ফিচার ডেস্ক
আমাদের প্রতিদিনের অনেক কাজ এখন সহজ করে দিচ্ছে চ্যাটজিপিটি। কিছু একটা বুঝতে পারছেন না, চ্যাটজিপিটিকে জানালেই সে সেটির ব্যাখ্যাসহ আপনার সামনে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের প্রেজেন্টেশন পরিকল্পনা হোক অথবা অফিসের কোনো কাজ—সব জায়গায় রয়েছে চ্যাটজিপিটির প্রভাব। কিন্তু এই বিশাল সুবিধাও অনেকে ভোগ করতে পারছেন না সঠিকভাবে তাকে নির্দেশ দিতে না পারায়। চ্যাটজিপিটির কাছে কিছু জানতে চাইলে প্রয়োজন হয় প্রম্পট। এখানেই গন্ডগোল বাধে। কারণ, আপনি কীভাবে প্রশ্ন করছেন, কতটা সুনির্দিষ্টভাবে নির্দেশ দিচ্ছেন—সেটিই নির্ধারণ করবে ফলাফল আপনার চাওয়ার কতটা কাছাকাছি যেতে পারে।
প্রম্পট মানে শুধু প্রশ্ন নয়, এর সঙ্গে প্রয়োজন নির্দেশনা। আমরা অনেক সময় হুট করে লিখে ফেলি, ‘আমার জন্য একটা ফেসবুক পোস্ট লেখো।’ কিন্তু চ্যাটজিপিটি কী পোস্ট লিখবে? বিজ্ঞাপন, গল্প নাকি ক্যাপশন?
তাই দরকার বিস্তারিত নির্দেশনা দেওয়া। চ্যাটজিপিটি যেন বোঝে, আপনি কী চাচ্ছেন, কাদের জন্য, ভাষা কোন ধরনের হবে। আপনার প্রম্পট যত সুনির্দিষ্ট হবে, তত কার্যকর ফল পাবেন।
প্রকল্পের লক্ষ্য ঠিক করা
প্রথমে নিজের কাছে পরিষ্কার হোন, আপনি কী কাজ চাচ্ছেন। সেটা একটি ব্লগ লেখা হতে পারে, কিংবা একটি ভিডিও স্ক্রিপ্ট বা শিক্ষণীয় কিছু। আপনার বিষয়টি স্পষ্ট করে দিন।
চ্যাটজিপিটিকে ভূমিকা দিন
চ্যাটজিপিটিকে যদি আপনি শুধু সাধারণভাবে কিছু জিজ্ঞেস করেন, তবে তার উত্তরও হবে অনেকটা সাধারণ ধরনের। ধরুন, আপনি চাচ্ছেন নিজের ছোট ব্যবসার জন্য কিছু কনটেন্ট আইডিয়া পেতে। তখন আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন, ‘তুমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, যে নতুন উদ্যোক্তাদের জন্য কনটেন্ট পরিকল্পনা করে।’ এভাবে চ্যাটজিপিটি বুঝে যায়, সে কী ধরনের চিন্তা করবে, কী ধরনের ভাষা ব্যবহার করবে আর কীভাবে উত্তর সাজাবে।
প্রাসঙ্গিক পটভূমি বোঝান
প্রম্পটের সঙ্গে একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া জরুরি। কেন এই কাজ দরকার, কোথায় ব্যবহার করা হবে, বিষয়গুলো এমন নির্দিষ্ট হলে এআই অনেক বেশি প্রাসঙ্গিক উত্তর দিতে পারে।
উত্তরের ধরন নির্দিষ্ট করে দিন
উত্তরটা কেমন হবে—ছোট নাকি বড়, বন্ধুসুলভ নাকি প্রাতিষ্ঠানিক, তথ্যভিত্তিক নাকি কল্পনাপ্রবণ—এসবও বলে ফেললে উত্তর পাওয়া যাবে আরও নিখুঁত।
কিছু নিয়ম আর সীমাবদ্ধতা নির্ধারণ করুন
কোনো শব্দ ব্যবহার না করার অনুরোধ, প্রতিযোগীদের নাম উল্লেখ না করা, নির্দিষ্ট কিছু বিষয় এড়িয়ে চলা—এসব নিয়ম জানিয়ে দিলে চ্যাটজিপিটি সেগুলো লেখা থেকে বাদ রাখবে।
একটি-দুটি উদাহরণ দিন
কোনো লেখা তৈরির আগে যদি চ্যাটজিপিটিকে উদাহরণ উল্লেখ করা যায়, তাহলে সে সেভাবে লেখাটা সাজাতে পারে। উদাহরণ দিলে ভুল কমে এবং লেখার মান বাড়ে।
চ্যাটজিপিটি এখন আর শুধু ‘প্রশ্ন করো, উত্তর দাও’ এমন অবস্থায় নেই। এটা এখন আপনার ব্যক্তিগত সহযোগীর মতো কাজ করতে প্রস্তুত। আপনি যদি সঠিকভাবে নির্দেশ দেন, তাহলে সে আপনার কাজকে দ্রুত, সুন্দর এবং কার্যকর করে তুলতে পারে।
সূত্র: কোর্স এরা
আমাদের প্রতিদিনের অনেক কাজ এখন সহজ করে দিচ্ছে চ্যাটজিপিটি। কিছু একটা বুঝতে পারছেন না, চ্যাটজিপিটিকে জানালেই সে সেটির ব্যাখ্যাসহ আপনার সামনে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের প্রেজেন্টেশন পরিকল্পনা হোক অথবা অফিসের কোনো কাজ—সব জায়গায় রয়েছে চ্যাটজিপিটির প্রভাব। কিন্তু এই বিশাল সুবিধাও অনেকে ভোগ করতে পারছেন না সঠিকভাবে তাকে নির্দেশ দিতে না পারায়। চ্যাটজিপিটির কাছে কিছু জানতে চাইলে প্রয়োজন হয় প্রম্পট। এখানেই গন্ডগোল বাধে। কারণ, আপনি কীভাবে প্রশ্ন করছেন, কতটা সুনির্দিষ্টভাবে নির্দেশ দিচ্ছেন—সেটিই নির্ধারণ করবে ফলাফল আপনার চাওয়ার কতটা কাছাকাছি যেতে পারে।
প্রম্পট মানে শুধু প্রশ্ন নয়, এর সঙ্গে প্রয়োজন নির্দেশনা। আমরা অনেক সময় হুট করে লিখে ফেলি, ‘আমার জন্য একটা ফেসবুক পোস্ট লেখো।’ কিন্তু চ্যাটজিপিটি কী পোস্ট লিখবে? বিজ্ঞাপন, গল্প নাকি ক্যাপশন?
তাই দরকার বিস্তারিত নির্দেশনা দেওয়া। চ্যাটজিপিটি যেন বোঝে, আপনি কী চাচ্ছেন, কাদের জন্য, ভাষা কোন ধরনের হবে। আপনার প্রম্পট যত সুনির্দিষ্ট হবে, তত কার্যকর ফল পাবেন।
প্রকল্পের লক্ষ্য ঠিক করা
প্রথমে নিজের কাছে পরিষ্কার হোন, আপনি কী কাজ চাচ্ছেন। সেটা একটি ব্লগ লেখা হতে পারে, কিংবা একটি ভিডিও স্ক্রিপ্ট বা শিক্ষণীয় কিছু। আপনার বিষয়টি স্পষ্ট করে দিন।
চ্যাটজিপিটিকে ভূমিকা দিন
চ্যাটজিপিটিকে যদি আপনি শুধু সাধারণভাবে কিছু জিজ্ঞেস করেন, তবে তার উত্তরও হবে অনেকটা সাধারণ ধরনের। ধরুন, আপনি চাচ্ছেন নিজের ছোট ব্যবসার জন্য কিছু কনটেন্ট আইডিয়া পেতে। তখন আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন, ‘তুমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, যে নতুন উদ্যোক্তাদের জন্য কনটেন্ট পরিকল্পনা করে।’ এভাবে চ্যাটজিপিটি বুঝে যায়, সে কী ধরনের চিন্তা করবে, কী ধরনের ভাষা ব্যবহার করবে আর কীভাবে উত্তর সাজাবে।
প্রাসঙ্গিক পটভূমি বোঝান
প্রম্পটের সঙ্গে একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া জরুরি। কেন এই কাজ দরকার, কোথায় ব্যবহার করা হবে, বিষয়গুলো এমন নির্দিষ্ট হলে এআই অনেক বেশি প্রাসঙ্গিক উত্তর দিতে পারে।
উত্তরের ধরন নির্দিষ্ট করে দিন
উত্তরটা কেমন হবে—ছোট নাকি বড়, বন্ধুসুলভ নাকি প্রাতিষ্ঠানিক, তথ্যভিত্তিক নাকি কল্পনাপ্রবণ—এসবও বলে ফেললে উত্তর পাওয়া যাবে আরও নিখুঁত।
কিছু নিয়ম আর সীমাবদ্ধতা নির্ধারণ করুন
কোনো শব্দ ব্যবহার না করার অনুরোধ, প্রতিযোগীদের নাম উল্লেখ না করা, নির্দিষ্ট কিছু বিষয় এড়িয়ে চলা—এসব নিয়ম জানিয়ে দিলে চ্যাটজিপিটি সেগুলো লেখা থেকে বাদ রাখবে।
একটি-দুটি উদাহরণ দিন
কোনো লেখা তৈরির আগে যদি চ্যাটজিপিটিকে উদাহরণ উল্লেখ করা যায়, তাহলে সে সেভাবে লেখাটা সাজাতে পারে। উদাহরণ দিলে ভুল কমে এবং লেখার মান বাড়ে।
চ্যাটজিপিটি এখন আর শুধু ‘প্রশ্ন করো, উত্তর দাও’ এমন অবস্থায় নেই। এটা এখন আপনার ব্যক্তিগত সহযোগীর মতো কাজ করতে প্রস্তুত। আপনি যদি সঠিকভাবে নির্দেশ দেন, তাহলে সে আপনার কাজকে দ্রুত, সুন্দর এবং কার্যকর করে তুলতে পারে।
সূত্র: কোর্স এরা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে