প্রযুক্তি ডেস্ক
একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ নিতে পারবেন। এই কাজটি করেছে বহুজাতিক সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি। ফলে, অনলাইনে শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা দেবে গ্রাহকেরা। এটি অ্যাডোবি করবে ভিডিও সম্পাদনা প্রতিষ্ঠান ফ্রেম আইও এর মাধ্যমে। এ জন্য অ্যাডোবি ১২৭.৫ কোটি ডলারে ফ্রেম আইও কেনার ঘোষণা দিয়েছে।
ফ্রেম আইও ব্যবহার করলে বারবার ফুটেজ যাচাই করা লাগবেনা। ফলে সময় খরচ কমবে গ্রাহকের। ভিডিও এডিটিংয়ের পুরো প্রক্রিয়াটিও সহজ করে আনে ওই সফটওয়্যার।
ফ্রেম আইও ব্যবহার করে একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ সুযোগ থাকে। গ্রাহকদের এই ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল অ্যাডোবির। এ জন্য ফ্রেম আইও সফটওয়্যার কিনে নিতে পারায় নতুন করে এ ধরনের সফটওয়্যার বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অ্যাডোবি।
অ্যাডোবি জানিয়েছে, ফ্রেম আইও সফটওয়্যারটির কাজের ধরন অনেকটা গুগল ওয়ার্কস্পেসের মতো। তারা আরও জানায়, ক্লাউডনির্ভর সফটওয়্যারটি ব্যবহার করে যে কেউ ভিডিও ফুটেজ এডিট করতে পারবেন, দেখতে পারবেন, কমেন্টও করা যাবে এতে। অনেকটা গুগল ড্রাইভ ফাইলের লিংক শেয়ার করার মতো কাজ করে এই পুরো প্রক্রিয়া।
বাজারের অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের সঙ্গে সমন্বয়ের ফিচারও আছে এই সফটওয়্যারটিতে। অ্যাডোবির প্রিমিয়ার প্রো, অ্যাপলের ফাইনাল কাট প্রো এবং অ্যাভিড মিডিয়া কম্পোজার এর সঙ্গে কাজ করতে পারে ফ্রেম আইও।
অ্যাডোবির প্রধান পণ্য কর্মকর্তা স্কট বেলস্কি, ফ্রেম আইও’র প্রতিষ্ঠাতা এমেরি ওয়েলস এবং সহ-প্রতিষ্ঠাতা জন ট্রেভার অ্যাডোবির হয়ে কাজ করবেন। তাঁরা এই পুরো প্রজেক্টটি দেখাশোনা করবেন। অ্যাডোবির এই নতুন সংযোজন ভিডিও সম্পাদনার ক্ষেত্রে গ্রাহকদেরকে নতুন মাত্রা দেবে বলে জানিয়েছে ভার্জসহ প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি পত্রিকা।
একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ নিতে পারবেন। এই কাজটি করেছে বহুজাতিক সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি। ফলে, অনলাইনে শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা দেবে গ্রাহকেরা। এটি অ্যাডোবি করবে ভিডিও সম্পাদনা প্রতিষ্ঠান ফ্রেম আইও এর মাধ্যমে। এ জন্য অ্যাডোবি ১২৭.৫ কোটি ডলারে ফ্রেম আইও কেনার ঘোষণা দিয়েছে।
ফ্রেম আইও ব্যবহার করলে বারবার ফুটেজ যাচাই করা লাগবেনা। ফলে সময় খরচ কমবে গ্রাহকের। ভিডিও এডিটিংয়ের পুরো প্রক্রিয়াটিও সহজ করে আনে ওই সফটওয়্যার।
ফ্রেম আইও ব্যবহার করে একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ সুযোগ থাকে। গ্রাহকদের এই ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল অ্যাডোবির। এ জন্য ফ্রেম আইও সফটওয়্যার কিনে নিতে পারায় নতুন করে এ ধরনের সফটওয়্যার বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অ্যাডোবি।
অ্যাডোবি জানিয়েছে, ফ্রেম আইও সফটওয়্যারটির কাজের ধরন অনেকটা গুগল ওয়ার্কস্পেসের মতো। তারা আরও জানায়, ক্লাউডনির্ভর সফটওয়্যারটি ব্যবহার করে যে কেউ ভিডিও ফুটেজ এডিট করতে পারবেন, দেখতে পারবেন, কমেন্টও করা যাবে এতে। অনেকটা গুগল ড্রাইভ ফাইলের লিংক শেয়ার করার মতো কাজ করে এই পুরো প্রক্রিয়া।
বাজারের অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের সঙ্গে সমন্বয়ের ফিচারও আছে এই সফটওয়্যারটিতে। অ্যাডোবির প্রিমিয়ার প্রো, অ্যাপলের ফাইনাল কাট প্রো এবং অ্যাভিড মিডিয়া কম্পোজার এর সঙ্গে কাজ করতে পারে ফ্রেম আইও।
অ্যাডোবির প্রধান পণ্য কর্মকর্তা স্কট বেলস্কি, ফ্রেম আইও’র প্রতিষ্ঠাতা এমেরি ওয়েলস এবং সহ-প্রতিষ্ঠাতা জন ট্রেভার অ্যাডোবির হয়ে কাজ করবেন। তাঁরা এই পুরো প্রজেক্টটি দেখাশোনা করবেন। অ্যাডোবির এই নতুন সংযোজন ভিডিও সম্পাদনার ক্ষেত্রে গ্রাহকদেরকে নতুন মাত্রা দেবে বলে জানিয়েছে ভার্জসহ প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি পত্রিকা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৫ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৫ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৫ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৫ দিন আগে