ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। ব্রাউজারের ট্যাবগুলো সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে এআইভিত্তিক ফিচারগুলো সাহায্য করবে।
এআইভিত্তিক এই তিনটি ফিচার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো—
ট্যাব অর্গানাইজার
ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ক্রোম ব্রাউজারে চালু করা ট্যাবগুলোর বিষয়ভিত্তিক গ্রুপ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে এআই টুলটি । ফিচারটি ব্যবহার করার জন্য গ্রাহককে একটি ট্যাবে রাইট ক্লিক করতে হবে এবং ‘ড্রপ ডাউন’ মেনু থেকে ‘অর্গানাইজ সিমিলার ট্যাব’ অপশনটি নির্বাচন করতে হবে।
কাস্টমাইজ ক্রোম
অ্যান্ড্রয়েড ১৪ ও পিক্সেল ৮ ডিভাইসের নতুন কাস্টমাইজ ফিচারে মতো ক্রোমেই একই ধরনের সুবিধা দেখা যাবে। কাস্টমাইজড ক্রোম ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করা যাবে। এআই টুলটি ব্যবহার করার জন্য ব্রাউজারের হোমপেজের নিচের দিকে থাকা ‘কাস্টমাইজড ক্রোম’ বাটনে ক্লিক করুন। এর ফলে একটি সাইড প্যানেল সামনে আসবে। প্যানেলের ‘চেঞ্জ থিম’ অপশনে থেকে ‘ক্রিয়েট উইথ এআই’ টুলটি নির্বাচন করুন।
এআইয়ের মাধ্যমে ওয়েবপেজে লেখা
এআইয়ের মাধ্যমে ওয়েব পেজে লেখার ‘হেল্প মি রাইট’ টুলটি ক্রোমে যুক্ত করবে গুগল। আগামী মাসে টুলটি উন্মোচন করার সম্ভাবনা রয়েছে। এই টুল ওয়েবসাইটটি নির্ভুলভাবে লিখতে ও উন্নত ব্যাকরণ ব্যবহার করতে সাহায্য করবে। টুলটি ব্যবহার করার জন্য ক্রোম ব্রাউজারের যেকোনো টেক্সট বক্সে রাইট ক্লিক করুন এবং ‘হেল্প মি রাইট’ অপশনটি নির্বাচন করুন। কিছু টেক্সটের মাধ্যমে এআইকে কোনো বিষয় লেখার জন্য নির্দেশনা দিন। এরপর এআই স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি নিয়ে নির্ভুলভাবে লেখে দেবে।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। ব্রাউজারের ট্যাবগুলো সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে এআইভিত্তিক ফিচারগুলো সাহায্য করবে।
এআইভিত্তিক এই তিনটি ফিচার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো—
ট্যাব অর্গানাইজার
ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ক্রোম ব্রাউজারে চালু করা ট্যাবগুলোর বিষয়ভিত্তিক গ্রুপ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে এআই টুলটি । ফিচারটি ব্যবহার করার জন্য গ্রাহককে একটি ট্যাবে রাইট ক্লিক করতে হবে এবং ‘ড্রপ ডাউন’ মেনু থেকে ‘অর্গানাইজ সিমিলার ট্যাব’ অপশনটি নির্বাচন করতে হবে।
কাস্টমাইজ ক্রোম
অ্যান্ড্রয়েড ১৪ ও পিক্সেল ৮ ডিভাইসের নতুন কাস্টমাইজ ফিচারে মতো ক্রোমেই একই ধরনের সুবিধা দেখা যাবে। কাস্টমাইজড ক্রোম ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করা যাবে। এআই টুলটি ব্যবহার করার জন্য ব্রাউজারের হোমপেজের নিচের দিকে থাকা ‘কাস্টমাইজড ক্রোম’ বাটনে ক্লিক করুন। এর ফলে একটি সাইড প্যানেল সামনে আসবে। প্যানেলের ‘চেঞ্জ থিম’ অপশনে থেকে ‘ক্রিয়েট উইথ এআই’ টুলটি নির্বাচন করুন।
এআইয়ের মাধ্যমে ওয়েবপেজে লেখা
এআইয়ের মাধ্যমে ওয়েব পেজে লেখার ‘হেল্প মি রাইট’ টুলটি ক্রোমে যুক্ত করবে গুগল। আগামী মাসে টুলটি উন্মোচন করার সম্ভাবনা রয়েছে। এই টুল ওয়েবসাইটটি নির্ভুলভাবে লিখতে ও উন্নত ব্যাকরণ ব্যবহার করতে সাহায্য করবে। টুলটি ব্যবহার করার জন্য ক্রোম ব্রাউজারের যেকোনো টেক্সট বক্সে রাইট ক্লিক করুন এবং ‘হেল্প মি রাইট’ অপশনটি নির্বাচন করুন। কিছু টেক্সটের মাধ্যমে এআইকে কোনো বিষয় লেখার জন্য নির্দেশনা দিন। এরপর এআই স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি নিয়ে নির্ভুলভাবে লেখে দেবে।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫