ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন কাজের অভিজ্ঞতা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) একগুচ্ছ ফিচার নিয়ে এল জুম। যোগাযোগ ও সহযোগিতার উন্নয়নের লক্ষ্যে তৈরি এসব এআই ফিচার সম্প্রতি বার্ষিক ইভেন্ট ‘জুমটোপিয়া’য় প্রকাশ করে জুম।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও-এর প্রতিবেদন অনুসারে জুমের ইভেন্টে যেসব ফিচারের ঘোষণা দেওয়া হয়েছে, তা তুলে ধরা হল।
জুম ডক
জুম ডকে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখন থেকে প্রজেক্ট ব্যবস্থাপনা, ডকুমেন্ট তৈরি ও সাজাতে জুম ও থার্ড পার্টি অ্যাপের সঙ্গে ফিচারটি নির্বিঘ্নে কাজ করবে।
জুম ডকে ডকুমেন্ট ফিচার, উইকি ও ‘ড্র্যাগ এন্ড ড্রপ’ পদ্ধতিতে কনটেন্ট ব্লক করার ফিচার রয়েছে। জুম মিটিং থেকে ‘কনটেন্ট পপুলেশন’ ও ‘কুইক ডকুমেন্ট সার্চ’-এর মতো এসব এআই সক্ষমতা টিমওয়ার্ককে আরও সহজ করবে।
জুম এআই অ্যাসিস্ট্যান্ট
জুমের মিটিং ও টিম চ্যাটের সময় হোয়াইটবোর্ড ও সামারাইজেশন ফিচারে এআই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যুক্ত হবে। তবে এই অ্যাসিস্ট্যান্টের জন্য জুমে সাবস্ক্রাইব করা ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে না। এই ফিচারের মাধ্যমে মিটিং ও আলোচনায় কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।
কর্মীদের অভিজ্ঞতা উন্নয়ন
হাইব্রিড কাজের যুগে কর্মীদের ব্যতিক্রমী অভিজ্ঞতার উপর জোর দিয়ে ওয়ার্কভিভোকে অধিগ্রহণ করেছে জুম। এটি কর্মীদের মধ্যে সংযোগ ও যোগাযোগ সমস্যা সমাধানে কাজ করে। কর্মক্ষেত্রে সংরক্ষিত আসন শনাক্ত করার জন্য ফাইন্ডিং ফিচারও চালু করবে জুম।
জুমের সিইও ও প্রতিষ্ঠাতা এরিক এস ইউয়ান বলেন, যেহেতু কাজ ক্রমাগত বিকশিত হচ্ছে ও নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। তাই ব্যবসাসফল হওয়ার জন্য কার্যকর সহযোগিতা ও যোগাযোগ টুল জরুরি।
ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন কাজের অভিজ্ঞতা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) একগুচ্ছ ফিচার নিয়ে এল জুম। যোগাযোগ ও সহযোগিতার উন্নয়নের লক্ষ্যে তৈরি এসব এআই ফিচার সম্প্রতি বার্ষিক ইভেন্ট ‘জুমটোপিয়া’য় প্রকাশ করে জুম।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও-এর প্রতিবেদন অনুসারে জুমের ইভেন্টে যেসব ফিচারের ঘোষণা দেওয়া হয়েছে, তা তুলে ধরা হল।
জুম ডক
জুম ডকে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখন থেকে প্রজেক্ট ব্যবস্থাপনা, ডকুমেন্ট তৈরি ও সাজাতে জুম ও থার্ড পার্টি অ্যাপের সঙ্গে ফিচারটি নির্বিঘ্নে কাজ করবে।
জুম ডকে ডকুমেন্ট ফিচার, উইকি ও ‘ড্র্যাগ এন্ড ড্রপ’ পদ্ধতিতে কনটেন্ট ব্লক করার ফিচার রয়েছে। জুম মিটিং থেকে ‘কনটেন্ট পপুলেশন’ ও ‘কুইক ডকুমেন্ট সার্চ’-এর মতো এসব এআই সক্ষমতা টিমওয়ার্ককে আরও সহজ করবে।
জুম এআই অ্যাসিস্ট্যান্ট
জুমের মিটিং ও টিম চ্যাটের সময় হোয়াইটবোর্ড ও সামারাইজেশন ফিচারে এআই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যুক্ত হবে। তবে এই অ্যাসিস্ট্যান্টের জন্য জুমে সাবস্ক্রাইব করা ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে না। এই ফিচারের মাধ্যমে মিটিং ও আলোচনায় কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।
কর্মীদের অভিজ্ঞতা উন্নয়ন
হাইব্রিড কাজের যুগে কর্মীদের ব্যতিক্রমী অভিজ্ঞতার উপর জোর দিয়ে ওয়ার্কভিভোকে অধিগ্রহণ করেছে জুম। এটি কর্মীদের মধ্যে সংযোগ ও যোগাযোগ সমস্যা সমাধানে কাজ করে। কর্মক্ষেত্রে সংরক্ষিত আসন শনাক্ত করার জন্য ফাইন্ডিং ফিচারও চালু করবে জুম।
জুমের সিইও ও প্রতিষ্ঠাতা এরিক এস ইউয়ান বলেন, যেহেতু কাজ ক্রমাগত বিকশিত হচ্ছে ও নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। তাই ব্যবসাসফল হওয়ার জন্য কার্যকর সহযোগিতা ও যোগাযোগ টুল জরুরি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫