বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ কোনো না কোনো বিষণ্নতায় আক্রান্ত। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। তবে মানুষের বিষণ্নতা শনাক্ত করা কঠিন। কারণ এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা নিজেদের নেতিবাচক অনুভূতি বন্ধু, পরিবার বা চিকিৎসকদের জানাতে চান না। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্মার্টফোন তৈরির চেষ্টা করছেন গবেষকেরা, যা চোখ ও মুখের অভিব্যক্তি দেখেই মানুষের বিষণ্নতা শনাক্ত করতে পারবে।
স্টিভেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যাং ওয়ান বে বেশ কিছু এআই-চালিত স্মার্টফোন অ্যাপ্লিকেশন ও সিস্টেম নিয়ে কাজ করছেন। অ্যাপ ও সিস্টেমগুলো অন্যদের হস্তক্ষেপ ছাড়াই কেউ বিষণ্নতার দিকে এগিয়ে যাচ্ছি কি না, তা সতর্ক করতে পারবে।
তিনি বলেন, বিষণ্নতা একটি বড় চ্যালেঞ্জ। আজকাল বিশ্বের অধিকাংশ মানুষ যেহেতু প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করেন, তাই এটি একটি কার্যকর শনাক্তকরণ টুল হতে পারে।’
পিইএচডি ছাত্র রাহুল ইসলামকে নিয়ে অধ্যাপক ওয়ান বে এমন একটি সিস্টেম তৈরি করেছেন। সিস্টেমটির নাম ‘পিউপিলসেন্স’ রাখা হয়েছে। এটি স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীর পিউপিলের (চোখের কেন্দ্রীয় অংশ) ছবি নিয়মিত তুলবে ও পিউপিলের ব্যস পরিমাপ করে বিষণ্নতা শনাক্ত করে। গবেষকদের দাবি, পিউপিলসেন্স ৭৬ শতাংশ সঠিকভাবে বিষণ্নতা শনাক্ত করতে সক্ষম।
স্যাং ওয়ান বে বলেন, গত তিন দশকে পূর্ববর্তী গবেষণাগুলো থেকে বারবার প্রমাণিত হয়েছে যে, কীভাবে পিউপিলের প্রতিক্রিয়া এবং সাড়া বিষণ্নতার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
গবেষণাটি ‘প্রসেডিং অব দ্য এসিএম অন হিউম্যান–কম্পিউটার ইন্টারেকশন’ জার্নালে প্রকাশিত হয়েছে।
ব্যবহারকারীরা যখন তাদের ফোন খোলে বা নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অ্যাপে প্রবেশ করে, তখন ১০ সেকেন্ডের ‘বাৰ্স্ট’ ফটো স্ট্রিম থেকে চোখের চারপাশের আইরিশের সঙ্গে তুলনা করে পিউপিলের ব্যাস সঠিকভাবে পরিমাপ করে এই সিস্টেম।
সিস্টেমটি পরীক্ষার জন্য গবেষণায় ২৫ জন স্বেচ্ছাসেবীদের তথ্য নেওয়া হয়। তাদের নিয়ে চার সপ্তাহ ধরে গবেষণা করা হয়। স্মার্টফোনে যুক্ত করা সিস্টেমটি প্রায় ফোনের সঙ্গে স্বেচ্ছাসেবীদের ১৬ হাজার মিথস্ক্রিয়া বিশ্লেষণ করা হয়। এ সময় পিউপিলের ছবির তথ্য সংগ্রহ করা হয়।
একটি এআই সিস্টেমকে ‘স্বাভাবিক’ এবং ‘অস্বাভাবিক’ প্রতিক্রিয়া পৃথক করার প্রশিক্ষণ দেওয়ার পর গবেষকেরা ছবির ডেটা প্রক্রিয়াধীন করেন। এই পরীক্ষার সময় স্বেচ্ছাসেবীদের নিজেদের মানসিক অবস্থা চিহ্নিত করতে বলা হয়। পরে ছবির ডেটার সঙ্গে ব্যবহারকারীদের দেওয়া তথ্য মিলিয়ে দেখেন গবেষকেরা।
গত মে মাসে সিস্টেমটি প্রথমবারের মতো জাপানে আন্তর্জাতিক অ্যাক্টিভিটি ও বিহেভিয়র কম্পিউটিং সম্মেলনে উন্মোচন করা হয়। বর্তমানে এটি গিটহাব প্ল্যাটফর্মে ওপেন-সোর্স হিসেবে রয়েছে।
বে এবং রাহুল ‘ফেসসাই’ নামের আরেকটি সিস্টেম তৈরি করার চেষ্টা করেছেন। সিস্টেমটি মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করে মানুষের মানসিক অবস্থার ওপর অন্তর্দৃষ্টি প্রদান করে।
ফেসসাই ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যখনই ফোন চালু করা হয় বা সাধারণভাবে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো খোলা হয়, তখন মুখের ছবি নেয় এই সিস্টেমটি। তবে ছবি বিশ্লেষণের পরে মুখের ছবিগুলো প্রায় সঙ্গে সঙ্গে মুছে ফেলে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে।
ফেসসাই সিস্টেম সম্পর্কে অধ্যাপক বে বলেন, ‘আমরা শুরুতে জানতাম না মুখের কোন অভিব্যক্তি বা চোখের গতিবিধি স্বেচ্ছাসেবীদের স্ব-প্রতিবেদন করা বিষণ্নতার সঙ্গে সম্পর্কিত হবে। কিছু অভিব্যক্তি প্রত্যাশিত ছিল এবং কিছু ছিল চমকপ্রদ।’
গবেষণার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, হাসির অভিব্যক্তি সুখের সঙ্গে সম্পর্কিত নয়, বরং বিষণ্ন মেজাজ এবং অনুভূতির সম্ভাব্য সংকেতের সঙ্গে সম্পর্কিত।
এটি বিষণ্নতা মোকাবিলার প্রক্রিয়া হতে পারে। যেমন: মানুষ যখন সত্যিই হতাশ হয়ে পড়ে, তখন তারা নিজেদের এবং অন্যদের জন্য ‘সাহসী রূপ’ ধারণ করেন।
প্রাথমিক ডেটায় প্রদর্শিত বিষণ্নতার অন্যান্য স্পষ্ট সংকেতগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল সকালে মুখের নড়াচড়ার গতির সংখ্যা কমে যাওয়া এবং চোখ ও মাথা নড়াচড়া বিশেষ প্যাটার্ন। উদাহরণস্বরূপ, সকালে হাই তোলা বা মাথার পাশ থেকে পাশে নড়াচড়া বেড়ে যাওয়া বিষণ্নতার উপসর্গের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত বলে মনে করা হয়।
ফেসসাই সিস্টেমের গবেষণার প্রাথমিক ফলাফল অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়ায় এএম আন্তর্জাতিক সম্মেলন উপস্থাপন করা হবে।
তথ্যসূত্র: নিউরো সায়েন্স নিউজ ও মেডিকেল এক্সপ্রেস
বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ কোনো না কোনো বিষণ্নতায় আক্রান্ত। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। তবে মানুষের বিষণ্নতা শনাক্ত করা কঠিন। কারণ এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা নিজেদের নেতিবাচক অনুভূতি বন্ধু, পরিবার বা চিকিৎসকদের জানাতে চান না। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্মার্টফোন তৈরির চেষ্টা করছেন গবেষকেরা, যা চোখ ও মুখের অভিব্যক্তি দেখেই মানুষের বিষণ্নতা শনাক্ত করতে পারবে।
স্টিভেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যাং ওয়ান বে বেশ কিছু এআই-চালিত স্মার্টফোন অ্যাপ্লিকেশন ও সিস্টেম নিয়ে কাজ করছেন। অ্যাপ ও সিস্টেমগুলো অন্যদের হস্তক্ষেপ ছাড়াই কেউ বিষণ্নতার দিকে এগিয়ে যাচ্ছি কি না, তা সতর্ক করতে পারবে।
তিনি বলেন, বিষণ্নতা একটি বড় চ্যালেঞ্জ। আজকাল বিশ্বের অধিকাংশ মানুষ যেহেতু প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করেন, তাই এটি একটি কার্যকর শনাক্তকরণ টুল হতে পারে।’
পিইএচডি ছাত্র রাহুল ইসলামকে নিয়ে অধ্যাপক ওয়ান বে এমন একটি সিস্টেম তৈরি করেছেন। সিস্টেমটির নাম ‘পিউপিলসেন্স’ রাখা হয়েছে। এটি স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীর পিউপিলের (চোখের কেন্দ্রীয় অংশ) ছবি নিয়মিত তুলবে ও পিউপিলের ব্যস পরিমাপ করে বিষণ্নতা শনাক্ত করে। গবেষকদের দাবি, পিউপিলসেন্স ৭৬ শতাংশ সঠিকভাবে বিষণ্নতা শনাক্ত করতে সক্ষম।
স্যাং ওয়ান বে বলেন, গত তিন দশকে পূর্ববর্তী গবেষণাগুলো থেকে বারবার প্রমাণিত হয়েছে যে, কীভাবে পিউপিলের প্রতিক্রিয়া এবং সাড়া বিষণ্নতার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
গবেষণাটি ‘প্রসেডিং অব দ্য এসিএম অন হিউম্যান–কম্পিউটার ইন্টারেকশন’ জার্নালে প্রকাশিত হয়েছে।
ব্যবহারকারীরা যখন তাদের ফোন খোলে বা নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অ্যাপে প্রবেশ করে, তখন ১০ সেকেন্ডের ‘বাৰ্স্ট’ ফটো স্ট্রিম থেকে চোখের চারপাশের আইরিশের সঙ্গে তুলনা করে পিউপিলের ব্যাস সঠিকভাবে পরিমাপ করে এই সিস্টেম।
সিস্টেমটি পরীক্ষার জন্য গবেষণায় ২৫ জন স্বেচ্ছাসেবীদের তথ্য নেওয়া হয়। তাদের নিয়ে চার সপ্তাহ ধরে গবেষণা করা হয়। স্মার্টফোনে যুক্ত করা সিস্টেমটি প্রায় ফোনের সঙ্গে স্বেচ্ছাসেবীদের ১৬ হাজার মিথস্ক্রিয়া বিশ্লেষণ করা হয়। এ সময় পিউপিলের ছবির তথ্য সংগ্রহ করা হয়।
একটি এআই সিস্টেমকে ‘স্বাভাবিক’ এবং ‘অস্বাভাবিক’ প্রতিক্রিয়া পৃথক করার প্রশিক্ষণ দেওয়ার পর গবেষকেরা ছবির ডেটা প্রক্রিয়াধীন করেন। এই পরীক্ষার সময় স্বেচ্ছাসেবীদের নিজেদের মানসিক অবস্থা চিহ্নিত করতে বলা হয়। পরে ছবির ডেটার সঙ্গে ব্যবহারকারীদের দেওয়া তথ্য মিলিয়ে দেখেন গবেষকেরা।
গত মে মাসে সিস্টেমটি প্রথমবারের মতো জাপানে আন্তর্জাতিক অ্যাক্টিভিটি ও বিহেভিয়র কম্পিউটিং সম্মেলনে উন্মোচন করা হয়। বর্তমানে এটি গিটহাব প্ল্যাটফর্মে ওপেন-সোর্স হিসেবে রয়েছে।
বে এবং রাহুল ‘ফেসসাই’ নামের আরেকটি সিস্টেম তৈরি করার চেষ্টা করেছেন। সিস্টেমটি মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করে মানুষের মানসিক অবস্থার ওপর অন্তর্দৃষ্টি প্রদান করে।
ফেসসাই ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যখনই ফোন চালু করা হয় বা সাধারণভাবে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো খোলা হয়, তখন মুখের ছবি নেয় এই সিস্টেমটি। তবে ছবি বিশ্লেষণের পরে মুখের ছবিগুলো প্রায় সঙ্গে সঙ্গে মুছে ফেলে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে।
ফেসসাই সিস্টেম সম্পর্কে অধ্যাপক বে বলেন, ‘আমরা শুরুতে জানতাম না মুখের কোন অভিব্যক্তি বা চোখের গতিবিধি স্বেচ্ছাসেবীদের স্ব-প্রতিবেদন করা বিষণ্নতার সঙ্গে সম্পর্কিত হবে। কিছু অভিব্যক্তি প্রত্যাশিত ছিল এবং কিছু ছিল চমকপ্রদ।’
গবেষণার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, হাসির অভিব্যক্তি সুখের সঙ্গে সম্পর্কিত নয়, বরং বিষণ্ন মেজাজ এবং অনুভূতির সম্ভাব্য সংকেতের সঙ্গে সম্পর্কিত।
এটি বিষণ্নতা মোকাবিলার প্রক্রিয়া হতে পারে। যেমন: মানুষ যখন সত্যিই হতাশ হয়ে পড়ে, তখন তারা নিজেদের এবং অন্যদের জন্য ‘সাহসী রূপ’ ধারণ করেন।
প্রাথমিক ডেটায় প্রদর্শিত বিষণ্নতার অন্যান্য স্পষ্ট সংকেতগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল সকালে মুখের নড়াচড়ার গতির সংখ্যা কমে যাওয়া এবং চোখ ও মাথা নড়াচড়া বিশেষ প্যাটার্ন। উদাহরণস্বরূপ, সকালে হাই তোলা বা মাথার পাশ থেকে পাশে নড়াচড়া বেড়ে যাওয়া বিষণ্নতার উপসর্গের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত বলে মনে করা হয়।
ফেসসাই সিস্টেমের গবেষণার প্রাথমিক ফলাফল অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়ায় এএম আন্তর্জাতিক সম্মেলন উপস্থাপন করা হবে।
তথ্যসূত্র: নিউরো সায়েন্স নিউজ ও মেডিকেল এক্সপ্রেস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫