সম্পর্কিত এক টুইটে লিখেছেন, ‘এআই হচ্ছে প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং স্বাস্থ্যসেবা এর সবচেয়ে জরুরি প্রয়োগ। স্বাস্থ্যসেবায় এআই নিয়ে এসেছে নুয়ান্স। বাস্তব বিশ্বে ব্যবসায়িক এআইয়ের প্রয়োগের দিক থেকে একে অগ্রদূত বলা যায়।’
এ বিষয়ে ওয়েডবুশ সিকিউরিটির প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস সিএনএনকে বলেন, ‘নুয়ান্সের ড্রাগন অ্যাম্বায়েন্ট এক্সপেরিয়েন্স বা ডিএএক্স-এর ওপরই সম্ভবত নজর ছিল মাইক্রোসফটের। ডিএএক্স মূলত এআই সফটওয়্যার প্যাকেজ, যা রোগী ভর্তি, ডকুমেন্টেশন ও টেলিহেলথ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তা করে। এমনিতেই এটি বর্ধনশীল খাত ছিল। কোভিড-১৯ মহামারীতে এটি আরও ফুলেফেঁপে উঠেছে।’ তিনি বলেন, ‘আগামী বছরগুলোয় যখন মাইক্রোসফট স্বাস্থ্য খাতে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন এই ক্রয় একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এটি বোঝার জন্য কোনো বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না।’
নুয়ান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেঞ্জামিনই প্রতিষ্ঠানটি চালাবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। মালিক প্রতিষ্ঠানের স্কট গাথ্রির অধীনে কাজ করবেন তিনি। স্কট মাইক্রোসফটের ক্লাউড এবং এআই বিভাগের প্রধান। কভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে মাইক্রোসফট বিভিন্ন মাত্রায় মনোযোগী হয়েছে। এই মনোযোগ আগামী বেশ কয়েক বছর অব্যাহত থাকবে বলে সিএনএনকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভয়েস রিকগনিশনসহ স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে নুয়ান্স। প্রথম সারির এই প্রতিষ্ঠানকে ১ হাজার ৬০০ কোটি ডলারে কেনার ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এর আগে অন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান কিনতে একবারই এমন খরচ করেছিল মাইক্রোসফট।
নুয়ান্স এর আগে মাইক্রোসফট ক্লাউডের সঙ্গে প্রায় দুই বছর অংশীদার হিসেবে কাজ করেছে। এবার এই ব্যবধান ঘুচিয়ে নুয়ান্সকে পুরোপুরিই নিজের করে নিল মাইক্রোসফট। এর মধ্য দিয়ে মাইক্রোসফট স্বাস্থ্যসেবায় এআই খাতে বড় ধরনের অগ্রগতি দেখবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, নুয়ান্সের প্রতিটি শেয়ারের জন্য ৫৬ ডলার খরচ করছে মাইক্রোসফট। এই হিসাবে প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়ায় ১ হাজার ৬০০ কোটি ডলার। পাশাপাশি আগের ঋণের অর্থ যোগ করে মাইক্রোসফট নুয়ান্সের পেছনে মোট খরচ করছে ১ হাজার ৯৭০ কোটি ডলার।
এ চুক্তির সুফল ভোগ করবে মাইক্রোসফটের ক্লাউড, এআই ও স্বাস্থ্যসেবা ব্যবসা। নুয়ান্সের প্রযুক্তি নিজেদের সেবার উন্নয়নে ব্যবহার করবে বলে এরই মধ্যে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা এ সম্পর্কিত এক টুইটে লিখেছেন, ‘এআই হচ্ছে প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং স্বাস্থ্যসেবা এর সবচেয়ে জরুরি প্রয়োগ। স্বাস্থ্যসেবায় এআই নিয়ে এসেছে নুয়ান্স। বাস্তব বিশ্বে ব্যবসায়িক এআইয়ের প্রয়োগের দিক থেকে একে অগ্রদূত বলা যায়।’
এ বিষয়ে ওয়েডবুশ সিকিউরিটির প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস সিএনএনকে বলেন, ‘নুয়ান্সের ড্রাগন অ্যাম্বায়েন্ট এক্সপেরিয়েন্স বা ডিএএক্স-এর ওপরই সম্ভবত নজর ছিল মাইক্রোসফটের। ডিএএক্স মূলত এআই সফটওয়্যার প্যাকেজ, যা রোগী ভর্তি, ডকুমেন্টেশন ও টেলিহেলথ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তা করে। এমনিতেই এটি বর্ধনশীল খাত ছিল। কোভিড-১৯ মহামারীতে এটি আরও ফুলেফেঁপে উঠেছে।’ তিনি বলেন, ‘আগামী বছরগুলোয় যখন মাইক্রোসফট স্বাস্থ্য খাতে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন এই ক্রয় একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এটি বোঝার জন্য কোনো বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না।’
নুয়ান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেঞ্জামিনই প্রতিষ্ঠানটি চালাবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। মালিক প্রতিষ্ঠানের স্কট গাথ্রির অধীনে কাজ করবেন তিনি। স্কট মাইক্রোসফটের ক্লাউড এবং এআই বিভাগের প্রধান। কভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে মাইক্রোসফট বিভিন্ন মাত্রায় মনোযোগী হয়েছে। এই মনোযোগ আগামী বেশ কয়েক বছর অব্যাহত থাকবে বলে সিএনএনকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫