গাড়ির জন্য নতুন জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট নিয়ে আসছে ইন্টেল। এটি গাড়িতে বসে গেমিংকে আরও উপভোগ্য করে তোলার জন্য চিপটি তৈরি করেছে কোম্পানিটি। তবে কোনো গাড়ির সঙ্গে চিপটি যুক্ত করবে তা এখনো খোলাসা করেনি কোম্পানিটি।
চিপটিকে ‘আর্ক এ৭৬০ এ’ হিসেবে নামকরণ করেছে ইন্টেল। ২০২৫ সালের গাড়িগুলোর সঙ্গে নতুন চিপটি বাজারে আসবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্টেল বলে, ক্রমবর্ধমানভাবে যানবাহনের ভেতরে বিনোদন পাওয়ার দিকে আগ্রহী হচ্ছেন গাড়ির ক্রেতারা। আর ‘এআইভিত্তিক ককপিট অভিজ্ঞতার একটি নতুন যুগের সূচনা করতে এই চিপ ডিজাইন করা হয়েছে।’
এই জিপিইউ ভয়েস, ক্যামেরা ও বিভিন্ন গেসচার শনাক্ত করতে পারবে। ফলে এর মাধ্যমে সহজেই ‘৩ডি গ্রাফিকসের সাতটি উচ্চ রেজল্যুশনের স্ক্রিন ও ৬টি গাড়ির ক্যামেরা ও বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যায়। এর ফলে গাড়ির মধ্যেই উচ্চ মানের গেমগুলো খেলা যাবে।
ড্রাইভার নিজের মতো সিস্টেমটি সাজিয়ে নিতে হবে। ইন্টেল বলছে, চিপটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের মাধ্যমে গাড়ির নিয়ন্ত্রণের বিভিন্ন আদেশ কার্যকর ও যানবাহন সম্পর্কিত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। সেই সঙ্গে ব্যবহারকারীদের সঙ্গে অবসরে চ্যাট করার ক্ষমতা অন্তর্ভুক্ত করবে। ফলে ব্যবহারকারী যাত্রা আরও আনন্দদায়ক হবে।
ইন্টেল আরেও বলে, এটি গাড়ির জন্য পাঁচ শোরও বেশি ফিচার ও এআই অ্যাপ তৈরি করছে। সেই সঙ্গে গাড়ির যাত্রাকে আরও উপভোগ্য করতে এক শোরও বেশি স্বতন্ত্র সফটওয়্যার বিক্রেতারা কাজ করছে। এ ছাড়া এআইজিপিইউ পিসি প্ল্যাটফর্মের জন্য তৈরি সফটওয়্যারকে এ৭০৬০এ সম্পূর্ণভাবে সমর্থন দিতে পারবে। এটি সাশ্রয়ী, মিড রেঞ্জ ও দামি গাড়ির জন্য নিয়ে আসা হবে।
ইন্টেল বলেছে, গাড়ি নির্মাতাদের অংশীদার হতে চায় কোম্পানিটি।
পিসি চিপের মান-নিয়ন্ত্রণ ও আর্থিক সমস্যাগুলোর সঙ্গে খাপ খাওয়াতে নতুন পণ্যের দিকে মনোনিবেশ করছে ইন্টেল। কোম্পানিটি সম্প্রতি ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। কোম্পানিটির শেয়ার দর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের চাহিদা মেটাতে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এই বছর ইন্টেলের শেয়ার দর প্রায় ৪০ শতাংশ কমেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত চিপগুলোর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য কোম্পানিটি নিয়োগ কমানোর মাধ্যমে খরচ কমানোর পরিকল্পনা করছে।
তথ্যসূত্র: এন্ডগ্যাজেট
গাড়ির জন্য নতুন জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট নিয়ে আসছে ইন্টেল। এটি গাড়িতে বসে গেমিংকে আরও উপভোগ্য করে তোলার জন্য চিপটি তৈরি করেছে কোম্পানিটি। তবে কোনো গাড়ির সঙ্গে চিপটি যুক্ত করবে তা এখনো খোলাসা করেনি কোম্পানিটি।
চিপটিকে ‘আর্ক এ৭৬০ এ’ হিসেবে নামকরণ করেছে ইন্টেল। ২০২৫ সালের গাড়িগুলোর সঙ্গে নতুন চিপটি বাজারে আসবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্টেল বলে, ক্রমবর্ধমানভাবে যানবাহনের ভেতরে বিনোদন পাওয়ার দিকে আগ্রহী হচ্ছেন গাড়ির ক্রেতারা। আর ‘এআইভিত্তিক ককপিট অভিজ্ঞতার একটি নতুন যুগের সূচনা করতে এই চিপ ডিজাইন করা হয়েছে।’
এই জিপিইউ ভয়েস, ক্যামেরা ও বিভিন্ন গেসচার শনাক্ত করতে পারবে। ফলে এর মাধ্যমে সহজেই ‘৩ডি গ্রাফিকসের সাতটি উচ্চ রেজল্যুশনের স্ক্রিন ও ৬টি গাড়ির ক্যামেরা ও বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যায়। এর ফলে গাড়ির মধ্যেই উচ্চ মানের গেমগুলো খেলা যাবে।
ড্রাইভার নিজের মতো সিস্টেমটি সাজিয়ে নিতে হবে। ইন্টেল বলছে, চিপটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের মাধ্যমে গাড়ির নিয়ন্ত্রণের বিভিন্ন আদেশ কার্যকর ও যানবাহন সম্পর্কিত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। সেই সঙ্গে ব্যবহারকারীদের সঙ্গে অবসরে চ্যাট করার ক্ষমতা অন্তর্ভুক্ত করবে। ফলে ব্যবহারকারী যাত্রা আরও আনন্দদায়ক হবে।
ইন্টেল আরেও বলে, এটি গাড়ির জন্য পাঁচ শোরও বেশি ফিচার ও এআই অ্যাপ তৈরি করছে। সেই সঙ্গে গাড়ির যাত্রাকে আরও উপভোগ্য করতে এক শোরও বেশি স্বতন্ত্র সফটওয়্যার বিক্রেতারা কাজ করছে। এ ছাড়া এআইজিপিইউ পিসি প্ল্যাটফর্মের জন্য তৈরি সফটওয়্যারকে এ৭০৬০এ সম্পূর্ণভাবে সমর্থন দিতে পারবে। এটি সাশ্রয়ী, মিড রেঞ্জ ও দামি গাড়ির জন্য নিয়ে আসা হবে।
ইন্টেল বলেছে, গাড়ি নির্মাতাদের অংশীদার হতে চায় কোম্পানিটি।
পিসি চিপের মান-নিয়ন্ত্রণ ও আর্থিক সমস্যাগুলোর সঙ্গে খাপ খাওয়াতে নতুন পণ্যের দিকে মনোনিবেশ করছে ইন্টেল। কোম্পানিটি সম্প্রতি ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। কোম্পানিটির শেয়ার দর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের চাহিদা মেটাতে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এই বছর ইন্টেলের শেয়ার দর প্রায় ৪০ শতাংশ কমেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত চিপগুলোর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য কোম্পানিটি নিয়োগ কমানোর মাধ্যমে খরচ কমানোর পরিকল্পনা করছে।
তথ্যসূত্র: এন্ডগ্যাজেট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৪ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৪ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৪ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৪ দিন আগে